যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের হ্যামট্রাম্যাক সিটির কনান্ট স্ট্রিটে (বাংলাদেশ অ্যাভিনিউয়ে) স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে কে বা কারা কালিমা লেপন করে বিকৃত করেছে। এ ঘটনায় প্রবাসী বাঙ্গালিদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। জানা গেছে, ১৮ ফেব্রুয়ারী বিষয়টি জানার পর পরই মিশিগান আওয়ামীলীগ, যুবলীগ,ছাত্রলীগ,বঙ্গবন্ধু পরিষদের নেতৃবৃন্দসহ সচেতনমহল ঘটনাস্থলে ছুটে আসেন।
তারা এ ঘটনার তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে কালি লেপনকারী বা লেপনকারীদের ধরে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন। পুলিশ প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে বলে স্থানীয় আওয়ামী লীগ সুত্রে জানা গেছে। আওয়ামী লীগ এ ঘটনার প্রতিবাদে গতকাল ১৯ ফেব্রুয়ারী রোববার বিকেলে কনান্ট স্ট্রিটে এক প্রতিবাদ সভার আয়োজন করে। এতে নেতৃবৃন্দ ২১শে ফেব্রুয়ারীর প্রাক্কালে এমন ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানান। তারা বলেন, এই কালি লেপন বাঙ্গালি সংস্কৃতি, অনুভূতি তথা বাঙ্গালি কমুউনিটির উপর এক আঘাত।
২০১৯ সালে মিশিগান স্টেট যুবলীগ ৯ হাজার ডলার ব্যয় করে এ মুরালটি স্থাপন করেছিল।
এখানে উল্লেখ্য গত নভেম্বর মাসে বাংলাটাউন নামফলকে কে বা কারা কালো কালি লেপন করেছিল।