০৭:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪
ঈদ

মিশিগানে ঈদ উদযাপিত

মিশিগানে গত সোমবার ২মে ঈদ উদযাপিত হয়েছে। অঙ্গরাজ্যের ডেট্রয়েট, হ্যামট্রাম্যাক, ওয়ারেন, ট্রয়, স্টার্লিং হাইটস, রয়েল অক,  ডিয়ারবনসহ বিভিন্ন স্থানের বাঙ্গালি মুসলিম অধিবাসীরা সকালে বিভিন্ন মসজিদে ঈদের জামাতে অংশ গ্রহণ করেন। শীতের কারণে বিভিন্ন মসজিদের ভিতরেই মুসুল্লিরা নামাজ আদায় করেন তবে কোন কোন মসজিদে ভিতরে জায়গার সংকুলান না হওয়ায় অনেকে মসজিদের বাইরে নামাজ আদায় করেন বলে জানা গেছে। বেশীর ভাগ মসজিদেই একাধিক ঈদের জামাত অনুষ্ঠিত হয়। গত দুই বছর করোনার বিভিন্ন বিধি নিষেধের কারণে ঈদের জামাতে মানুষ স্বতস্ফূর্তভাবে অংশ গ্রহণ করতে পারেননি তাই এবার সবার মধ্যেই একটা আলাদা আনন্দ ছিল বিশেষ করে ছোটছোট শিশু কিশোরদের মধ্যে।

সকাল হতেই রংবেরংয়ের পোষাক পরে মাথায় টুপি দিয়ে অভিভাবকদের সাথে তারা নামাজ পড়তে মসজিদে যায়। নামাজের পর কোলাকোলি, আত্মীয়স্বজনদের বাড়ীতে যাওয়া, খাওয়া দাওয়া করা, বিকেলে ঘুরাফিরা। এদিকে ঈদ উপলক্ষে গত ২৯ ও ৩০ এপ্রিল দুই দিনব্যাপী ওয়ারেন সিটির আল শাহী প্যালেসে ঈদ মেলা অনুষ্ঠিত হয়। প্রতিদিনই বিকেল ৬টা থেকে গভীর রাত অবধি মেলা খোলা ছিল। মেলায় প্রচুর ক্রেতা এবং  কেনাকাটা হয়েছে বলে অংশ গ্রহণকারীরা জানিয়েছেন। মেলার আয়োজক কামাল উদ্দিন সাংবাদিকদের জানিয়েছেন, করোনার বিধি নিষেধের কারণে গত দুই বছর ঈদে  মানুষজন মেলামেশা, আনন্দ থেকে বঞ্চিত হয়েছে তাই  ব্যতিক্রমী একটা কিছু করে মোটামোটি সবাইকে একত্রিত করা ও মেলার মাধ্যমে আনন্দ মেতে ওঠার জন্যই এ ঈদ মেলা।

ছবি : সংগৃহিত

Tag :
About Author Information

ঈদ

মিশিগানে ঈদ উদযাপিত

আপডেট টাইম : ১২:২৪:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ মে ২০২২

মিশিগানে গত সোমবার ২মে ঈদ উদযাপিত হয়েছে। অঙ্গরাজ্যের ডেট্রয়েট, হ্যামট্রাম্যাক, ওয়ারেন, ট্রয়, স্টার্লিং হাইটস, রয়েল অক,  ডিয়ারবনসহ বিভিন্ন স্থানের বাঙ্গালি মুসলিম অধিবাসীরা সকালে বিভিন্ন মসজিদে ঈদের জামাতে অংশ গ্রহণ করেন। শীতের কারণে বিভিন্ন মসজিদের ভিতরেই মুসুল্লিরা নামাজ আদায় করেন তবে কোন কোন মসজিদে ভিতরে জায়গার সংকুলান না হওয়ায় অনেকে মসজিদের বাইরে নামাজ আদায় করেন বলে জানা গেছে। বেশীর ভাগ মসজিদেই একাধিক ঈদের জামাত অনুষ্ঠিত হয়। গত দুই বছর করোনার বিভিন্ন বিধি নিষেধের কারণে ঈদের জামাতে মানুষ স্বতস্ফূর্তভাবে অংশ গ্রহণ করতে পারেননি তাই এবার সবার মধ্যেই একটা আলাদা আনন্দ ছিল বিশেষ করে ছোটছোট শিশু কিশোরদের মধ্যে।

সকাল হতেই রংবেরংয়ের পোষাক পরে মাথায় টুপি দিয়ে অভিভাবকদের সাথে তারা নামাজ পড়তে মসজিদে যায়। নামাজের পর কোলাকোলি, আত্মীয়স্বজনদের বাড়ীতে যাওয়া, খাওয়া দাওয়া করা, বিকেলে ঘুরাফিরা। এদিকে ঈদ উপলক্ষে গত ২৯ ও ৩০ এপ্রিল দুই দিনব্যাপী ওয়ারেন সিটির আল শাহী প্যালেসে ঈদ মেলা অনুষ্ঠিত হয়। প্রতিদিনই বিকেল ৬টা থেকে গভীর রাত অবধি মেলা খোলা ছিল। মেলায় প্রচুর ক্রেতা এবং  কেনাকাটা হয়েছে বলে অংশ গ্রহণকারীরা জানিয়েছেন। মেলার আয়োজক কামাল উদ্দিন সাংবাদিকদের জানিয়েছেন, করোনার বিধি নিষেধের কারণে গত দুই বছর ঈদে  মানুষজন মেলামেশা, আনন্দ থেকে বঞ্চিত হয়েছে তাই  ব্যতিক্রমী একটা কিছু করে মোটামোটি সবাইকে একত্রিত করা ও মেলার মাধ্যমে আনন্দ মেতে ওঠার জন্যই এ ঈদ মেলা।

ছবি : সংগৃহিত