০৮:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪
পার্বণ

দুর্গোৎসবে মিশিগানে তারার মেলা

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে যুক্তরাষ্ট্রের মিশিগানে এখন তারার মেলা। মিশিগানে এবার সাংস্কৃতিক অনুষ্টানকে সুন্দর ও বর্নাঢ্য করতে বিভিন্ন মন্দির ও সংগঠন নামী দামী ও তারকা শিল্পীদের গানের আয়োজন করেছে। প্রবাসের পূজার অন্যতম আকর্ষণ হচ্ছে সাংস্কৃতিক অনুষ্টান। কে কার চেয়ে সুন্দর অনুষ্টান উপহার দেয় তার এক প্রতিযোগিতা হয় এ শারদ উৎসবে।  আজ শুক্রবার থেকে শুরু হচ্ছে দুর্গা পূজা। এ পূজায় তারা সঙ্গীত পরিবেশন করে দর্শক শ্রোতাদের আনন্দ বিলাবেন। ‘বিচিত্রা’য় গাইবেন এ প্রজন্মের জনপ্রিয় শিল্পী কলকাতার অনুপম রায় ও বলিউডের কবিতা কৃষ্ণমূর্তি। শিব মন্দিরে সঙ্গীত পরিবেশন করবেন ভারতের প্লে ব্যাক সিঙ্গার ত্রিজয় দেব। কালীবাড়ীতে গাইবেন চ্যানেল আই সেরা কন্ঠ ২০০৯ এর বিজয়ী শিল্পী কৃষ্ণা তিথি। দুর্গা মন্দিরে গাইবেন কানাডার মন্ট্রিল থেকে

আগত দেবপ্রিয়া কর রুমা। এ ছাড়াও পরিবেশিত হবে ধামাইল গান। গানের সুর আর নৃত্য শ্রোতাদেরে ব্যস্ত নগরী থেকে নিয়ে যাবে আমাদের সেই স্নিগ্ধ মায়াময় গ্রাম বাংলায়, যেখানে তারা কাটিয়েছিলেন তাদের শৈশব. তাদের কৈশোরকাল। কিছুক্ষণের জন্য হলেও সবাইকে নষ্টালজিয়ায় পেয়ে বসবে। পুজো উপলক্ষে বিভিন্ন মন্দিরে থাকছে ভক্তিমূলক গান, নৃত্য, রম্য শ্রুতিনাটক, কবিতা আবৃতি, কৌতুক নকশা, নাটকসহ বিভিন্ন পরিবেশনা। এছাড়াও থাকছে  দেবীর ষষ্ঠাদি কল্পারম্ভ, বোধন, আমন্ত্রণ ও অধিবাস। শাস্ত্রীয় মতে  সপ্তমী, মহাষ্টমী, মহানবমী ও বিজয়া দশমী পূজা, বিজয়া দশমী উদযাপনে সিঁদুর খেলা, একে অপরের ভেদাভেদ ভূলে আলিঙ্গানাবদ্ধ হওয়া, মিষ্টি বিতরণ শেষে আনন্দ উল্লাসে মেতে উঠা এখানকার পুজোর এক আকর্ষণীয় দিক।

Tag :
About Author Information

পার্বণ

দুর্গোৎসবে মিশিগানে তারার মেলা

আপডেট টাইম : ১২:১৬:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ২১ অক্টোবর ২০২৩

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে যুক্তরাষ্ট্রের মিশিগানে এখন তারার মেলা। মিশিগানে এবার সাংস্কৃতিক অনুষ্টানকে সুন্দর ও বর্নাঢ্য করতে বিভিন্ন মন্দির ও সংগঠন নামী দামী ও তারকা শিল্পীদের গানের আয়োজন করেছে। প্রবাসের পূজার অন্যতম আকর্ষণ হচ্ছে সাংস্কৃতিক অনুষ্টান। কে কার চেয়ে সুন্দর অনুষ্টান উপহার দেয় তার এক প্রতিযোগিতা হয় এ শারদ উৎসবে।  আজ শুক্রবার থেকে শুরু হচ্ছে দুর্গা পূজা। এ পূজায় তারা সঙ্গীত পরিবেশন করে দর্শক শ্রোতাদের আনন্দ বিলাবেন। ‘বিচিত্রা’য় গাইবেন এ প্রজন্মের জনপ্রিয় শিল্পী কলকাতার অনুপম রায় ও বলিউডের কবিতা কৃষ্ণমূর্তি। শিব মন্দিরে সঙ্গীত পরিবেশন করবেন ভারতের প্লে ব্যাক সিঙ্গার ত্রিজয় দেব। কালীবাড়ীতে গাইবেন চ্যানেল আই সেরা কন্ঠ ২০০৯ এর বিজয়ী শিল্পী কৃষ্ণা তিথি। দুর্গা মন্দিরে গাইবেন কানাডার মন্ট্রিল থেকে

আগত দেবপ্রিয়া কর রুমা। এ ছাড়াও পরিবেশিত হবে ধামাইল গান। গানের সুর আর নৃত্য শ্রোতাদেরে ব্যস্ত নগরী থেকে নিয়ে যাবে আমাদের সেই স্নিগ্ধ মায়াময় গ্রাম বাংলায়, যেখানে তারা কাটিয়েছিলেন তাদের শৈশব. তাদের কৈশোরকাল। কিছুক্ষণের জন্য হলেও সবাইকে নষ্টালজিয়ায় পেয়ে বসবে। পুজো উপলক্ষে বিভিন্ন মন্দিরে থাকছে ভক্তিমূলক গান, নৃত্য, রম্য শ্রুতিনাটক, কবিতা আবৃতি, কৌতুক নকশা, নাটকসহ বিভিন্ন পরিবেশনা। এছাড়াও থাকছে  দেবীর ষষ্ঠাদি কল্পারম্ভ, বোধন, আমন্ত্রণ ও অধিবাস। শাস্ত্রীয় মতে  সপ্তমী, মহাষ্টমী, মহানবমী ও বিজয়া দশমী পূজা, বিজয়া দশমী উদযাপনে সিঁদুর খেলা, একে অপরের ভেদাভেদ ভূলে আলিঙ্গানাবদ্ধ হওয়া, মিষ্টি বিতরণ শেষে আনন্দ উল্লাসে মেতে উঠা এখানকার পুজোর এক আকর্ষণীয় দিক।