যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের হ্যামট্রাম্যাক শহরে গত ২ জুলাই রোববার ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও আনন্দের মধ্য দিয়ে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্টিত হয়। জানা গেছে, শহরের বেলমন্ট সনাতন সংঘের উদ্যোগে এ রথযাত্রার আয়োজন করা হয়। সহস্রাধিক মানুষের উপস্থিতিতে এ রথযাত্রা অনুষ্টিত হয়। আয়োজকদের সুত্রে জানা গেছে গত বছর থেকে এ রথযাত্রা শুরু হয়। রথটি নির্মাণ
করেন পরেশ দেবনাথ। বিকেল পাঁচটার পর ভক্তদের উপস্থিতিতে বেলমন্ট স্ট্রীট থেকে রথের দড়িতে টান দেয়া হয়। রথটির সাথে বিরাট একটি শোভাযাত্রা ঢাক ঢোল, কাঁশর ও মন্দিরা বাজিয়ে কীর্তন করে নগরীর বিভিন্ন পথ প্রদক্ষিণ করে হ্যামট্রাম্যাক শহরের
সিটি স্কয়ারে যায়। সেখানে রথযাত্রা সম্বন্ধে ইসকনের ভক্তবৃন্দসহ অন্যরা সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন ও ভক্তবৃন্দরা নাম কীর্তপরিবেশন করেন। রথটি শহরের বিভিন্ন পথ পরিক্রমার সময় রাস্তার দুই পাশে দাড়িয়ে মানুষজন হাত নাড়িয়ে তাদেরে অভ্যর্থনা
জানান, কোন কোন গাড়ী চালক হর্ণ বাজিয়ে শোভাযাত্রার সাথে একাত্মতা প্রকাশ করতে দেখা যায় । হ্যামট্রাম্যাক শহরের পুলিশ নিরাপত্তার দায়িত্বে ছিলেন। মহিলারা লাল শাড়ি ও পুরুষদেরকে পাঞ্জাবী পরে শোভাযাত্রায় অংশগ্রহণ করতে দেখা যায়। মা বাবার
সাথে শিশু কিশোর, কিশোরীরা পায়ে হেটে শোভাযাত্রায় অংশগ্রহণ করে। অনেকের হাতে ছিল জগন্নাথ, বলরাম ও সুভদ্রার ছবি। শিশু, কিশোর,যুবক, যুবতী, তরুণ, তরুণী, প্রবীণসহ সকল বয়সের মানুষ এতে অংশগ্রহণ করেন। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি
আবার বেলমন্ট স্ট্রীটে ফিরে আসে। এখানে আসার পর গান, কীর্তন পরিবেশন করা হয় এবং লুট দেয়া হয়। সবশেষে শোভাযাত্রায় অংশগ্রহণকারী সবাইকে প্রসাদ বিতরণ করা হয়। রথযাত্রার দিন সাধারণত বৃষ্টি হয়। এদিনও রথযাত্রার আগে ও পরে পুষ্পবৃষ্টি(হালকাবৃষ্টি) হয়েছে।