০১:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪
উৎসব

মিশিগানে দোলযাত্রা, হোলি ও বসন্ত উৎসব পালন

মিশিগানের বিভিন্ন মন্দিরে গত  ২৪মার্চ তিথি মতো ও ৩১ মার্চ  দোলযাত্রা, হোলি ও বসন্ত উসব পালন করা হয়। এতে পূজা, অঞ্জলি, আবির প্রদানসহ বিভিন্ন মাঙ্গলিক কর্মকাণ্ড করা হয়েছে।

দুর্গা মন্দির : ডেট্রয়েটে বাংলাদেশি বংশোদ্ভূতের দ্বারা পরিচালিত মিশিগানের সবচেয়ে পুরানো ও সর্বজনীন দুর্গা মন্দিরে গত ২৪মার্চ দুপুরে তিথি মতো শ্রীকৃষ্ণের পূজা, অর্চনা, অঞ্জলি, শ্রীকৃষ্ণের দোলযাত্রা, শ্রীকৃষ্ণের চরণে আবির প্রদান করা হয়। ভক্তদের সুবিধার্থে গত ৩১ মার্চ রোববার দুপুরে আবার পূজা, অর্চনা, অঞ্জলি, শ্রীকৃষ্ণের দোলযাত্রা, চরণে আবির প্রদান করা হয়। বিকেলে কীর্তন, হরির লুট, হোলি, রংখেলা হয়। এতে সব বয়সের ভক্তরা অংশ গ্রহণ করেন।

কালী মন্দিরে দোলযাত্রা, হোলি ও বসন্ত উসব পালন :ছবি : সংগৃহিত

শিব মন্দির : ওয়ারেন সিটির শিব মন্দিরে গত ৩১ মার্চ রোববার বিকেলে শ্রীকৃষ্ণের পূজা, অর্চনা, অঞ্জলি, শ্রীকৃষ্ণের দোলযাত্রা, চরণে আবির প্রদান করা হয়। এরপর ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান বসন্ত উসব, রংখেলা। শিশু, কিশোর ও কিশোরীরা বাসন্তী রং এর কাপড় পরে অনুষ্ঠানের বিভিন্ন পর্বে অংশ গ্রহণ করে।

 

শিব মন্দিরে দোলযাত্রা, হোলি ও বসন্ত উসব পালন: ছবি : সংগৃহিত

কালী মন্দির : ওয়ারেন সিটির কালী মন্দিরে গত ২৪ মার্চ দুপুরে শ্রীকৃষ্ণের পূজা, অর্চনা, অঞ্জলি, শ্রীকৃষ্ণের দোলযাত্রা, চরণে আবির প্রদান করা হয়। এরপর ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান, বসন্ত উসব, রংখেলা।

দুর্গা মন্দিরে দোলযাত্রা, হোলি ও বসন্ত উসব পালন: ছবি : সংগৃহিত

Tag :
About Author Information

মিশিগানে ‘বাংলাটাউন’ নামক ফলকটিতে কে বা কারা বাংলাদেশের পতাকাটি মুছে দিয়েছে

উৎসব

মিশিগানে দোলযাত্রা, হোলি ও বসন্ত উৎসব পালন

আপডেট টাইম : ১০:২৫:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ এপ্রিল ২০২৪

মিশিগানের বিভিন্ন মন্দিরে গত  ২৪মার্চ তিথি মতো ও ৩১ মার্চ  দোলযাত্রা, হোলি ও বসন্ত উসব পালন করা হয়। এতে পূজা, অঞ্জলি, আবির প্রদানসহ বিভিন্ন মাঙ্গলিক কর্মকাণ্ড করা হয়েছে।

দুর্গা মন্দির : ডেট্রয়েটে বাংলাদেশি বংশোদ্ভূতের দ্বারা পরিচালিত মিশিগানের সবচেয়ে পুরানো ও সর্বজনীন দুর্গা মন্দিরে গত ২৪মার্চ দুপুরে তিথি মতো শ্রীকৃষ্ণের পূজা, অর্চনা, অঞ্জলি, শ্রীকৃষ্ণের দোলযাত্রা, শ্রীকৃষ্ণের চরণে আবির প্রদান করা হয়। ভক্তদের সুবিধার্থে গত ৩১ মার্চ রোববার দুপুরে আবার পূজা, অর্চনা, অঞ্জলি, শ্রীকৃষ্ণের দোলযাত্রা, চরণে আবির প্রদান করা হয়। বিকেলে কীর্তন, হরির লুট, হোলি, রংখেলা হয়। এতে সব বয়সের ভক্তরা অংশ গ্রহণ করেন।

কালী মন্দিরে দোলযাত্রা, হোলি ও বসন্ত উসব পালন :ছবি : সংগৃহিত

শিব মন্দির : ওয়ারেন সিটির শিব মন্দিরে গত ৩১ মার্চ রোববার বিকেলে শ্রীকৃষ্ণের পূজা, অর্চনা, অঞ্জলি, শ্রীকৃষ্ণের দোলযাত্রা, চরণে আবির প্রদান করা হয়। এরপর ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান বসন্ত উসব, রংখেলা। শিশু, কিশোর ও কিশোরীরা বাসন্তী রং এর কাপড় পরে অনুষ্ঠানের বিভিন্ন পর্বে অংশ গ্রহণ করে।

 

শিব মন্দিরে দোলযাত্রা, হোলি ও বসন্ত উসব পালন: ছবি : সংগৃহিত

কালী মন্দির : ওয়ারেন সিটির কালী মন্দিরে গত ২৪ মার্চ দুপুরে শ্রীকৃষ্ণের পূজা, অর্চনা, অঞ্জলি, শ্রীকৃষ্ণের দোলযাত্রা, চরণে আবির প্রদান করা হয়। এরপর ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান, বসন্ত উসব, রংখেলা।

দুর্গা মন্দিরে দোলযাত্রা, হোলি ও বসন্ত উসব পালন: ছবি : সংগৃহিত