প্রথম ভারতীয় লেখক হিসেবে গীতাঞ্জলি শ্রী ‘টম্ব অব স্যান্ড’ উপন্যাসটির জন্য বুকার পুরস্কার পেলেন। গীতাঞ্জলির রেত সমাধী নামের এ উপন্যাসটি ডেইজি রকওয়েল নামের একজন আমেরিকান অনুবাদক অনুবাদ করেন। গীতাঞ্জলি পুরস্কারটি পাওয়ার পর তার বইয়ের চাহিদা ব্যাপকভাবে বেড়ে গেছে বলে জানা গেছে।
