যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ওয়ারেন সিটিতে গত ২৬ নভেম্বর শিব মন্দিরের প্রথম বর্ষ পূর্তি উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচী পালিত হয়েছে। জানা গেছে, ঐদিন মন্দিরের প্রতিষ্ঠাতা ডাঃ দেবাশীষ মৃধা ও তার পরিবারের সদস্যদের সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানানো
হয়। শান্তির প্রতীক পায়রা উড়িয়ে মন্দিরের প্রতিষ্ঠা বার্ষিকীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন মৃধা পরিবার। এ সময় তাদেরকে উত্তরীয় পরিয়ে দিয়ে সন্মাননা জানানো হয়। অনুষ্ঠান শুরুতে আলোচনা সভায় বক্তব্য রাখেন মন্দিরের কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দ। সাংস্কৃতিক অনুষ্টানে সমবেত সঙ্গীত, গান ও নৃত্য পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা। অনুষ্টানের প্রধান আকর্ষণ ছিলেন লন্ডন থেকে
আগত শিল্পী গৌরী চৌধুরী। তিনি পরপর বেশ কিছু লোকগীতি পরিবেশন করেন। তার সুন্দর পরিবেশনা দর্শক শ্রোতাদের মন ভরে উঠে। তার গানের সাথে সাথে দর্শক শ্রোতারা ঠোট মেলান ও নৃত্য পরিবেশন করেন। মন্দিরের বিভিন্ন কর্মকান্ডে ও সামাজিক বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য মন্দিরের পক্ষ থেকে কয়েকজনকে ক্রেষ্ট, ট্রফি ও সনদ বিতরণ করা হয়। সবশেষে ছিল আকর্ষণীয় রাফেল ড্র।
মন্দিরের সাথে সংশ্লিষ্টদের সাথে আলাপকালে জানা যায়, মন্দিরটি আরো সুন্দর ও আকর্ষণীয় করতে বিভিন্ন উদ্যোগ নেয়া হয়েছে। মন্দিরটি ধর্মীয় অনুষ্টান ছাড়াও বিভিন্ন বাংলা ও বাঙ্গালির সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্টান পালন করে ইতিমধ্যে কমুউনিটিতে দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়।