
শ্রীলঙ্কার ক্রিকেটের দুই তারকা কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়াবর্ধনে। দেশের বর্তমান অবস্থায় সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করে সরকারকে বর্তমান অবস্থার দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা। জয়াবর্ধনে লিখেছেন, ‘শ্রীলঙ্কায় জরুরি অবস্থা ও কারফিউ দেখে খারাপ লাগছে। সরকার জনগণের প্রয়োজনীয়তাকে উপেক্ষা করতে পারে না, তাদের প্রতিবাদ করার সব রকম অধিকার আছে। যারা প্রতিবাদ করছে, তাদের আটক করা মোটেও উচিত নয়।’
