যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েট সিটির ‘জেইন ফিল্ডে’ আগামী ১৫, ১৬ ও ১৭ সেপ্টেস্বর, ২০২৩ (শুক্র,শনি ও রোববার) তিনদিনব্যাপী মেলা অনুষ্টিত হতে যাচ্ছে। আয়োজকদের সুত্রে জানা গেছে, প্রতিদিন দুপুর থেকে মধ্যরাত অবধি মেলার কার্যক্রম চলবে। মিশিগানে পরিবার পরিজন, আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, মা বাবাকে নিয়ে মেলা দেখার এটাই এ বছরের শেষ সুযোগ। ছন্দে বাধা প্রবাস জীবনের নগর ব্যস্ততায় মেলায় সবার সঙ্গে মিলিত হওয়ার, আড্ডা দেবার এক সুবর্ণ সুযোগ। আয়োজকরা জানান, বাংলা, বাঙ্গালি সংস্কৃতি, কৃষ্টি,ঐতিহ্য, নতুন প্রজন্মকে জানানো ও তাদের মধ্যে ছড়িয়ে দেয়ার জন্য এ মেলা, সব মিলিয়ে এবারের এ মেলা হবে ব্যতিক্রমী। মেলায় থাকবে রকমারি দোকানপাট। সেসব দোকানে থাকবে শাড়ী, গহনা, খেলনা, ঘর সাজানোর জিনিষ,খাবারের
দোকান। মেলায় থাকবে আকর্ষণীয় রাফেল ড্র। মেলাকে সুন্দর ও আকর্ষণীয় করতে ইতিমধ্যেই স্বেচ্ছাসেবকেরা কাজ শুরু করে দিয়েছেন। মেলায় স্থানীয় শিল্পীরা অংশ গ্রহণ করবেন এছাড়াও অতিথি শিল্পী হিসেবে থাকছেন শাহনাজ বেলী, কন্ঠশিল্পী ইমরান, কনা এবং তাদের দলসহ আরো অনেকে। মেলার নিরাপত্তায় থাকবেন স্বেচ্ছাসেবক টিমের সদস্যরা ও স্থানীয় পুলিশ। মেলাকে কেন্দ্র করে মিশিগানের বাংলা টাউন এখন সরগরম।