যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের হ্যামট্রাম্যাক সিটিতে আগামী ২৯, ৩০ ও ৩১শে জুলাই হচ্ছে পথমেলা। জানা গেছে, হ্যামট্রাম্যাক সিটির বাংলাদেশ অ্যাভিনিউয়ে (কনান্ট অ্যাভিনিউ) তিন দিন ব্যাপী এ মেলা অনুষ্ঠিত হবে। এবার মেলার ২১তম বর্ষ পূর্তি হচ্ছে। মেলাকে কেন্দ্র করে ইতিমধ্যেই বৃহত্তর ডেট্রয়েট সরগরম হয়ে উঠেছে। ছন্দে বাধা প্রবাস জীবনের নগর ব্যস্ততায় মেলার দিনগুলি হয়ে ওঠে আনন্দমূখর, মূলত সবার সঙ্গে মিলিত হওয়ার, আড্ডা দেবার এক সুবর্ণ সুযোগ। মেলায় থাকবে খেলাধূলা, কেনাকাটাসহ খাবার দাবারের জন্য বিভিন্ন ধরণের দোকানপাট, ট্যালেন্ট শোসহ বিনোদনের বিভিন্ন আয়োজন। থাকছে আকর্ষণীয় রাফেল ড্র। রাফেল ড্র’র প্রথম পুরষ্কার ক্যাডিলাক এসকেলেইড গাড়ী, দ্বিতীয় পুরষ্কার ডেট্রয়েট থেকে বাংলাদেশ রিটার্ন টিকেটসহ আরো অনেক আকর্ষণীয় পুরষ্কার। মেলার দর্শক শ্রোতাদের তিন দিন মাতিয়ে রাখবেন অতিথি শিল্পী বাউল সম্রাট কালা মিয়া, লাবনীসহ আরো অনেক জনপ্রিয় শিল্পী। থাকবে স্থানীয় শিল্পীদের বিভিন্ন পরিবেশনা। এ মেলাকে কেন্দ্র করে মিশিগানের বিভিন্ন শহর থেকে বাঙ্গালিরা শেকড়ের টানে আসবেন প্রবাসে বাঙ্গালীর প্রিয় স্থান হ্যামট্রাম্যাকে। মেলার তিন দিন হ্যামট্রাম্যাক শহর হয়ে উঠবে বাঙ্গালির এক তীর্থস্থান। প্রবাসে মেলা এখন বাঙ্গালির এক বিশেষ পার্বণ। মননের এক নতুন যাত্রা। মেলায় থাকবে দেশীয় আমেজ। উল্লেখ্য মিশিগানে এখন প্রায় ৫০ হাজারেরও বেশী বাঙ্গালির বাস।
০২:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪
সংবাদ শিরোনাম :
২১তম পথমেলা
মিশিগানে ২৯, ৩০ ও ৩১শে জুলাই পথমেলা
- পার্থ সারথী দেব
- আপডেট টাইম : ০৮:২০:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ জুলাই ২০২২
- 152
Tag :
জনপ্রিয় সংবাদ