সদ্য প্রয়াত কিশোরী পদ দেব শ্যামলের স্মরণে এক শোক ও স্মরণসভার আয়োজন করেন লন্ডন প্রবাসীরা গত ১০ ডিসেম্বর রোববার। ভার্চুয়াল এ সভায় যুক্তরাজ্যে বসবাসরত উত্তরণ খেলাঘরের প্রাক্তন সদস্যদের উদ্যোগে অনুষ্ঠিত শোকসভায় সভাপতিত্ব করেন উত্তরণ খেলাঘরের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সাহাব আহমদ বাচ্চু। শোক সভাটি পরিচালনা করেন উত্তরণ খেলাঘর আসরের প্রাক্তন সাধারণ সম্পাদক সত্যব্রত দাস স্বপন ও সৈয়দ আবু আকবর আহমদ ইকবাল। সভার শুরুতেই এক মিনিট নীরবতা পালন করা হয়। বিভিন্ন দেশ থেকে উত্তরণের প্রাক্তন সদস্য ভাইবোনেরা ও খেলাঘরের শুভাকাঙ্ক্ষীরা শোক সভায় অংশ নেন। সভায় বক্তারা কিশোরী পদ দেব শ্যামলের বর্ণাঢ্য জীবন নিয়ে আলোচনা করেন। তাঁরা উল্লেখ করেন, তিনি একজন স্বপ্রতিষ্ঠিত মানুষ ছিলেন ।
অনেক লড়াই সংগ্রাম করেছেন নিজেকে, নিজের পরিবারকে প্রতিষ্ঠিত করতে। সমাজের বিভিন্ন ক্ষেত্রে তাঁর ছিল সরব উপস্থিতি। খেলাঘর, ছাত্র ইউনিয়নসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, মানবিক, ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলেন। খেলাঘরের সাথে যুক্ত হয়ে তিনি যে আদর্শে দীক্ষা নিয়েছিলেন,পথ নির্দেশ পেয়েছিলেন, সেই আদর্শে সেই পথেই নিজেকে পরিচালিত করেছেন সারা জীবন। তিনি ছিলেন একজন সফল আইনজীবী, একজন প্রতিষ্ঠিত কবি, প্রাবন্ধিক, নাট্যকার। তাঁর মৃত্যুতে মৌলভীবাজারের একটি অপূরণীয় ক্ষতি হল যা’ সহজে পূরণ হবার নয়। সভায় বক্তারা উল্লেখ করেন যে, প্রয়াত শ্যমল দেবের প্রতি প্রকৃত শ্রদ্ধা নিবেদন হবে মৌলভীবাজারে খেলাঘরকে শক্তিশালী করার মাধ্যমে, খেলাঘরে বন্ধুদের মাঝেই বেঁচে থাকবেন কিশোরী পদ দেব শ্যামল। সভা শ্রদ্ধার সাথে স্মরণ করেন কিশোরী পদ দেব শ্যামলের জ্যেষ্ঠ ভ্রাতা মুক্তিযুদ্ধে শহীদ গৌড়াপদ দেব কানুকে। সভা থেকে তাঁর শোক সন্তপ্ত পরিবার, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, সহকর্মীদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানানো হয়। শোক সভায় শ্রদ্ধার সাথে স্মরণ করা হয় মৌলভীবাজারে খেলাঘর আন্দোলনের অন্যতম প্রতিষ্ঠাতা প্রয়াত সৈয়দ মতিউর রহমানকে, স্মরণ করা হয় প্রয়াত সন্তোষ দেব রায়, প্রয়াত অর্ধেন্দু বিকাশ দেব রায় অপু, প্রয়াত আসাদুজ্জামান আখন্দ টিপু, প্রয়াত মামুনুজ্জামান আখন্দ দাদু, প্রয়াত কল্যাণময় দেব রায় গৌতম, প্রয়াত বাবলী ধরসহ অন্যান্য নেতা কর্মীদের যাঁরা আমাদের ছেড়ে চলে গেছেন।
সভায় আলোচনায় অংশ নেন অপূর্ব কান্তি ধর, নুরজাহান শুয়ারা, অজয় বিশ্বাস, মৃণাল কান্তি সেন গুপ্ত গোপাল, তাজুল মোহাম্মদ, আব্দুল্লাহ চৌধুরী, বিজন ভট্টাচার্য, নুরুর রহিম নোমান, মিনহাজ আহমদ শাম্মু, সৈয়দ আবু কয়সর আহমদ শাহজামান, পুষ্পস্মৃতি দেব, সৈয়দ আবু আজফর আহমদ ফেরদৌস, সুনয়ন চৌধুরী বাধন, কেশব দত্ত, শেখর দেব, শঙ্কর দেব, আবু শোয়েব তাঞ্জীম, সৈয়দ মিজানুর রহমান সজল, পরশমণি দেব হীলু, ওমর হায়াত চৌধুরী আলো, নীহারেন্দু দেব যাদু, শাহাদাৎ হোসেন, নার্গিস আহমদ, গোলাম মোহাম্মদ মাহমুদ, সৈয়দ জাফর, জাহিদ ইমতিয়াজ, এরিনা সিদ্দীক সুপ্রভা, রোনাল্ড ধরসহ অন্যান্যরা । সভায় কিশোরী পদ শ্যামলের প্রতি শ্রদ্ধা নিবেদন করে সঙ্গীত পরিবেশন করেন সুনয়ন চৌধুরী বাধন। আলোচনায় অংশ নিয়ে অনেকেই চোখের জল ধরে রাখতে পারেননি, সভায় এক বেদনা বিধুর পরিবেশ সৃষ্টি হয়।