মিশিগানের ওয়ারেনে গত ২২ জুন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগান-বাম এর উদ্যোগে ওয়ারেন সিটির পুলিশ বিভাগ এবং ক্রাইম কমিশনারের সঙ্গে টাউন হল মিটিং অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে, শহরের একটি সেন্টারে রোববার বিকেলে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বামের সভাপতি জাবেদ চৌধুরী।
সভায় উপস্থিত ছিলেন ওয়ারেন সিটির পুলিশ বিভাগের কর্মকর্তা, ক্রাইম কমিশন এবং ম্যাকম্ব কাউন্টির বিভিন্ন কর্মকর্তারা। তারা উপস্থিত কমিউনিটির বিভিন্ন সদস্যদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। কর্মকর্তারা কিভাবে অপরাধ দমন, সহিংসতা প্রতিরোধ, পারিবারিক বিরোধ নিরসন, ঘৃণা বিদ্বেষমূলক অপরাধ প্রতিরোধের বিভিন্ন উদ্যোগের কথা বলেন।
অনুষ্ঠানে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগান-বাম এর কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন। ছিলেন বৃহত্তর ডেট্রয়েটে বসবাসরত বিভিন্ন সামাজিক, সাংস্কৃতি, রাজনৈতিক দলের কর্মকর্তা ও বিভিন্ন পেশা ও শ্রেণীর মানুষ। এমন একটি সুন্দর অনুষ্ঠান আয়োজন করার জন্য উপস্থিত সবাই বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগান-বাম এর কর্মকর্তা ও সদস্যদের ধন্যবাদ জানান। সংগঠনের সভাপতি জাবেদ চৌধুরী অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বামের উপদেষ্টা ও ওয়ারেন সিটির ক্রাইম কমিশনার সুমন কবির।