যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ওয়ারেন সিটির একটি রেষ্টুরেন্টে গত ২০ আগষ্ট রোববার রাতে ‘হ্রদয়ে মিশিগান ইউএসএ’ এর পক্ষ থেকে নিউইয়র্ক থেকে আগত সাংস্কৃতি সংগঠক মাহবুব রহমানকে এক সংর্বধনা দেয়া হয়। ফুলের তোড়া দিয়ে তাকে বরণ করা হয়। অনুষ্ঠানে বাংলা প্রেস ক্লাব অব মিশিগান ইউএসএ’র সাংবাদিকসহ অনেকে উপস্থিত ছিলেন। প্রেস ক্লাবের সভাপতি হেলাল উদ্দিন রানার সভাপতিত্বে ও শফিক রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সাংবাদিক পার্থ সারথী দেব স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, আজ থেকে প্রায় দুই দশক আগে মিশিগানে যখন বাঙ্গালি লোকজন ছিলেন হাতেগোনা সেই সময় গানপাগল মাহবুবভাই গানের আসর,সাংস্কৃতিক
অনুষ্ঠান, স্মরণিকা প্রকাশের মতো কাজগুলো করার উদ্যোগ নিয়েছিলেন। হেলাল উদ্দিন রানা বলেন, মাহবুবভাই বড় মাপের একজন মানুষ, সবাইকে নিয়ে চলতে পছন্দ করেন, তাকে আজ থেকে ২৫ বছর আগে যেমনটি দেখেছি আজো তিনি তেমনই রয়েছেন, তিনি একজন চির সবুজ মানুষ। মাহবুব রহমান বলেন, আমি নিউইয়র্ক থাকলেও আমার মনে মিশিগান অনুরণিত হয় সর্বক্ষণ। মানুষের ভালবাসা, হৃদয়ের টানে আসি মিশিগানে যেখানে কাটিয়েছি জীবনের একটি বড় সময়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক জুয়েল খান, মাহমুদুল হক লিটু, ফারজানা চৌধুরী, ফয়সাল আহমেদ মুন্না, ছানা মিয়াসহ আরো অনেকে। এছাড়াও সুরমা শিল্পীগোষ্ঠীর পক্ষ
থেকে গত ১৯ আগষ্ট শনিবার রাতে এক অনুষ্ঠানের মাধ্যমে মাহবুব রহমানকে সংর্বধনা দেয়া হয়। অনুষ্ঠানে সংগঠনের সদস্যরা মাহবুব রহমানের অবদানসহ বিভিন্ন বিষয় তুলে ধরে বক্তব্য প্রদান করেন। এতে উপস্থিত ছিলেন, সংগঠনের প্রবীণ সদস্য আবুল হোসেন ভিংরাজ, শিল্পী জহির উদ্দীন, সাইফুল আলম খান, মোহাম্মদ জামান খোকা, ঋষিকেশ দাশ, শফিক রহমানসহ আরো অনেকে। অনুষ্ঠান শেষে কবিতাপাঠ ও সঙ্গীত পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন মিলটন বড়ুয়া।