‘নিষিদ্ধ সম্পাদকীয়’ শিরোনামে একটি কবিতা লিখে রাতারাতি তারকা বনে যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ও তরুণ কবি। আন্দোলনের সুতিকাগার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের দেয়ালে দেয়ালে স্লোগান হিসেবে লেখা হলো- ‘এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়/এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়।’ হেলাল হাফিজের নামের সঙ্গে যুক্ত হয়ে গেল ‘যৌবনের কবি’ শব্দটি।‘যৌবনের কবি’ হেলাল হাফিজের আজ জন্মদিন।
