যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের বিভিন্ন স্থানে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠন ও প্রতিষ্ঠানে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটকসহ বিভিন্ন আয়োজন ছিল। বক্তারা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, ৩০ লক্ষ শহীদের আত্মদান, ২ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত বিজয়ের কথা আমেরিকায় বেড়ে ওঠা এই প্রজন্মের কাছে বলেন। এই প্রজন্মের ছেলে মেয়েরা লাল সবুজের পোষাক পরে বিজয় দিবসের বিভিন্ন অনুষ্ঠানে অংশ গ্রহণ করে।
মৃধা বেঙ্গলি সাংস্কৃতিক কেন্দ্র : গত ১৭ ডিসেম্বর ওয়ারেন সিটির মৃধা বেঙ্গলি সাংস্কৃতিক কেন্দ্রে বিজয় দিবস উপলক্ষে বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্টিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট চিকিৎসক ডা: দেবাশীষ মৃধা। তিনি তার বক্তব্যে বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে কিভাবে সামনের দিকে, প্রগতির পথে এগিয়ে যাওয়া যায় তার উল্লেখ করেন। এছাড়াও বক্তব্য রাখেন আকরাম হোসেন, চিনু মৃধাসহ আরো অনেকে। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা আবৃতি করেন সাইফুল সিদ্দিকী, জনা দাশ প্রমূখ। আকরাম হোসেনের পরিচালনায় বাংলা স্কুল আব মিউজিকের ছাত্রছাত্রীরা সঙ্গীত পরিবেশন করেন। বিনিতা দত্ত সঙ্গীতালয়ের শিক্ষার্থী ও শিল্পীরা গান পরিবেশন করেন। এছাড়াও নৃত্য ও ব্যান্ডের শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।
মিশিগান বি,এন,পি’র আলোচনা সভা : গত ১৮ ডিসেম্বর সন্ধ্যায় হ্যামট্রাম্যাক শহরের কাবাব রেষ্টুরেন্টে মিশিগান বি,এন,পি’র উদ্যোগে বিজয় দিবস উপলক্ষে এক আলোচনাসভা অনুষ্টিত হয়।
এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি দেওয়ান আকমল চৌধুরী। সংগঠনের সাধারণ সম্পাদক সেলিম আহমেদের পরিচালনায় অনুষ্টানে বক্তব্য রাখেন দলের নেতা ও কর্মীরা। তারা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, বিজয় দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশন অব মিশিগান : গত ১৮ ডিসেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশন অব মিশিগান তাদের মেডিসন হাইটস শহরের ডিকুইন্ডার রোডের অফিসে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন করেছে। এতে ছিল আলোচনা অনুষ্টান, সঙ্গীতানুষ্টান, কবিতা আবৃতিসহ বিভিন্ন আয়োজন। আলোচনায় অংশগ্রহণ করেন সংগঠনের সভাপতি সৈয়দ মঈন দীপু, সাধারণ সম্পাদক মো: লুৎফুর রহমানসহ আরো অনেকে। সংগঠনের শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন, ছিল কবিতা আবৃতি। অনুষ্টানটি উপস্থাপনা করেন সঙ্গীতা বড়ুয়া।
মিশিগান দর্পণ পত্রিকা : গত ১৮ ডিসেম্বরসন্ধ্যায় পত্রিকার অস্থায়ী কার্যালয় অষ্টিন ড্রাইভে বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা অনুষ্টান, কবিতাপাঠ ও মুক্তিযুদ্ধের উপর নির্মিত চলচ্চিত্র প্রদর্শন করা হয়।