১২:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪
পিকনিক

 দুর্গা টেম্পলের বার্ষিক পিকনিক পরিণত হয়েছিল মিলন মেলায়  

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েট দুর্গা টেম্পলের বার্ষিক পিকনিক গত ৩ জুলাই রোববার ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্টিত হয়। ট্রয় সিটির জেসি পার্কে বেলা ১১টা থেকে বিকেল ৭টা পর্যন্ত বিভিন্ন পর্বে বিভক্ত পিকনিকে বিপুল সংখ্যক লোকজন  অংশ গ্রহণ করেন। শুরুতে ছিল শিশুদের খেলাধূলা, জমজমাট আড্ডা, বারবিকিউ, ফুটবল, ক্রিকেট,ভলিবল খেলা। দুপুরে ছিল বিভিন্ন

পদের খাবার। এরপর ছিল প্রদীপ চৌধুরীর পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্টান। প্রথমে মৌমিতা চৌধুরী ও অদিতি দেবকে সার্টিফিকেট প্রদান করা হয় তাদের কাজের স্বীকৃতির জন্য। মৌমিতা চৌধুরীর আলপনা আঁকার কাজের স্বীকৃতি স্বরুপ তাঁকে এ সার্টিফিকেট দেয়া হয়। ন্যাশনাল চ্যাম্পিয়ান অব ২০২২ কংগ্রেশনাল  আর্ট কম্পিটিশানে বিজয়ী হওয়ার জন্য অদিতি দেবকে সার্টিফিকেট প্রদান করা

হয়। উল্লেখ্য এ প্রতিযেগিতায় ৬ লাখ ৫০ হাজার প্রতিযোগী অংশ গ্রহণ করেন। অদিতি হাউস স্পীকার ন্যান্সী প্যালোসির কাছ থেকে অভিনন্দন বার্তা পেয়েছে। এরপর স্থানীয় শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। খেলায় ও বিভিন্ন প্রতিযোগিতায় অংশ গ্রহণকারীদেরকে পুরষ্কার প্রদান করা হয়। সবশেষে ছিল রাফেল ড্র। এতে বিভিন্ন আকর্ষণীয় পুরষ্কার দেয়া হয়। প্রবাসের নগর ব্যস্ততায় পিকনিকের এ দিনটি মূলত সবার সঙ্গে মিলিত হওয়ার এক মাহেন্দ্রক্ষণ। বছরের এই দিনেই অনেকের সঙ্গে দেখা হয়। কথা হয়। দেশ থেকে নতুন

কেউ এলে তাঁর সঙ্গে পরিচিত হওয়া যায়। বনভোজনে ছিল পুরোপুরি দেশীয় আমেজ। প্রবাসে বনভোজনও  এখন বাঙালির এক বড় পার্বণ। পিকনিক পরিণত হয়েছিল মিলন মেলায়। দুর্গা মন্দিরের প্রেসিডেন্ট পংকজ দাশ জানান, এবার পিকনিকে প্রচুর লোকসমাগম হয়েছে। বিশেষ করে দেশ থেকে আসা অনেক লোকজন এতে অংশ গ্রহণ করেন। অংশ গ্রহণকারী সকলকে তিনি ধন্যবাদ জানান।

রাফেল ড্র’র পুরষ্কার স্পন্সর করেছেন, দেশী বাজার, বেঙ্গল ইন্সুরেন্স, ফুমি রেষ্টুরেন্ট, পার্থ দেব, সপ্তসুরের রাগিনী(শর্মিলা ও সঞ্জয় দেব), সুমিত সিনহা, বিশ্বেসর চন্দ।

খেলাধূলাসহ বিভিন্ন বিষয়ে স্পন্সর করেছেন গ্রীন বাংলা, টি ষ্টাইল, রুমকিস কালেকশান, সায়লগ্রাফ, হিমেল দাশ , জয়ন্ত দেব, স্বপ্না

রানী দাশ,  মৃদুল রায়, সমরেশ দাশ, সুজন বিশ্বাস, অশোক দাশ,পিপলু, ধ্রুব ও দীপ্ত। খেলাধূলা পরিচালনা করেন পাপ্পু দাশ, কৃষ্ণেন্দু দাশ, লিটন সুত্রধর। বারবিকিউ কর্ডিনেটর ছিলেন প্রতাপ ধর, অতনু ধর, রাজন চক্রবর্তী, সুজন বিশ্বাস, রবি দে।

লেখক: পার্থ সারথী দেব (ধ্রুব) ‘মিশিগান দর্পণ’ পত্রিকার বিশেষ প্রতিনিধি, প্রথম আলো, উত্তর আমেরিকার মিশিগান প্রতিনিধি।

Tag :
About Author Information

পিকনিক

 দুর্গা টেম্পলের বার্ষিক পিকনিক পরিণত হয়েছিল মিলন মেলায়  

আপডেট টাইম : ০২:০৬:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ জুলাই ২০২২

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েট দুর্গা টেম্পলের বার্ষিক পিকনিক গত ৩ জুলাই রোববার ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্টিত হয়। ট্রয় সিটির জেসি পার্কে বেলা ১১টা থেকে বিকেল ৭টা পর্যন্ত বিভিন্ন পর্বে বিভক্ত পিকনিকে বিপুল সংখ্যক লোকজন  অংশ গ্রহণ করেন। শুরুতে ছিল শিশুদের খেলাধূলা, জমজমাট আড্ডা, বারবিকিউ, ফুটবল, ক্রিকেট,ভলিবল খেলা। দুপুরে ছিল বিভিন্ন

পদের খাবার। এরপর ছিল প্রদীপ চৌধুরীর পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্টান। প্রথমে মৌমিতা চৌধুরী ও অদিতি দেবকে সার্টিফিকেট প্রদান করা হয় তাদের কাজের স্বীকৃতির জন্য। মৌমিতা চৌধুরীর আলপনা আঁকার কাজের স্বীকৃতি স্বরুপ তাঁকে এ সার্টিফিকেট দেয়া হয়। ন্যাশনাল চ্যাম্পিয়ান অব ২০২২ কংগ্রেশনাল  আর্ট কম্পিটিশানে বিজয়ী হওয়ার জন্য অদিতি দেবকে সার্টিফিকেট প্রদান করা

হয়। উল্লেখ্য এ প্রতিযেগিতায় ৬ লাখ ৫০ হাজার প্রতিযোগী অংশ গ্রহণ করেন। অদিতি হাউস স্পীকার ন্যান্সী প্যালোসির কাছ থেকে অভিনন্দন বার্তা পেয়েছে। এরপর স্থানীয় শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। খেলায় ও বিভিন্ন প্রতিযোগিতায় অংশ গ্রহণকারীদেরকে পুরষ্কার প্রদান করা হয়। সবশেষে ছিল রাফেল ড্র। এতে বিভিন্ন আকর্ষণীয় পুরষ্কার দেয়া হয়। প্রবাসের নগর ব্যস্ততায় পিকনিকের এ দিনটি মূলত সবার সঙ্গে মিলিত হওয়ার এক মাহেন্দ্রক্ষণ। বছরের এই দিনেই অনেকের সঙ্গে দেখা হয়। কথা হয়। দেশ থেকে নতুন

কেউ এলে তাঁর সঙ্গে পরিচিত হওয়া যায়। বনভোজনে ছিল পুরোপুরি দেশীয় আমেজ। প্রবাসে বনভোজনও  এখন বাঙালির এক বড় পার্বণ। পিকনিক পরিণত হয়েছিল মিলন মেলায়। দুর্গা মন্দিরের প্রেসিডেন্ট পংকজ দাশ জানান, এবার পিকনিকে প্রচুর লোকসমাগম হয়েছে। বিশেষ করে দেশ থেকে আসা অনেক লোকজন এতে অংশ গ্রহণ করেন। অংশ গ্রহণকারী সকলকে তিনি ধন্যবাদ জানান।

রাফেল ড্র’র পুরষ্কার স্পন্সর করেছেন, দেশী বাজার, বেঙ্গল ইন্সুরেন্স, ফুমি রেষ্টুরেন্ট, পার্থ দেব, সপ্তসুরের রাগিনী(শর্মিলা ও সঞ্জয় দেব), সুমিত সিনহা, বিশ্বেসর চন্দ।

খেলাধূলাসহ বিভিন্ন বিষয়ে স্পন্সর করেছেন গ্রীন বাংলা, টি ষ্টাইল, রুমকিস কালেকশান, সায়লগ্রাফ, হিমেল দাশ , জয়ন্ত দেব, স্বপ্না

রানী দাশ,  মৃদুল রায়, সমরেশ দাশ, সুজন বিশ্বাস, অশোক দাশ,পিপলু, ধ্রুব ও দীপ্ত। খেলাধূলা পরিচালনা করেন পাপ্পু দাশ, কৃষ্ণেন্দু দাশ, লিটন সুত্রধর। বারবিকিউ কর্ডিনেটর ছিলেন প্রতাপ ধর, অতনু ধর, রাজন চক্রবর্তী, সুজন বিশ্বাস, রবি দে।

লেখক: পার্থ সারথী দেব (ধ্রুব) ‘মিশিগান দর্পণ’ পত্রিকার বিশেষ প্রতিনিধি, প্রথম আলো, উত্তর আমেরিকার মিশিগান প্রতিনিধি।