সিরিয়া সরকার বিবিসির মিডিয়া অ্যাক্রিডিটেশন বাতিল করেছে। ‘পক্ষপাতমূলক ও বিভ্রান্তিকর প্রতিবেদন’ প্রকাশের জন্য করেছে দেশটির সরকার সংবাদমাধ্যমটির বিরুদ্ধে এ ব্যবস্থা নিয়েছে বলে জানা গেছে। সংবাদ সংস্থার প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়,
সিরিয়ার তথ্য মন্ত্রণালয় বলেছে, বিবিসি কর্তৃপক্ষ ‘পেশাদারি মান’ বজায় রাখতে ব্যর্থ হয়েছে। বিবিসি নিউজের আরবি ভাষার সংস্করণ গত মাসে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে। এতে বলা হয়, ক্যাপটাগন নামের একটি মাদকের বাণিজ্যে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পরিবার ও দেশটির সামরিক বাহিনীর শীর্ষস্থানীয় সদস্যরা জড়িত।