০৮:২৪ অপরাহ্ন, সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫
দুর্নীতি : স্বজন পোষণ

রেলমন্ত্রীর ৩ আত্মীয়  বিনা টিকিটে ট্রেনে যাত্রা, জরিমানার পর টিটিই বরখাস্ত

পাবনা থেকে ঢাকাগামী ট্রেনে টিকিট ছাড়াই এসি কামরায় বসেছিলেন তিন যাত্রী।  টিটিই এলে রেলমন্ত্রী নূরুল ইসলামের আত্মীয় পরিচয় দেন তাঁরা। তখন টিটিই বিনা টিকিটে ভ্রমণের জন্য তাঁদের কাছ থেকে জরিমানাসহ ভাড়া আদায় করেন। গত ৫মে রাতের এ ঘটনার পর ওই টিটিইকে মুঠোফোনে বরখাস্ত করার কথা জানিয়ে দেওয়া হয়। আজ তিনি আর কাজে যোগ দিতে পারেননি। বরখাস্ত হওয়া টিটিই হলেন মো. শফিকুল ইসলাম।বিনা টিকিটে ভ্রমণকারী রেলমন্ত্রীর ‘আত্মীয়দের’ জরিমানার পর টিটিইকে বরখাস্ত করা ক্ষমতার অপব্যবহারের নির্লজ্জ উদাহরণ বলেছেন টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

শেলবি টাউনশিপের জোড়া খুনের ঘটনায় সন্দেহভাজনকে গ্রেফতার

দুর্নীতি : স্বজন পোষণ

রেলমন্ত্রীর ৩ আত্মীয়  বিনা টিকিটে ট্রেনে যাত্রা, জরিমানার পর টিটিই বরখাস্ত

আপডেট টাইম : ১০:০১:১৩ অপরাহ্ন, শনিবার, ৭ মে ২০২২

পাবনা থেকে ঢাকাগামী ট্রেনে টিকিট ছাড়াই এসি কামরায় বসেছিলেন তিন যাত্রী।  টিটিই এলে রেলমন্ত্রী নূরুল ইসলামের আত্মীয় পরিচয় দেন তাঁরা। তখন টিটিই বিনা টিকিটে ভ্রমণের জন্য তাঁদের কাছ থেকে জরিমানাসহ ভাড়া আদায় করেন। গত ৫মে রাতের এ ঘটনার পর ওই টিটিইকে মুঠোফোনে বরখাস্ত করার কথা জানিয়ে দেওয়া হয়। আজ তিনি আর কাজে যোগ দিতে পারেননি। বরখাস্ত হওয়া টিটিই হলেন মো. শফিকুল ইসলাম।বিনা টিকিটে ভ্রমণকারী রেলমন্ত্রীর ‘আত্মীয়দের’ জরিমানার পর টিটিইকে বরখাস্ত করা ক্ষমতার অপব্যবহারের নির্লজ্জ উদাহরণ বলেছেন টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান।