অক্ষয় কুমারের ছবি পৃথ্বীরাজ নিয়ে মামলা দায়ের হয়েছিল। করণি সেনার চাপে ফের নাম বদল হল পৃথ্বীরাজ ছবির। পৃথ্বীরাজ’ ছবির নাম বদল করে দিয়েছে প্রযোজনা সংস্থা যশরাজ ফিল্মস। নতুন নাম সম্রাট পৃথ্বীরাজ’। এর আগে ‘পদ্মাবতী’ ছবির নাম বদলে হয়েছিল ‘পদ্মাবৎ’। করণি সেনার অভিযোগ যথেষ্ট সম্মান প্রদর্শন করা হয়নি মহান শাসককে।
