০৪:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪
সংস্কৃতি

মিশিগানে বাংলা থিয়েটারের যাত্রা

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের হ্যামট্রাম্যাক সিটিতে আরেকটি নাট্য দলের যাত্রা শুরু হয়েছে। জানা গেছে, সিটির চেরেষ্ট রোডের অস্থায়ী কার্যালয়ে গত ২৫ নভেম্বর ‘বিশ্ব আমার মঞ্চ, আমি তার কুশীলব’ এই শ্লোগানকে সামনে রেখে একদল নাট্যকর্মী মিশিগান বাংলা থিয়েটার নামে একটি নাট্যদল গঠন করে আনুষ্টানিক যাত্রা শুরু করে। এদিন সংগঠনের এক সভা অনুষ্টিত হয়। এতে সভাপতিত্ব করেন শফিক রহমান। সভায় বক্তব্য রাখেন, হারান কান্তি সেন, নাট্যকর্মী জুয়েল খান, নিরঞ্জন দাস নিরু, অরবিন্দ দেব, শর্মিলা দেব শর্মি, অদিতি দেব মৌমি ও মৌটুসী দাস মুন্নি। হারান কান্তি সেনকে আহবায়ক, নিরঞ্জন দাসকে যুগ্ম আহবায়ক ও সঞ্জয় দেবকে সদস্য সচিব করে সাত সদস্যের মিশিগান বাংলা থিয়েটারের আহবায়ক কমিটি গঠন করা হয়। সভা শেষে কেক কেটে

থিয়েটারের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। অনুষ্টানটি উপস্থাপনা করেন নাট্যকর্মী সঞ্জয় দেব। সংগঠনের এক কর্মকর্তার সাথে আলাপকালে তিনি জানান, মিশিগানে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক  সংগঠন সারা বছরব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্টান করলেও নাটক এখানে উপেক্ষিত। এক সময় মিশিগানে একাধিক নাট্য সংগঠন ছিল এবং বেশ কিছু নাটক মঞ্চস্থ করে প্রশংশিত হয়েছিল। কিন্তু পরবর্তীতে বিভিন্ন সমস্যা ও সীমাবদ্ধতার কারণে নাটক মঞ্চায়নে ভাটা দেখা দেয়। নাটক হচ্ছে সমাজ পরিবর্তনের হাতিয়ার। সমাজের, জীবনের নানা সমস্যা, সংকটের কথা খুব সহজে নাটকের মাধ্যমে তুলে ধরা যায়। তাছাড়া নাটকের প্রতি মানুষের একটা অন্যরকম টান বা ভালবাসা থাকে। বাংলা ও বাঙ্গালি সংস্কৃতি চর্চার সাথে সাথে নাট্যচর্চা করে প্রবাসী মিশিগান কমুউনিটির সাংস্কৃতিক ধারাকে আরো বেগবান করার প্রত্যাশা নিয়েই আমাদের যাত্রা।  

Tag :
About Author Information

সংস্কৃতি

মিশিগানে বাংলা থিয়েটারের যাত্রা

আপডেট টাইম : ১১:৩৭:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ২ ডিসেম্বর ২০২২

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের হ্যামট্রাম্যাক সিটিতে আরেকটি নাট্য দলের যাত্রা শুরু হয়েছে। জানা গেছে, সিটির চেরেষ্ট রোডের অস্থায়ী কার্যালয়ে গত ২৫ নভেম্বর ‘বিশ্ব আমার মঞ্চ, আমি তার কুশীলব’ এই শ্লোগানকে সামনে রেখে একদল নাট্যকর্মী মিশিগান বাংলা থিয়েটার নামে একটি নাট্যদল গঠন করে আনুষ্টানিক যাত্রা শুরু করে। এদিন সংগঠনের এক সভা অনুষ্টিত হয়। এতে সভাপতিত্ব করেন শফিক রহমান। সভায় বক্তব্য রাখেন, হারান কান্তি সেন, নাট্যকর্মী জুয়েল খান, নিরঞ্জন দাস নিরু, অরবিন্দ দেব, শর্মিলা দেব শর্মি, অদিতি দেব মৌমি ও মৌটুসী দাস মুন্নি। হারান কান্তি সেনকে আহবায়ক, নিরঞ্জন দাসকে যুগ্ম আহবায়ক ও সঞ্জয় দেবকে সদস্য সচিব করে সাত সদস্যের মিশিগান বাংলা থিয়েটারের আহবায়ক কমিটি গঠন করা হয়। সভা শেষে কেক কেটে

থিয়েটারের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। অনুষ্টানটি উপস্থাপনা করেন নাট্যকর্মী সঞ্জয় দেব। সংগঠনের এক কর্মকর্তার সাথে আলাপকালে তিনি জানান, মিশিগানে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক  সংগঠন সারা বছরব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্টান করলেও নাটক এখানে উপেক্ষিত। এক সময় মিশিগানে একাধিক নাট্য সংগঠন ছিল এবং বেশ কিছু নাটক মঞ্চস্থ করে প্রশংশিত হয়েছিল। কিন্তু পরবর্তীতে বিভিন্ন সমস্যা ও সীমাবদ্ধতার কারণে নাটক মঞ্চায়নে ভাটা দেখা দেয়। নাটক হচ্ছে সমাজ পরিবর্তনের হাতিয়ার। সমাজের, জীবনের নানা সমস্যা, সংকটের কথা খুব সহজে নাটকের মাধ্যমে তুলে ধরা যায়। তাছাড়া নাটকের প্রতি মানুষের একটা অন্যরকম টান বা ভালবাসা থাকে। বাংলা ও বাঙ্গালি সংস্কৃতি চর্চার সাথে সাথে নাট্যচর্চা করে প্রবাসী মিশিগান কমুউনিটির সাংস্কৃতিক ধারাকে আরো বেগবান করার প্রত্যাশা নিয়েই আমাদের যাত্রা।