নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের শতবর্ষের সমাপ্তি অনুষ্ঠান হচ্ছে ডিসেম্বরে কলকাতায়। বাংলাদেশ থেকে ২৫ সদস্যের কবি, সাহিত্যিক, শিণ্পীদের এক প্রতিনিধি দল উক্ত অনুষ্ঠানে যাবেন বলে জানা গেছে, চলতি বছরের ১১ ফেব্রুয়ারী থেকে সারা বছরব্যাপী বিভিন্ন স্থানে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনের শতবর্ষ উদযাপন করা হচ্ছে। সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয়ের আচার্য সত্যম রায়চৌধুরী বলেছেন, বাঙালি আজ বিভিন্ন দুর্যোগে আক্রান্ত, সাহিত্যসঙ্গ আর সাহিত্যবোধের মঞ্চকে ঘিরে আলোর দিশা খুঁজবে জাতি। বছরের শুরুতে কবিগুরু রবীন্দ্রনাথের স্মৃতিধন্য বারাণসী থেকে এ অনুষ্ঠানের শুভ সূচনা হয়। ২০১৮ সালে প্রথম আন্তর্জাতিক সম্মেলন হয়েছে বাংলাদেশের ঢাকাতে। সেই আন্তর্জাতিক বাংলা সাহিত্য সম্মেলনের উদ্বোধন করেছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এপার বাংলা ওপার বাংলা মিলিয়ে শতাধিক লেখক,শিল্পী,বুদ্ধিজীবী যোগ দিয়েছিলেন তিনদিনের সেই সম্মেলনে।
শতবর্ষ প্রাচীন এই সংগঠনটির শতাধিক শাখা রয়েছে এবং এর সদস্য সংখ্যা প্রায় ১৫ হাজার। বাংলা ও বাঙ্গালির এ সংগঠনের শতবর্ষের চলার পথে রবীন্দ্রনাথ থেকে নজরুল, প্রমথনাথ বিশী, প্রেমেন্দ্রনাথ, অন্নদাশংকর, আচার্য প্রফুল্লচন্দ্র রায়, প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি থেকে হাল আমলের সমরেশ বসু, সুনীল, শীর্ষেন্দু কে নেই এই সংগঠনে। শতবর্ষের সমাপ্তি অনুষ্ঠানটি চলতি বছরের ২৫ ডিসেম্বর থেকে ২৭ ডিসেম্বর কলকাতার নিউটাউনের সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হবে বলে জানা গেছে। ১৯২২ সালে সংগঠনটি প্রতিষ্ঠা হয়। ১৯২৩ সালে প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন রবীন্দ্রনাথ ঠাকুর।গত শনিবার (১২ নভেম্বর) নয়াদিল্লীতে এক সংবাদ সন্মেলনে সংগঠনটির দুইজন কর্মকর্তা প্রদীপ ভট্টাচার্য এবং সত্যম রায়চৌধুরী জানান, তিন দিনব্যাপী এ অনুষ্ঠানে সাহিত্য চর্চা, সঙ্গীত, নাটকসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন থাকবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পণ্ডিত অজয় চক্রবর্তী। এছাড়াও থাকবেন প্রথিতযশা কবি, সাহিত্যিক, শিল্পীসহ বিশিষ্টজনেরা। বিভিন্ন দেশে বসবাসরত বাঙ্গালিরা এ অনুষ্ঠানে আসবেন বলে জানা গেছে।