ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে মিশিগানের বিভিন্ন সংগঠন মহান বিজয় দিবস উদযাপন করেছে। গত ১৭ ডিসেম্বর রোববার সন্ধ্যায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশান অব মিশিগানের উদ্যোগে সংগঠনের মেডিসন হাইটসস্থ কার্যালয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্টানের আয়োজন করা হয়।
বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্টানের উদ্বোধন করা হয়।
অনুষ্টানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সৈয়দ মঈন দীপু। আলোচনা সভায় বক্তব্য রাখেন অনুষ্টান উপ-কমিটির আহবায়ক মিলটন বড়ুয়া, সংগঠনের সাধারণ সম্পাদক লুৎফর রহমান, মোঃ নজরুল ইসলাম, প্রদ্যুন্ন চন্দ, জাবেদ চৌধুরী, নিশাত রহমান প্রমুখ। বক্তারা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে ও ২ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে যে স্বাধীনতা ও বিজয় আমরা পেয়েছি তাদেরে শ্রদ্ধার সহিত স্মরণ করা হয়।
অনুষ্টানের দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্টানে কবিতা পাঠ করেন রেজাউল করিম চৌধুরী ও রুণা কোরেশী। সঙ্গীত পরিবেশন করেন শতাব্দী রায়, সালমীন চৌধুরী, সঙ্গীতা বড়ুয়া, মোহাম্মদ হোসেন চৌধুরী, আমজাদ হোসেন প্রমুখ।
অনুষ্টানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশান অব মিশিগানের সদস্য/সদস্যাগণ, সাংবাদিক, কমুউনিটির বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্টান উপস্থাপনায় ছিলেন মোহাম্মদ আপ্তাব ও আবুল কালাম আজাদ।
এদিকে ১৭ ডিসেম্বর রোববার বিকেলে গ্রেটার চট্রগ্রাম এসোসিয়েশান অব মিশিগান ইনক এর উদ্যোগে ওয়ারেন সিটির ‘দেশী হলে’ মহান বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্টানের আয়োজন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্টানের সূচনা করা হয়। অনুষ্টানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি গিয়াস উদ্দীন তালুকদার। অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ইউসুফ সালাউদ্দিন আহমদ, বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা গাজী সিরাজুল ইসলাম, প্রজিত বড়ুয়া, রণজয় বড়ুয়া প্রমুখ। বক্তারা মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন এবং ৭১ এর মুক্তিযুদ্ধের বিভিন্ন অভিজ্ঞতা বর্ণনা করেন। ৩০ লক্ষ শহীদের আত্মত্যাগ ও ২ লক্ষ মা বোনের সম্ভ্রম হারানোর বিনিময়ে অর্জিত স্বাধীনতা ও বিজয়ের কথা উল্লেখ করে তাদের প্রতি শ্রদ্ধা জানান। আলোচনা পর্বটি উপস্থাপনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ ফিরোজ।
দ্বিতীয় পর্বে ছিল সাংস্কৃতিক অনুষ্টান, এতে নৃত্য পরিবেশন করেন নিবেদিতা বড়ুয়া, মহুয়া দাশ। শ্রুতি নাটক পরিবেশন করেন মিলটন বড়ুয়া ও সঙ্গীতা বড়ুয়া। সঙ্গীত পরিবেশন করেন ইমন বড়ুয়া, হোসাইন চৌধুরী, বৃষ্টি চৌধুরী, দোলা বড়ুয়া প্রমুখ। অনুষ্টান শেষে সবাইকে আপ্যায়িত করা হয়।
এছাড়াও মিশিগানস্থ কুলাউড়া সামাজিক সাংস্কৃতিক সমিতি গত ১৭ ডিসেম্বর বিভিন্ন অনুষ্টানের মাধ্যমে মহান বিজয় দিবস উদযাপন করে।