আজ থেকে কলকাতায় শুরু হল বাংলাদেশ বইমেলা। কলকাতার বাংলাদেশ উপ দূতাবাসের এ উদ্যোগ ওপার বাংলার পাঠকদের জন্য গত একদশক ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। রপ্তানি উন্নয়ন ব্যুরো, বাংলাদেশ এবং বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি, ঢাকার সম্মিলিত সহযোগিতায় এবার ১১ তম বাংলাদেশ বইমেলা কলকাতা ২০২৩ হচ্ছে কলেজ স্কোয়ারে। চলবে ১৩ ডিসেম্বর পর্যন্ত। বইমেলা উদ্বোধন করেন, প্রধান অতিথি পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু।উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে

উপস্থিত ছিলেন পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের সাধারণ সম্পাদক সুধাংশু শেখর দে, গিল্ডের সভাপতি ত্রিদিব চট্টোপাধ্যায় সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপ রাষ্ট্রদূত আন্দালিব ইলিয়াস।
বাংলাদেশের ৬৫টি প্রকাশনা সংস্থার ১০০ টি করে বই, অর্থাৎ ৬৫০০ বই পাওয়া যাবে এ গ্রন্থ মেলায়। রয়েছে হৃদয়ে বঙ্গবন্ধু নামে বিশেষ একটি স্টল। সেখানে বঙ্গবন্ধুর ওপর লেখা বই এবং তাঁর বিশেষ কিছু ছবি রয়েছে।
পার্থ সারথী দেব 









