যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের বিভিন্নস্থানে গত ১৫ জানুয়ারী রোববার পিঠা উৎসব ও মকর সংক্রান্তি উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বিভিন্ন মন্দির ও প্রতিষ্ঠানে পূজা, কীর্তন, নগর পরিক্রমা, পিঠা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।
দুর্গা টেম্পল : ডেট্রয়েট সিটির দুর্গা মন্দিরে গত ১৫ জানুয়ারী রোববার পিঠা উৎসব ও মকর সংক্রান্তি উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে মন্দিরে সারাদিন ব্যাপী দু্ই পর্বে বিভক্ত বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকালে মন্দিরের পার্কিং লটে মেরামেরির ঘর পোড়ানো ও আগুন পোহানো। পরে পূজা, কীর্তন, নগর পরিক্রমা করা হয়। প্রচন্ড শীত উপেক্ষা করে বিপুল সংখ্যক ভক্তবৃন্দরা পিঠা নিয়ে মন্দিরে আসেন বিশেষ করে নারীরা পিঠা প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য মিশিগানের বিভিন্ন শহর থেকে মন্দিরে আসেন। পিঠা ও মকর সংক্রান্তি নিয়ে আলোচনা করেন প্রবীণজনেরা। এরপর মন্দিরের হলরুমে পিঠা প্রদর্শন ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
ভক্তরা রকমারি স্বাদের, বিভিন্ন বর্ণের, বিভিন্ন ধরনের পিঠা নিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। ৬৮ জন প্রতিযোগিনী শতাধিক ট্রে নিয়ে বিভিন্ন রকমের পিঠা নিয়ে এতে অংশগ্রহণ করেন। উপস্থিত সবাই পিঠার স্বাদ নেন। বিচারকেরা পিঠার স্বাদ, মান ও পরিমাণের উপর ভিত্তি করে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান নির্ধারণ করেন। প্রথম পুরষ্কার পান মিনতি চৌধুরী, দ্বিতীয় পুরষ্কার লাভলী দাশ ও তৃতীয় পুরষ্কার তৃষিতা ধর। এছাড়াও পিঠা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকলকে একটি করে হটপট দেয়া হয়। পুরষ্কারগুলো স্পন্সর করেন যথাক্রমে প্রথম পুরষ্কার একটি সেলাই মেশিন পার্থ দেব, দ্বিতীয় পুরষ্কার এয়ারফ্রায়ার প্রতাপ ধর, তৃতীয় পুরষ্কার ৪২ পিসের ডিনার সেট স্বপ্না দাশ এবং হটপট সুমন দেব ও শেখর দেব। দু্ই পর্বে বিভক্ত অনুষ্ঠানের প্রথম পর্ব পরিচালনা করেন নিপেশ সুত্রধর ও সুব্রত ধর এবং দ্বিতীয় পর্ব পরিচালনা করেন পার্থ সারথী দেব ও উজ্জল সুত্রধর।
শিব মন্দির : ওয়ারেন সিটির শিব মন্দিরে গত ১৫ জানুয়ারী রোববার পিঠা উৎসব ও মকর সংক্রান্তি উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে পূজা, কীর্তন ও পিঠা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে মন্দিরের ভক্তরা অংশগ্রহণ করেন। প্রতিযোগিতার পর অংশগ্রহণকারীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।
এছাড়াও ঐদিন ওয়ারেন সিটির কালী মন্দিরেও মকর সংক্রান্তি ও পিঠা উৎসব উদযাপিত হয়েছে। তাছাড়াও সনাতনধর্মীরা নিজ নিজ বাড়ীতে এদিন পৌষ পার্বণ, পিঠাপুলি করে নিজে খান এবং অন্যকেও খাওয়ান। দেশের মতো প্রবাসেও এদিন বড় মাছ বিশেষ করে বড় চিতলমাছ ও বিন্নিভাত (বিরইন চালের ভাত)খাওয়ার রেওয়াজ রয়েছে।