আমেরিকার মিশ্র সংস্কৃতির প্রবাহে সবাই নিজ নিজ আত্মপরিচয় ধারণ করে এগিয়ে যাওয়ার মাধ্যমেই বিশ্বের কাছে অনন্য হয়ে উঠেছে। আসছে নভেম্বরে নির্বাচনে ভোট প্রদানের মাধ্যমে নাগরিক দায়িত্ব আমরা পালন করবো। সব কমিউনিটির সাথে সংযুক্তই স্থাপন করে, সকলের অধিকারকে সমুন্নত করে আমরা সমাজ সভ্যতায় শক্তিশালী ভূমিকা রাখতে সক্ষম হবো। মিশিগানে অনুষ্ঠিত ৩৮তম ফোবানা সম্মেলনে নিউইয়র্ক প্রথম আলো ফাউন্ডেশনের ‘দেখা সাক্ষাৎ’ অনুষ্ঠানের সূচনাতেই এসব কথা উচ্চারিত হয়েছে। প্রথম আলো উত্তর আমেরিকার সম্পাদক ইব্রাহীম চৌধুরী দূর দেশে একটি সংবাদমাধ্যম শুধু বাংলাদেশি নয়, অন্যান্য কমিউনিটির সাথে সংযোগ স্থাপনের মাধ্যমে যেভাবে কাজ করছে তার সংক্ষিপ্ত উদাহরণ তুলে ধরেন। দেখা সাক্ষাৎ অনুষ্ঠানের শুরুতেই মিশিগানে বাংলাদেশি সফল ব্যবসায়ী বদরুল আলম এবং শফিউল আলম হারুনকে পরিচয় করইয়ে দেয়া হয়। ‘আমার পিজা’ নামের প্রতিষ্ঠানের মাধ্যমে তারা শুধু নিজেদের উদ্যম আর সাফল্যের সাক্ষরই রাখছেন না। আমেরিকার অভিবাসী প্রজন্মের এসব উদ্যোক্তারা কর্মসংস্থান সৃষ্টি করেছেন এবং ক্ষুদ্র ব্যবসার সম্প্রসারণের মাধ্যমে নিজেদের আমেরিকার সমাজের জন্য প্রাসঙ্গিক করে তুলেছেন।
উত্তর আমেরিকার বৃহত্তম বাংলাদেশী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ফোবানার ৩৮তম সম্মেলন গত ৩০ আগষ্ট শুক্রবার থেকে শুরু হয়েছে মিশিগানের ডেট্রয়েটে। সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন ইভেন্ট অনুষ্ঠিত হচ্ছে বাংলা টাউনখ্যাত ডেট্রয়েটের জেইন ফিল্ডে এবং হোটেল একোমডেশান, সেমিনার, ওয়ার্কশপ সাউথ ফিল্ড শহরের হিলটন গার্ডেনে। গত ৩১ আগষ্ট শনিবার ছিল মেলার দ্বিতীয় দিন, এদিন ছিল বিশেষ সেমিনার, ওয়ার্কশপ, আলোচনা সভা, বিজনেস নেটওয়ার্কিং সামিট, কাব্য জলসা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন আয়োজন। এরমধ্যে সবার দৃষ্টি আকর্ষণ করেছে নিউইয়র্ক প্রথম আলো ফাউন্ডেশন এর ‘দেখা সাক্ষাৎ’ নামে অনুষ্ঠানটি। হিলটন গার্ডেনে এ অনুষ্ঠান শুরু হয় বিকেল তিনটায়। প্রাণবন্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রথম আলো উত্তর আমেরিকার সম্পাদক ইব্রাহীম চৌধুরী। তিনি পত্রিকাটি বিগত কয়েক বছর যাবত বাঙালি কমুউনিটি সেবায় যে বিরাট ভূমিকা রাখছে তার উল্লেখ করে আগামীতে পত্রিকাটি আরো গুরুত্ত্বপূর্ণ দায়িত্ব ও নতুনত্ব নিয়ে আসছে বলে জানান। এরপর বক্তব্য রাখেন প্রথম আলো পরিবারের মাহবুব রহমান, ইশতিয়াক রুপু ও পার্থ সারথী দেব। বক্তব্য রাখেন ফোবানার চেয়ারম্যান আতিকুর রহমান, ফোবানার প্রাক্তন চেয়ারপারসন ও আউটস্ট্যান্ডিং মেম্বার বেদারুল ইসলাম বাবলা, ফোবানার একজিকিউটিভ জয়েন্ট সেক্রেটারি মো: কবির কিরণ, মানবজমিন পত্রিকার সাংবাদিক, বাংলা প্রেস ক্লাব অব মিশিগান ইউএসএ’র সভাপতি হেলাল উদ্দিন রানাসহ আরো অনেকে। এছাড়াও অনুষ্টানে উপস্থিত ছিলেন কবি মিলটন বড়ুয়া, সঙ্গীতা বড়ুয়া, হারান সেন, সঞ্জয় দেব, শফিক রহমান, মাহমুদুল হক লিটু, দেবাশীষ দাশ, আব্দুল মালিক, রেজাউল করিম, সাইফুল আলম, আলী হাসান, এম ওয়াদুদ, মাসুক আহমেদ, কামরুল হুদা রাসেল, মো: আবদুর রৌফ, মো: আয়ুব আলী, সৈয়দ এন. সাকিল, সাবরিনা কবির, কাজী এম. হুদা, জাহিদ হোসেন, জিয়াউল হক জিয়া, ইকবাল কবির, সৈয়দ এম. ডি. আলী রেজাসহ আরো অনেকে। প্রথম আলো’র পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত দর্শক শ্রোতাদের মধ্যে গিফট কার্ড প্রদান করা হয়। অনুষ্ঠানের শেষ পর্বে সবাইকে প্রথম আলো’র পক্ষ থেকে আমার পিজা প্রতিষ্ঠানের সুস্বাদু পিজা দিয়ে সবাইকে আপ্যায়িত করা হয়। ভিন্ন ধর্মী অনুষ্ঠান ও আলাপে প্রথম আলো ফাউন্ডেশনের অনুষ্ঠানটি উজ্জ্বল হয়ে উঠেছিল। দেখা সাক্ষাৎ অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিল হিউম্যান কনসার্ন ইউএসএ।