০১:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪
পূজা

মিশিগানে শ্রীশ্রী বিপদনাশিনী পূজা ও ব্রত উদযাপন

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েট শহরের দুর্গা টেম্পলে প্রতিবারের মতো এবারো গত শনিবার ২ জুলাই শ্রীশ্রী বিপদনাশিনী পূজা ও ব্রত অনুষ্টিত হয়। এ উপলক্ষ্যে মন্দিরে সকাল ১০টায় পূজা, যজ্ঞ, দুপুর ১২টায় অঞ্জলি, মাঙ্গলিক ক্রিয়াকর্ম, বেলা ২টায় প্রসাদ বিতরণ ও কীর্তন অনুষ্টিত হয়। শ্রীশ্রী বিপদনাশিনী পূজায় পৌরহিত্য করেন মন্দিরের প্রধান পুরোহিত শ্রী পারিন্দ্র চক্রবর্তী।  পূজা উপলক্ষে সকাল থেকেই মন্দিরে ভক্তরা আসতে শুরু করেন। মূলত এ পূজায় নারীরা অংশ গ্রহণ করে থাকেন। মিশিগানের বাইরের স্টেট থেকেও অনেকে এসে এ ব্রত উদযাপন করেন। এবার পূজায় প্রচুর ভক্ত সমাগম হয়েছে বলে জানা গেছে। পূজায় মহাপ্রসাদ (মধ্যাহ্ন ভোজ) স্পন্সর করেন ডলি দেব ও পার্থ দেব। দুর্গা মন্দিরের প্রেসিডেন্ট পংকজ দাশ জানান, করোনার কারণে বিগত দুই বছর বিধি

নিষেধ থাকায় মানুষজন শ্রীশ্রী বিপদনাশিনী পূজায় সেভাবে অংশ গ্রহণ করতে পারেননি কিন্তু এবার বিধি নিষেধ না থাকায় ভক্তবৃন্দরা স্বতস্ফূর্তভাবে পূজায় সমবেত হয়েছেন ও পূজা উদযাপন করেছেন।

এছাড়াও ওয়ারেন সিটির শিব মন্দিরে গত শনিবার ২ জুলাই শ্রীশ্রী বিপদনাশিনী পূজা ও ব্রত উদযাপন করা হয়।অনুষ্টানের মধ্যে ছিল পূজা, অঞ্জলি ও প্রসাদ বিতরণ।

এদিকে গত ২ জুলাই শনিবার বিকেলে মিশিগানের হ্যামট্রাম্যাক শহরে ইসকন ভক্তদের উদ্যোগে রথযাত্রার আয়োজন করা হয়। রথটি শহরের বেলমন্ট স্ট্রীটসহ বিভিন্ন পথ অতিক্রম করে। রথের দড়িতে টান দিতে বিপুল সংখ্যক ভক্তবৃন্দ সমবেত হয়েছিলেন বলে জানা গেছে।

Tag :
About Author Information

পূজা

মিশিগানে শ্রীশ্রী বিপদনাশিনী পূজা ও ব্রত উদযাপন

আপডেট টাইম : ১২:৩৮:২৬ অপরাহ্ন, সোমবার, ৪ জুলাই ২০২২

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েট শহরের দুর্গা টেম্পলে প্রতিবারের মতো এবারো গত শনিবার ২ জুলাই শ্রীশ্রী বিপদনাশিনী পূজা ও ব্রত অনুষ্টিত হয়। এ উপলক্ষ্যে মন্দিরে সকাল ১০টায় পূজা, যজ্ঞ, দুপুর ১২টায় অঞ্জলি, মাঙ্গলিক ক্রিয়াকর্ম, বেলা ২টায় প্রসাদ বিতরণ ও কীর্তন অনুষ্টিত হয়। শ্রীশ্রী বিপদনাশিনী পূজায় পৌরহিত্য করেন মন্দিরের প্রধান পুরোহিত শ্রী পারিন্দ্র চক্রবর্তী।  পূজা উপলক্ষে সকাল থেকেই মন্দিরে ভক্তরা আসতে শুরু করেন। মূলত এ পূজায় নারীরা অংশ গ্রহণ করে থাকেন। মিশিগানের বাইরের স্টেট থেকেও অনেকে এসে এ ব্রত উদযাপন করেন। এবার পূজায় প্রচুর ভক্ত সমাগম হয়েছে বলে জানা গেছে। পূজায় মহাপ্রসাদ (মধ্যাহ্ন ভোজ) স্পন্সর করেন ডলি দেব ও পার্থ দেব। দুর্গা মন্দিরের প্রেসিডেন্ট পংকজ দাশ জানান, করোনার কারণে বিগত দুই বছর বিধি

নিষেধ থাকায় মানুষজন শ্রীশ্রী বিপদনাশিনী পূজায় সেভাবে অংশ গ্রহণ করতে পারেননি কিন্তু এবার বিধি নিষেধ না থাকায় ভক্তবৃন্দরা স্বতস্ফূর্তভাবে পূজায় সমবেত হয়েছেন ও পূজা উদযাপন করেছেন।

এছাড়াও ওয়ারেন সিটির শিব মন্দিরে গত শনিবার ২ জুলাই শ্রীশ্রী বিপদনাশিনী পূজা ও ব্রত উদযাপন করা হয়।অনুষ্টানের মধ্যে ছিল পূজা, অঞ্জলি ও প্রসাদ বিতরণ।

এদিকে গত ২ জুলাই শনিবার বিকেলে মিশিগানের হ্যামট্রাম্যাক শহরে ইসকন ভক্তদের উদ্যোগে রথযাত্রার আয়োজন করা হয়। রথটি শহরের বেলমন্ট স্ট্রীটসহ বিভিন্ন পথ অতিক্রম করে। রথের দড়িতে টান দিতে বিপুল সংখ্যক ভক্তবৃন্দ সমবেত হয়েছিলেন বলে জানা গেছে।