০৮:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫
আজ পহেলা বৈশাখ

সম্পাদকীয়

  • ডলি দেব ডল
  • আপডেট টাইম : ১২:০৭:১২ পূর্বাহ্ন, সোমবার, ১৮ এপ্রিল ২০২২
  • 139

বাংলা নববর্ষ সর্বজনীন বাঙ্গালির প্রধাণ ৎসব। হাজার বছরের ঐতিহাসিক ধারাবাহিকতায় বাঙ্গালি জাতি জাগবে এক নব আনন্দে। এবার নববর্ষ পালিত হবে একটু ভিন্নভাবে কারণ গত দুই বছর করোনার কারণে উৎসব পালিত হয়েছে প্রতিকীভাবে। এবার তাই সর্বত্র নববর্ষ পালনের তোড়জোড় শুরু হয়েছে। বাংলাদেশে জাতীয়ভাবে উৎসব পালনের প্রস্তুতি শুরু হয়েছে। বাংলা নববর্ষ বাঙ্গালির প্রাণের আর মনের মিলনের উৎসব। বাংলা নববর্ষ সেই চিরন্তন আত্মীক বন্ধনের শুভ মূহূর্ত, নতুন স্বপ্ন, নতুন আশা, আনন্দ সঞ্জীবিত করে তোলে আমাদের এই সমাজ জীবনকে। মানুষে মানুষে ভালবাসা বাড়ুক, সামাজিক বন্ধনগুলো আরো দৃঢ় থেকে দৃঢ়তর হোক, বাংলা নববর্ষের অনাবিল আনন্দ সবাইকে ছুয়ে যাক বর্ষ বরণের এইদিনে। এই আনন্দ ৎসবে সবাই ভাল থাকি, সবাইকে ভাল রাখি, উৎসবের রং মুছে দিক অন্ধকার, অজ্ঞানতা, কুপুমন্ডুকতা। আনন্দের এই উৎসব ছুটে যাক সারা জীবন। নববর্ষের নতুন ঊষা নিয়ে আসুক সবার জীবনে সুখ শান্তি, সৌভাগ্য। অমৃতময় হয়ে উঠুক সবার অনাগত জীবন। প্রবাসে বাঙ্গালির বাংলা নববর্ষ পালন মানে মহামিলনের এক ক্ষণ, এ উৎসবকে কেন্দ্র করে বাঙ্গালি কমুউনিটিতে শুরু হয় এক মহা জাগরণ। বিভিন্ন সংগঠন এ উপলক্ষে মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সমাবেশ করে থাকে। এখানে বেড়ে ওঠা প্রজন্মকে বাংলা ও বাঙ্গালি সংস্কৃতি, কৃষ্টি, ঐতিহ্যের সাথে পরিচয় করিয়ে দেয়াই এর উদ্দেশ্য। নববর্ষ বাঙ্গালির একটি উৎসবই নয়, এ যে জেগে ওঠার দিন, নতুন করে শপথ নেয়ার দিন। বাংলা নববর্ষের এই দিনে মিশিগান দর্পণ এর পক্ষ থেকে প্রার্থনা শুভ ও মঙ্গল হোক প্রতিটি বাঙ্গালির জীবন। পরাজিত হোক সব অশুভ শক্তি, মঙ্গলালোকে স্নাত হোক ধরণী।

Tag :
About Author Information

মিশিগানে পিঠা উৎসব ও মকর সংক্রান্তি উদযাপিত

আজ পহেলা বৈশাখ

সম্পাদকীয়

আপডেট টাইম : ১২:০৭:১২ পূর্বাহ্ন, সোমবার, ১৮ এপ্রিল ২০২২

বাংলা নববর্ষ সর্বজনীন বাঙ্গালির প্রধাণ ৎসব। হাজার বছরের ঐতিহাসিক ধারাবাহিকতায় বাঙ্গালি জাতি জাগবে এক নব আনন্দে। এবার নববর্ষ পালিত হবে একটু ভিন্নভাবে কারণ গত দুই বছর করোনার কারণে উৎসব পালিত হয়েছে প্রতিকীভাবে। এবার তাই সর্বত্র নববর্ষ পালনের তোড়জোড় শুরু হয়েছে। বাংলাদেশে জাতীয়ভাবে উৎসব পালনের প্রস্তুতি শুরু হয়েছে। বাংলা নববর্ষ বাঙ্গালির প্রাণের আর মনের মিলনের উৎসব। বাংলা নববর্ষ সেই চিরন্তন আত্মীক বন্ধনের শুভ মূহূর্ত, নতুন স্বপ্ন, নতুন আশা, আনন্দ সঞ্জীবিত করে তোলে আমাদের এই সমাজ জীবনকে। মানুষে মানুষে ভালবাসা বাড়ুক, সামাজিক বন্ধনগুলো আরো দৃঢ় থেকে দৃঢ়তর হোক, বাংলা নববর্ষের অনাবিল আনন্দ সবাইকে ছুয়ে যাক বর্ষ বরণের এইদিনে। এই আনন্দ ৎসবে সবাই ভাল থাকি, সবাইকে ভাল রাখি, উৎসবের রং মুছে দিক অন্ধকার, অজ্ঞানতা, কুপুমন্ডুকতা। আনন্দের এই উৎসব ছুটে যাক সারা জীবন। নববর্ষের নতুন ঊষা নিয়ে আসুক সবার জীবনে সুখ শান্তি, সৌভাগ্য। অমৃতময় হয়ে উঠুক সবার অনাগত জীবন। প্রবাসে বাঙ্গালির বাংলা নববর্ষ পালন মানে মহামিলনের এক ক্ষণ, এ উৎসবকে কেন্দ্র করে বাঙ্গালি কমুউনিটিতে শুরু হয় এক মহা জাগরণ। বিভিন্ন সংগঠন এ উপলক্ষে মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সমাবেশ করে থাকে। এখানে বেড়ে ওঠা প্রজন্মকে বাংলা ও বাঙ্গালি সংস্কৃতি, কৃষ্টি, ঐতিহ্যের সাথে পরিচয় করিয়ে দেয়াই এর উদ্দেশ্য। নববর্ষ বাঙ্গালির একটি উৎসবই নয়, এ যে জেগে ওঠার দিন, নতুন করে শপথ নেয়ার দিন। বাংলা নববর্ষের এই দিনে মিশিগান দর্পণ এর পক্ষ থেকে প্রার্থনা শুভ ও মঙ্গল হোক প্রতিটি বাঙ্গালির জীবন। পরাজিত হোক সব অশুভ শক্তি, মঙ্গলালোকে স্নাত হোক ধরণী।