০৩:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪
শারদীয় দুর্গোৎসব

দর্শক শ্রোতাদের মন মাতাতে ইন্ডিয়ান আইডলরা আসছেন মিশিগানে

আসন্ন দুর্গা পূজা উপলক্ষ্যে দর্শক শ্রোতাদের মন মাতাতে যুক্তরাষ্ট্রের মিশিগানে আসছেন কলকাতার বিভিন্ন জনপ্রিয় শিল্পী, কলাকুশলী ও ব্যান্ড দল। বিভিন্ন সংগঠন ও মন্দির কমিটি পূজার সাংস্কৃতিক অনুষ্টান সুন্দর ও আকর্ষণীয় করতে এ আয়োজন। কলকাতা থেকে গান করতে আসছেন, ইমন চক্রবর্তী, অঙ্কিতা ভট্রাচার্য, ব্যান্ড দল চন্দ্রবিন্দু, অমিত পাল, শালিনী মুখার্জি, কানাডা থেকে আসছেন সুমন সরকার ও মহুয়া। এছাড়াও স্থানীয় শিল্পীরা সঙ্গীত পরিবেশন করবেন।যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের বিভিন্ন স্থানে শারদীয় দুর্গোৎসবের ব্যাপক প্রস্তুতি চলছে। আজ ১ অক্টোবর থেকে ৯ অক্টোবর পর্যন্ত ৯ দিন ব্যাপী বিভিন্ন মন্দির ও সংগঠন এ পূজার

দুর্গা মন্দিরের প্রতিমা : ছবি : পার্থ দেব

আয়োজন করছে। পূজার প্রায় এক মাস আগ থেকেই প্রস্তুতি নিয়েছে  মন্দির ও সংগঠনগুলো । প্রবাসের পূজা বেশীরভাগ সময়ই অনুষ্টিত হয় সপ্তাহের কর্ম দিবসে এবং উদযাপন করা হয় সপ্তাহান্তে। প্রবাসের পূজা মানে একে অন্যের সাথে দেখা, মত বিনিময়, আনন্দ উদযাপন। প্রবাসের পূজার অন্যতম আকর্ষণ হচ্ছে সাংস্কৃতিক অনুষ্টান।কে কার চেয়ে সুন্দর অনুষ্টান উপহার দেয় তার এক প্রতিযোগিতা হয় এ শারদ উৎসবে। ইতিমধ্যেই পূজার কেনাকাটা শুরু হয়ে গেছে। প্রবাসী বাংলাদেশী মালিকানাধীন কাপড়ের দোকানগুলোতে ভীড় পরিলক্ষিত হচ্ছে। মানুষজন একে অন্যেকে পূজার জামা কাপড় উপহার দিচ্ছেন। অনেকে অনলাইনে বাংলাদেশ থেকে কাপড়চোপড়, অলংকার, গিফট সামগ্রী আনছেন। সনাতন ধর্মাবলম্ভীরা পূজা উপলক্ষ্যে পূজার সময়টায় ছুটি নিয়ে রেখেছেন। প্রবাসে পূজায় সংকলন প্রকাশ করা পূজার অংশ হয়ে গেছে। প্রতিটি পূজাতেই ষ্মরণিকা বের করা হয়। এতে দেশের ও প্রবাসের লেখকদের লেখা প্রকাশিত হয়।

দুর্গা মন্দিরের পূজা : ডেট্রয়েট শহরেরদুর্গা মন্দিরের পূজা হবে সপ্তাহব্যাপী ১ অক্টোবর থেকে ৯ অক্টোবর পর্যন্ত। তীথি মতো পূজা হবে ১ থেকে ৫ অক্টোবর পর্যন্ত এবং ৮ ও ৯ অক্টোবর পূজা উদযাপন করা হবে। দুর্গা পূজা উপলক্ষ্যে দুর্গা মন্দির ব্যাপক কর্মসূচী নিয়েছে।মায়ের বোধন, পূজা, অঞ্জলি,  যজ্ঞ, প্রসাদ বিতরণ,আরতিসহ বিভিন্ন মাঙ্গলিক অনুষ্টানাদি হবে। ৩ অক্টোবর অষ্টমীর দিনে ১০৮টি সদ্য ফোটা পদ্মফুল ও ১০৮ টি প্রদীপ জালিয়ে সন্ধি পূজা করা হবে। বিশেষ আলোকসজ্জার আয়োজন করা হয়েছে। ৮ ও ৯ অক্টোবর বিকেল ৪টা থেকে রাত অবধি থাকবে কবিতা আবৃতি,গান, নৃত্য, গীতিনাট্য, কানাডা থেকে আসা অতিথি শিল্পী সুমন সরকার ও মহুয়া  গান পরিবেশন করবেন, এছাড়াও নাটক ও আকর্ষণীয় রম্য শ্রুতিনাটক। প্রতিদিন থাকবে আরতির সাথে ঐতিহ্যবাহী ধুনুচি নাচ। দুর্গা মন্দিরের প্রেসিডেন্ট পংকজ দাশ এই প্রতিনিধির সাথে আলাপকালে জানান, এবার পূজায় আবহাওয়া থাকবে ভাল তাই আশা ভাল জনসমাগম হবে। দুর্গা মন্দির হচ্ছে এ অঞ্চলে প্রবাসী বাংলাদেশীদের দ্বারা পরিচালিত সবচেয়ে পুরানো মন্দির।

দুর্গা মন্দিরের নাট্যদল

শিব মন্দিরের পূজা : মন্দিরটি গত বছর প্রতিষ্টিত হয়েছে।ওয়ারেন সিটিতে অবস্থিতশিব মন্দির দুর্গা পূজা উপলক্ষ্যে ১ অক্টোবর থেকে ৯ অক্টোবর পর্যন্ত ৯দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে পূজা উদযাপন করবে। প্রতিদিন থাকছে পূজা, পুষ্পাঞ্জলি, প্রসাদ বিতরণ, আরতি ও আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্টান, থাকবে কবিতা, গান, নাচ, গীতি আলেখ্য, ধামাইল ও রয়েছে অতিথি শিল্পী শালিনী মুখার্জীর একক সঙ্গীত পরিবেশনা।

দুর্গা মন্দিরে সপ্তমীতে আগমনী গানের শিল্পীরা

বিচিত্রার পূজা :  বিচিত্রা এবার দুই দিন ব্যাপী দুর্গোৎসব পালন করছে। আগামী ১ ও ২ অক্টোবর কমার্স চার্টার টাউনশিপের ওয়ালড লেক সেনট্রাল হাই স্কুলে পূজা অনুষ্টিত হবে। এতে থাকছে, পূজা, অঞ্জলি,প্রসাদ বিতরণ, সাংস্কৃতিক অনুষ্টান। এতে সঙ্গীত পরিবেশন করেবেন কলকাতা থেকে আগত অংকিতা ভট্রাচার্য ও চন্দ্রবিন্দু।

দুর্গা মন্দিরে ৯ অক্টোবর রম্য শ্রুতি নাটক

বিচিত্রা ইনকের পূজা : বিচিত্রা ইনক এবার দুর্গা পূজা  করছে তিনদিন । ৩০ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত।কমার্স টাউনশিপের ওয়ালড(Walled) লেক নর্থান হাই স্কুলে  পূজা অনুষ্টিত হবে।  থাকছে পূজা, অঞ্জলি, প্রসাদ বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান। সঙ্গীত পরিবেশন করবেন কলকাতা থেকে আগত বিশিষ্ট সঙ্গীত শিল্পী ইমন চক্রবর্তী।

কালীবাড়ী : ওয়ারেন সিটিতে অবস্থিত মিশিগান কালীবাড়ী ১ অক্টোবর থেকে ৯ অক্টোবর পর্যন্ত ৭ দিন ব্যাপী দুর্গা পূজা উদযাপন করছে। এতে পূজা, অঞ্জলি, প্রসাদ বিতরণ, আরতি ও সাংস্কৃতিক অনুষ্টান রয়েছে।এতে সঙ্গীত পরিবেশন করবেন কলকাতা থেকে আগত শিল্পী অমিত পাল।

Tag :
About Author Information

শারদীয় দুর্গোৎসব

দর্শক শ্রোতাদের মন মাতাতে ইন্ডিয়ান আইডলরা আসছেন মিশিগানে

আপডেট টাইম : ০৩:১৫:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২ অক্টোবর ২০২২

আসন্ন দুর্গা পূজা উপলক্ষ্যে দর্শক শ্রোতাদের মন মাতাতে যুক্তরাষ্ট্রের মিশিগানে আসছেন কলকাতার বিভিন্ন জনপ্রিয় শিল্পী, কলাকুশলী ও ব্যান্ড দল। বিভিন্ন সংগঠন ও মন্দির কমিটি পূজার সাংস্কৃতিক অনুষ্টান সুন্দর ও আকর্ষণীয় করতে এ আয়োজন। কলকাতা থেকে গান করতে আসছেন, ইমন চক্রবর্তী, অঙ্কিতা ভট্রাচার্য, ব্যান্ড দল চন্দ্রবিন্দু, অমিত পাল, শালিনী মুখার্জি, কানাডা থেকে আসছেন সুমন সরকার ও মহুয়া। এছাড়াও স্থানীয় শিল্পীরা সঙ্গীত পরিবেশন করবেন।যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের বিভিন্ন স্থানে শারদীয় দুর্গোৎসবের ব্যাপক প্রস্তুতি চলছে। আজ ১ অক্টোবর থেকে ৯ অক্টোবর পর্যন্ত ৯ দিন ব্যাপী বিভিন্ন মন্দির ও সংগঠন এ পূজার

দুর্গা মন্দিরের প্রতিমা : ছবি : পার্থ দেব

আয়োজন করছে। পূজার প্রায় এক মাস আগ থেকেই প্রস্তুতি নিয়েছে  মন্দির ও সংগঠনগুলো । প্রবাসের পূজা বেশীরভাগ সময়ই অনুষ্টিত হয় সপ্তাহের কর্ম দিবসে এবং উদযাপন করা হয় সপ্তাহান্তে। প্রবাসের পূজা মানে একে অন্যের সাথে দেখা, মত বিনিময়, আনন্দ উদযাপন। প্রবাসের পূজার অন্যতম আকর্ষণ হচ্ছে সাংস্কৃতিক অনুষ্টান।কে কার চেয়ে সুন্দর অনুষ্টান উপহার দেয় তার এক প্রতিযোগিতা হয় এ শারদ উৎসবে। ইতিমধ্যেই পূজার কেনাকাটা শুরু হয়ে গেছে। প্রবাসী বাংলাদেশী মালিকানাধীন কাপড়ের দোকানগুলোতে ভীড় পরিলক্ষিত হচ্ছে। মানুষজন একে অন্যেকে পূজার জামা কাপড় উপহার দিচ্ছেন। অনেকে অনলাইনে বাংলাদেশ থেকে কাপড়চোপড়, অলংকার, গিফট সামগ্রী আনছেন। সনাতন ধর্মাবলম্ভীরা পূজা উপলক্ষ্যে পূজার সময়টায় ছুটি নিয়ে রেখেছেন। প্রবাসে পূজায় সংকলন প্রকাশ করা পূজার অংশ হয়ে গেছে। প্রতিটি পূজাতেই ষ্মরণিকা বের করা হয়। এতে দেশের ও প্রবাসের লেখকদের লেখা প্রকাশিত হয়।

দুর্গা মন্দিরের পূজা : ডেট্রয়েট শহরেরদুর্গা মন্দিরের পূজা হবে সপ্তাহব্যাপী ১ অক্টোবর থেকে ৯ অক্টোবর পর্যন্ত। তীথি মতো পূজা হবে ১ থেকে ৫ অক্টোবর পর্যন্ত এবং ৮ ও ৯ অক্টোবর পূজা উদযাপন করা হবে। দুর্গা পূজা উপলক্ষ্যে দুর্গা মন্দির ব্যাপক কর্মসূচী নিয়েছে।মায়ের বোধন, পূজা, অঞ্জলি,  যজ্ঞ, প্রসাদ বিতরণ,আরতিসহ বিভিন্ন মাঙ্গলিক অনুষ্টানাদি হবে। ৩ অক্টোবর অষ্টমীর দিনে ১০৮টি সদ্য ফোটা পদ্মফুল ও ১০৮ টি প্রদীপ জালিয়ে সন্ধি পূজা করা হবে। বিশেষ আলোকসজ্জার আয়োজন করা হয়েছে। ৮ ও ৯ অক্টোবর বিকেল ৪টা থেকে রাত অবধি থাকবে কবিতা আবৃতি,গান, নৃত্য, গীতিনাট্য, কানাডা থেকে আসা অতিথি শিল্পী সুমন সরকার ও মহুয়া  গান পরিবেশন করবেন, এছাড়াও নাটক ও আকর্ষণীয় রম্য শ্রুতিনাটক। প্রতিদিন থাকবে আরতির সাথে ঐতিহ্যবাহী ধুনুচি নাচ। দুর্গা মন্দিরের প্রেসিডেন্ট পংকজ দাশ এই প্রতিনিধির সাথে আলাপকালে জানান, এবার পূজায় আবহাওয়া থাকবে ভাল তাই আশা ভাল জনসমাগম হবে। দুর্গা মন্দির হচ্ছে এ অঞ্চলে প্রবাসী বাংলাদেশীদের দ্বারা পরিচালিত সবচেয়ে পুরানো মন্দির।

দুর্গা মন্দিরের নাট্যদল

শিব মন্দিরের পূজা : মন্দিরটি গত বছর প্রতিষ্টিত হয়েছে।ওয়ারেন সিটিতে অবস্থিতশিব মন্দির দুর্গা পূজা উপলক্ষ্যে ১ অক্টোবর থেকে ৯ অক্টোবর পর্যন্ত ৯দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে পূজা উদযাপন করবে। প্রতিদিন থাকছে পূজা, পুষ্পাঞ্জলি, প্রসাদ বিতরণ, আরতি ও আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্টান, থাকবে কবিতা, গান, নাচ, গীতি আলেখ্য, ধামাইল ও রয়েছে অতিথি শিল্পী শালিনী মুখার্জীর একক সঙ্গীত পরিবেশনা।

দুর্গা মন্দিরে সপ্তমীতে আগমনী গানের শিল্পীরা

বিচিত্রার পূজা :  বিচিত্রা এবার দুই দিন ব্যাপী দুর্গোৎসব পালন করছে। আগামী ১ ও ২ অক্টোবর কমার্স চার্টার টাউনশিপের ওয়ালড লেক সেনট্রাল হাই স্কুলে পূজা অনুষ্টিত হবে। এতে থাকছে, পূজা, অঞ্জলি,প্রসাদ বিতরণ, সাংস্কৃতিক অনুষ্টান। এতে সঙ্গীত পরিবেশন করেবেন কলকাতা থেকে আগত অংকিতা ভট্রাচার্য ও চন্দ্রবিন্দু।

দুর্গা মন্দিরে ৯ অক্টোবর রম্য শ্রুতি নাটক

বিচিত্রা ইনকের পূজা : বিচিত্রা ইনক এবার দুর্গা পূজা  করছে তিনদিন । ৩০ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত।কমার্স টাউনশিপের ওয়ালড(Walled) লেক নর্থান হাই স্কুলে  পূজা অনুষ্টিত হবে।  থাকছে পূজা, অঞ্জলি, প্রসাদ বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান। সঙ্গীত পরিবেশন করবেন কলকাতা থেকে আগত বিশিষ্ট সঙ্গীত শিল্পী ইমন চক্রবর্তী।

কালীবাড়ী : ওয়ারেন সিটিতে অবস্থিত মিশিগান কালীবাড়ী ১ অক্টোবর থেকে ৯ অক্টোবর পর্যন্ত ৭ দিন ব্যাপী দুর্গা পূজা উদযাপন করছে। এতে পূজা, অঞ্জলি, প্রসাদ বিতরণ, আরতি ও সাংস্কৃতিক অনুষ্টান রয়েছে।এতে সঙ্গীত পরিবেশন করবেন কলকাতা থেকে আগত শিল্পী অমিত পাল।