হবিগঞ্জ যেন এক রণক্ষেত্র। হবিগঞ্জে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের দফায় দফায় ব্যাপক সংঘর্ষ হয়েছে।এতে থানার ওসি অজয় চন্দ্র দেবসহ শতাধিক লোক আহত হয়েছেন বলে জানা গেছে। প্রায় ২ ঘন্টাব্যাপী সংঘর্ষে শহরের মানুষ এক আতঙ্কজনত পরিস্থিতির মধ্যে পড়েন।পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েকশ’ রাউন্ড রাবার বুলেট, টিয়ারসেল নিক্ষেপ করেছে বলে পুলিশ সুত্রে জানা গেছে। পুলিশ ১৫/১৬ জনকে আটক করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রায়ট কার ব্যবহার করছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।বিএনপির কেন্দ্রীয় সমবায় বিষয়ক সম্পাদক জি কে গউছ সাংবাদিকদের জানান, শনিবার শান্তিপূর্ণভাবে নেতাকর্মীরা মিছিল নিয়ে দলীয় কার্যালয়ের সামনে পৌঁছলে পুলিশ অতর্কিতে হামলা চালায়।দফায় দফায় গুলি ছুড়তে থাকে।এতে আমাদের শতাধিক নেতাকর্মী
আহত হয়েছেন। পুলিশ সুত্রে জানা গেছে, বিএনপির কর্মসূচি চলাকালে বিএনপির নেতাকর্মীরা পুলিশের উপর অতর্কিত হামলা করেন। এতে থানার ওসিসহ বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। পরবর্তীতে পুলিশ তাদের প্রতিহত করে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে বলে পুলিশ সুত্রে জানা গেছে।