০৫:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫
সংগঠন সংবাদ

মিশিগানের দুর্গা টেম্পলের পিকনিক পরিণত হয়েছিল মিলন মেলায়

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েট দুর্গা টেম্পলের বার্ষিক পিকনিক গত ১০ আগস্ট রোববার ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়। মেডিসন হাইটস সিটির সিভিক সেন্টার পার্কে বেলা ১১টা থেকে বিকেল ৭টা পর্যন্ত বিভিন্ন পর্বে বিভক্ত পিকনিকে বিপুল সংখ্যক লোকজন  অংশ গ্রহণ করেন। এদিন আবহাওয়া ছিল খুব সুন্দর। প্রবাসের নগর ব্যস্ততায় পিকনিকের এ দিনটি মূলত সবার সঙ্গে মিলিত হওয়ার এক মাহেন্দ্রক্ষণ। বছরের এই দিনেই অনেকের সঙ্গে দেখা হয়। কথা হয়।

দেশ থেকে নতুন কেউ এলে তাঁর সঙ্গে পরিচিত হওয়া যায়। বনভোজনে ছিল পুরোপুরি দেশীয় আমেজ। প্রবাসে বনভোজনও  এখন বাঙালির এক বড় পার্বণ। পিকনিক পরিণত হয়েছিল মিলন মেলায়। শুরুতে ছিল শিশুদের খেলাধূলা, জমজমাট আড্ডা, বারবিকিউ, বালিশ দৌড় খেলা। দুপুরে ছিল বিভিন্ন পদের খাবার। খেলায় ও বিভিন্ন প্রতিযোগিতায় অংশ গ্রহণকারীদেরকে পুরষ্কার প্রদান করা হয়। সবশেষে ছিল রাফেল ড্র। এতে বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার দেয়া হয়। এতে ছিল ৮৫” টিভি, ল্যাপটপ, অ্যাপেল ওয়াচ, ডিনার সেট, মাইক্রোয়েভ, এয়ার পডস, কোকারসহ আরো অনেক পুরষ্কার। দুর্গা মন্দিরের প্রেসিডেন্ট পংকজ দাশ জানান, এবার পিকনিকে প্রচুর লোক সমাগম হয়েছে। বিশেষ করে দেশ থেকে আসা অনেক লোকজন এতে অংশ গ্রহণ করেন। অংশ গ্রহণকারী সকলকে তিনি ধন্যবাদ জানান। অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণী পর্বটি পরিচালনা করেন মন্দিরের মিডিয়া ডাইরেক্টার ও বিশিষ্ট সাংবাদিক পার্থ সারথী দেব ও মন্দিরের সাধারণ সম্পাদক উজ্জল সুত্রধর। তিনি নির্মিতব্য নতুন মন্দিরের বিভিন্ন বিষয় নিয়ে উপস্থিত ভক্তমন্ডলিকে অবহিত করেন। পিকনিকে মিশিগানের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন হারান সেন, শর্মিলা দেব, সঞ্জয় পাল, লিলি প্রভা দে প্রমূখ। নারীরা ধামাইল গান পরিবেশন করেন।

Tag :
About Author Information

মিশিগানের দুর্গা টেম্পলের পিকনিক পরিণত হয়েছিল মিলন মেলায়

সংগঠন সংবাদ

মিশিগানের দুর্গা টেম্পলের পিকনিক পরিণত হয়েছিল মিলন মেলায়

আপডেট টাইম : ১১:৫৩:০৬ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েট দুর্গা টেম্পলের বার্ষিক পিকনিক গত ১০ আগস্ট রোববার ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়। মেডিসন হাইটস সিটির সিভিক সেন্টার পার্কে বেলা ১১টা থেকে বিকেল ৭টা পর্যন্ত বিভিন্ন পর্বে বিভক্ত পিকনিকে বিপুল সংখ্যক লোকজন  অংশ গ্রহণ করেন। এদিন আবহাওয়া ছিল খুব সুন্দর। প্রবাসের নগর ব্যস্ততায় পিকনিকের এ দিনটি মূলত সবার সঙ্গে মিলিত হওয়ার এক মাহেন্দ্রক্ষণ। বছরের এই দিনেই অনেকের সঙ্গে দেখা হয়। কথা হয়।

দেশ থেকে নতুন কেউ এলে তাঁর সঙ্গে পরিচিত হওয়া যায়। বনভোজনে ছিল পুরোপুরি দেশীয় আমেজ। প্রবাসে বনভোজনও  এখন বাঙালির এক বড় পার্বণ। পিকনিক পরিণত হয়েছিল মিলন মেলায়। শুরুতে ছিল শিশুদের খেলাধূলা, জমজমাট আড্ডা, বারবিকিউ, বালিশ দৌড় খেলা। দুপুরে ছিল বিভিন্ন পদের খাবার। খেলায় ও বিভিন্ন প্রতিযোগিতায় অংশ গ্রহণকারীদেরকে পুরষ্কার প্রদান করা হয়। সবশেষে ছিল রাফেল ড্র। এতে বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার দেয়া হয়। এতে ছিল ৮৫” টিভি, ল্যাপটপ, অ্যাপেল ওয়াচ, ডিনার সেট, মাইক্রোয়েভ, এয়ার পডস, কোকারসহ আরো অনেক পুরষ্কার। দুর্গা মন্দিরের প্রেসিডেন্ট পংকজ দাশ জানান, এবার পিকনিকে প্রচুর লোক সমাগম হয়েছে। বিশেষ করে দেশ থেকে আসা অনেক লোকজন এতে অংশ গ্রহণ করেন। অংশ গ্রহণকারী সকলকে তিনি ধন্যবাদ জানান। অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণী পর্বটি পরিচালনা করেন মন্দিরের মিডিয়া ডাইরেক্টার ও বিশিষ্ট সাংবাদিক পার্থ সারথী দেব ও মন্দিরের সাধারণ সম্পাদক উজ্জল সুত্রধর। তিনি নির্মিতব্য নতুন মন্দিরের বিভিন্ন বিষয় নিয়ে উপস্থিত ভক্তমন্ডলিকে অবহিত করেন। পিকনিকে মিশিগানের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন হারান সেন, শর্মিলা দেব, সঞ্জয় পাল, লিলি প্রভা দে প্রমূখ। নারীরা ধামাইল গান পরিবেশন করেন।