১১:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪
ঈদুল আজহা

মিশিগানে ঈদ উদযাপিত

যুক্তরাষ্ট্রের মিশিগানে গত বুধবার ২৮ জুন ঈদুল আজহা উদযাপিত হয়েছে। অঙ্গরাজ্যের ডেট্রয়েট, হ্যামট্রাম্যাক, ওয়ারেন, ট্রয়, স্টার্লিং হাইটস, রয়েল অক,  ডিয়ারবর্ণসহ বিভিন্ন স্থানের বাঙ্গালি মুসলিম অধিবাসীরা সকালে বিভিন্ন মসজিদে ঈদের জামাতে অংশ গ্রহণ করেন। সবচেয়ে বড় ঈদের জামাত হয়  ডেট্রয়েট সিটির জেইন ফিল্ডে, এখানে ঈদের নামাজ শুরু হয় সকাল ৮টায়।এছাড়াও আরেকটি বড় জামাত অনুষ্টিত হয় ওয়ারেন সিটির হলমিচ পার্কে। মিশিগানে বাংলাদেশি আমেরিকানদের দ্বারা পরিচালিত ১৮টির অধিক মসজিদে  দের জামাত হয়।  ঈদের জামাতে মানুষ স্বতস্ফূর্তভাবে অংশ গ্রহণ করেন। সবার মধ্যেই একটা আলাদা আনন্দ ছিল বিশেষ করে ছোটছোট শিশু কিশোরদের মধ্যে। সকাল হতেই রংবেরংয়ের পোষাক পরে মাথায় টুপি দিয়ে অভিভাবকদের সাথে তারা নামাজ পড়তে মসজিদে যায়। নামাজের পর কোলাকোলি, আত্মীয়স্বজনদের বাড়ীতে যাওয়া, খাওয়া দাওয়া করা, বিকেলে ঘুরাফিরা।

: ছবি : সংগৃহিত

এদিকে ঈদের আগে মিশিগানের বিভিন্ন স্থানে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্টানের উদ্যোগে  ‘ঈদ মেলা’, ‘চাঁদ রাত বাজার’ অনুষ্ঠিত হয়। মেলায় প্রচুর ক্রেতা এবং  কেনাকাটা হয়েছে বলে অংশ গ্রহণকারীরা জানিয়েছেন। উদ্যোক্তাদের সাথে যোগাযোগ করলে তারা জানান, ঈদে ব্যতিক্রমী একটা কিছু করে মোটামোটি সবাইকে একত্রিত করা ও মেলার মাধ্যমে আনন্দ মেতে ওঠার জন্যই এ ঈদ মেলা। মিশিগানের ডিয়ারবর্ণ সিটি ও হ্যামট্রাম্যাক সিটির কর্মীরা  পেয়েছেন ঈদের ছুটি। এদিকে এই ঈদুল আজহা থেকে মিশিগানের হ্যামট্রাম্যাক সিটিতে প্রথম প্রকাশ্যে কোরবানি দেওয়ার অনুমোদন দেওয়া হয়েছে। অনেকে নিজ নিজ বাসায়, গ্রোসারীতে, ও ফার্মে কোরবানি দিয়েছেন।

Tag :
About Author Information

ঈদুল আজহা

মিশিগানে ঈদ উদযাপিত

আপডেট টাইম : ১১:৪৮:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জুন ২০২৩

যুক্তরাষ্ট্রের মিশিগানে গত বুধবার ২৮ জুন ঈদুল আজহা উদযাপিত হয়েছে। অঙ্গরাজ্যের ডেট্রয়েট, হ্যামট্রাম্যাক, ওয়ারেন, ট্রয়, স্টার্লিং হাইটস, রয়েল অক,  ডিয়ারবর্ণসহ বিভিন্ন স্থানের বাঙ্গালি মুসলিম অধিবাসীরা সকালে বিভিন্ন মসজিদে ঈদের জামাতে অংশ গ্রহণ করেন। সবচেয়ে বড় ঈদের জামাত হয়  ডেট্রয়েট সিটির জেইন ফিল্ডে, এখানে ঈদের নামাজ শুরু হয় সকাল ৮টায়।এছাড়াও আরেকটি বড় জামাত অনুষ্টিত হয় ওয়ারেন সিটির হলমিচ পার্কে। মিশিগানে বাংলাদেশি আমেরিকানদের দ্বারা পরিচালিত ১৮টির অধিক মসজিদে  দের জামাত হয়।  ঈদের জামাতে মানুষ স্বতস্ফূর্তভাবে অংশ গ্রহণ করেন। সবার মধ্যেই একটা আলাদা আনন্দ ছিল বিশেষ করে ছোটছোট শিশু কিশোরদের মধ্যে। সকাল হতেই রংবেরংয়ের পোষাক পরে মাথায় টুপি দিয়ে অভিভাবকদের সাথে তারা নামাজ পড়তে মসজিদে যায়। নামাজের পর কোলাকোলি, আত্মীয়স্বজনদের বাড়ীতে যাওয়া, খাওয়া দাওয়া করা, বিকেলে ঘুরাফিরা।

: ছবি : সংগৃহিত

এদিকে ঈদের আগে মিশিগানের বিভিন্ন স্থানে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্টানের উদ্যোগে  ‘ঈদ মেলা’, ‘চাঁদ রাত বাজার’ অনুষ্ঠিত হয়। মেলায় প্রচুর ক্রেতা এবং  কেনাকাটা হয়েছে বলে অংশ গ্রহণকারীরা জানিয়েছেন। উদ্যোক্তাদের সাথে যোগাযোগ করলে তারা জানান, ঈদে ব্যতিক্রমী একটা কিছু করে মোটামোটি সবাইকে একত্রিত করা ও মেলার মাধ্যমে আনন্দ মেতে ওঠার জন্যই এ ঈদ মেলা। মিশিগানের ডিয়ারবর্ণ সিটি ও হ্যামট্রাম্যাক সিটির কর্মীরা  পেয়েছেন ঈদের ছুটি। এদিকে এই ঈদুল আজহা থেকে মিশিগানের হ্যামট্রাম্যাক সিটিতে প্রথম প্রকাশ্যে কোরবানি দেওয়ার অনুমোদন দেওয়া হয়েছে। অনেকে নিজ নিজ বাসায়, গ্রোসারীতে, ও ফার্মে কোরবানি দিয়েছেন।