কোটা ইস্যুতে আজ সুপ্রিম কোর্টে শুনানি অনুষ্ঠিত হবে। বাংলাদেশের সরকারি চাকরিতে কোটার বিষয়টি নিয়ে দেশজুড়ে ভয়াবহ সহিংসতায় শতাধিক মানুষের মৃত্যর পর পরিস্থিতি স্বাভাবিক হওয়ার জন্য কার্যত সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের দিকেই তাকিয়ে আছে সবাই। অনেকেই আশা করছেন এর মাধ্যমেই সহিংসতা ক্রমশ ম্রিয়মাণ হয়ে আসবে।খবর বিবিসি’র। আজ সকাল ১০টায় সুপ্রিম কোর্টে কোটা পুনর্বহাল করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা লিভ টু আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। সরকারের পক্ষ থেকে শিক্ষার্থীদের দাবি অনুযায়ী কোটা সংস্কারের পক্ষেই তাদের বক্তব্য তুলে ধরবেন বলে জানা গেছে। অ্যাটর্নি জেনারেল এ এম এম আমিন উদ্দিন বিবিসি বাংলাকে জানিয়েছেন, তারা হাইকোর্টের রায় বাতিলের জন্য আবেদন করবেন। প্রসঙ্গত, গত পাঁচই জুন হাইকোর্ট কোটার বিষয়ে সরকারের ২০১৮সালের জারি করা পরিপত্র বাতিল করে দিয়েছিলো। সে বছর তীব্র আন্দোলনের মুখে সরকার চাকরিতে কোট বাতিল করে ওই পরিপত্র জারি করেছিলো। পরে এর বিরুদ্ধে মুক্তিযোদ্ধার সন্তানদের পক্ষ থেকে রিট করা হলে হাইকোর্ট ওই পরিপত্র বাতিল করলে আবারো ছাত্র আন্দোলনের সূচনা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে। পরে সেটি সারা দেশে ছড়িয়ে যায়। এ আন্দোলনকে কেন্দ্র করে গত মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত সহিংসতায় শতাধিক মানুষের মৃত্যু হয়েছে সারাদেশে। এর মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যও আছেন। সহিংসতার সময়ে ঢাকা ও ঢাকার বাইরে বহু ভবন ও রাষ্ট্রীয় স্থাপনায় আগুন দেয়ার ঘটনা ঘটেছে। ঢাকায় বিটিভি ভবন, সেতু ভবন, মেট্রোরেল স্টেশন, এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল প্লাজায় আক্রমণ করা হয়েছে।
ছবি : সংগৃহিত