যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের হ্যমট্রাম্যাক শহরে ‘বাংলা সাহিত্য পরিষদ ইউএসএ’র সভা ও স্বরচিত লেখা পাঠের এক অনুষ্টান অনুষ্টিত হয়েছে। জানা গেছে গত ২৬ নভেম্বর রোববার সন্ধ্যায় সংগঠনের হলব্রুক অ্যাভিনিউস্থ অস্থায়ী কার্যালয়ে এক সভা অনুষ্টিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ মুজিবুর রহমান শাহিন। এতে কবি, সাহিত্যিক, সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলা প্রেস ক্লাব অব মিশিগান ইউএসএ’র সভাপতি হেলাল উদ্দিন রানা, গীতিকার ও কবি ইশতিয়াক রুপু, কবি জাফর ওবায়েদ, ছড়াকার রম্য লেখক হারান কান্তি সেন, সাংবাদিক সঞ্জয় দেব, কবি হোসেইন মোহাম্মদ কামরুল প্রমূখ। সভায়
উপস্থিত লেখক, কবি সাহিত্যিকেরা স্বরচিত লেখা পাঠ করেন। উক্ত সভায় আগামী বছর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মিশিগানে ২৪ ফেব্রুয়ারী রোববার সারা দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর আয়োজন করা হবে বলে সিদ্ধান্ত গৃহিত হয়। সংগঠনের কর্মকর্তা সঞ্জয় দেব জানান, মাতৃভাষা দিবস উপলক্ষে এ দিন বিভিন্ন অনুষ্টানের মধ্যে থাকবে বয়স ভিত্তিক চিত্রাংকন প্রতিযোগিতা, কবিতা আবৃতি, সঙ্গীত প্রতিযোগিতা। অনুষ্টানে উপস্থিত কবি সাহিত্যিকদের স্বরচিত লেখা পাঠের ব্যবস্থা থাকবে। এছাড়াও এদিন বই মেলার আয়োজন করা হবে। আগামী বছরের মে মাসে অনুষ্টিতব্য নিউইয়র্ক বই মেলায় মিশিগানের লেখকদের আমন্ত্রণ জানান মেলা কমিটির পক্ষ থেকে লেখক, গীতিকার ও কবি ইশতিয়াক রুপু।