
টিপ পরায় এক নারীকে হেনস্তা করার ঘটনায় অভিযুক্ত পুলিশ সদস্য নাজমুল তারেককে সাময়িকভাবে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।ওই দিনের ঘটনার বিবরণ দিয়ে কলেজশিক্ষক লতা সমাদ্দার বলেছিলেন, ‘আমি হেঁটে কলেজের দিকে যাচ্ছিলাম। হুট করে পাশ থেকে মধ্যবয়সী, লম্বা দাড়িওয়ালা একজন “টিপ পরছোস কেন” বলেই বাজে গালি দিলেন। তাকিয়ে দেখলাম, তাঁর গায়ে পুলিশের পোশাক। একটি মোটরবাইকের ওপর বসে আছেন। প্রথম থেকে শুরু করে তিনি যে গালি দিয়েছেন, তা মুখে আনা, এমনকি স্বামীর সঙ্গে বলতে গেলেও লজ্জা লাগবে। ঘুরে ওই ব্যক্তির মোটরবাইকের সামনে গিয়ে দাঁড়াই। তখনো তিনি গালি দিচ্ছেন। লোলুপ দৃষ্টিতে তাকিয়ে ছিলেন। একসময় আমার পায়ের পাতার ওপর দিয়েই বাইক চালিয়ে চলে যান।’কপালে টিপ পরায় হেনস্তার অভিযোগে পুলিশ সদস্য নাজমুল তারেককে সাময়িক বহিষ্কার করায় কিছুটা স্বস্তি প্রকাশ করেছেন ভুক্তভোগী লতা সমাদ্দার। তিনি গণমাধ্যম, পুলিশ প্রশাসন এবং প্রতিবাদে একাত্মতা প্রকাশ করা সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। এদিকে এ ঘটনার নিন্দা জানিয়ে সাংসদ সুবর্না মুস্তফা সংসদে বক্তব্য রাখেন।
