গত শুক্রবার জার্মান টেনিস তারকা বরিস বেকারকে করফাঁকিসহ বিভিন্ন অভিযোগে আড়াই বছরের জন্য কারাদণ্ডাদেশ দিয়েছেন লন্ডনের একটি আদালত। টেনিস তারকার বিরুদ্ধে আনা অভিযোগ হলো সাড়ে তিন লাখ পাউন্ড সাবেক স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্টে রাখা, উইম্বলডন ট্রফি, জার্মানিতে বহু স্থাবর সম্পত্তি এবং লন্ডনের একটি ফ্ল্যাটের তথ্য গোপন রেখে নিজেকে দেউলিয়া ঘোষণা করেন।
