যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের হ্যামট্রাম্যাক শহরে গ্রেটার চট্রগ্রাম এসোসিয়েশান অব মিশিগান ইনক এর নতুন কমিটির অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্টান অনুষ্টিত হয়েছে। জানা গেছে গত ২৫ নভেম্বর শনিবার সন্ধ্যায় হ্যামট্রাম্যাক শহরের ‘গেইট অব কলম্বাস’ এ সংগঠনের নতুন কমিটির অভিষেক, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্টান অনুষ্টিত হয়েছে। বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সঙ্গীত
পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্টানের শুরু হয়। এরপর কেক কাটার মাধ্যমে অনুষ্টানের প্রথম পর্বের শুরু হয়। হল ভর্তি দর্শক শ্রোতাদের করতালির মাধ্যমে গ্রেটার চট্রগ্রাম এসোসিয়েশান অব মিশিগান ইনক এর নতুন কমিটির সদস্যদের ফুল দিয়ে বরণ করা হয়। গিয়াস উদ্দিন তালুকদারকে সভাপতি ও মোহাম্মদ ফিরোজকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্যের কমিটির অভিষেক হয়। নতুন কমিটির সদস্যরা নতুন প্রজন্মকে বাংলার ইতিহাস ঐতিহ্য, সংস্কৃতি বিস্তারে কাজ করবেন বলে জানান। তারা আরো বলেন, নতুন যারা
ইমিগ্রেন্ট হয়ে বাংলাদেশ থেকে এখানে আসছেন তাদেরে সাহায্য সহযোগিতা করবেন। অনুষ্টানে বক্তব্য রাখেন হ্যামট্রাম্যাক শহরের মেয়র আমীর গালিব। তিনি মিশিগানে বসবাসরত প্রবাসী বাঙালিদের বিভিন্ন কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করেন, তিনি গ্রেটার চট্রগ্রাম এসোসিয়েশান অব মিশিগান ইনক এর নতুন কমিটির সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। অনুষ্টানে বক্তব্য রাখেন সংগঠনের সদস্যবৃন্দসহ কমুউনিটির প্রবীন ও নবীন নেতৃবৃন্দ।সবশেষে ছিল সাংস্কৃতিক অনুষ্টান। এতে নৃত্য, সঙ্গীত পরিবেশন করেন সংগঠনের
সদস্য, সদস্যাসহ স্থানীয় শিল্পী ও কলাকুশলীরা। অনুষ্টানে গ্রেটার চট্রগ্রাম এসোসিয়েশান অব মিশিগান ইনক এর নেতৃবৃন্দ, সংগঠনের সদস্য, সদস্যাসহ মিশিগান প্রবাসী বিভিন্ন সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্টানটি উপস্থাপনা করেন কবি, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মিলটন বড়ুয়া।