গত ২৫ জুলাই মঙ্গলবার ভোর ১টা ১৪মিনিটে রবীন্দ্র কুমার দেব কানাডার টরেন্টোর স্কারবরোর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। তিনি স্ত্রী, দুই আত্মজ, দুই কন্যা, নাতি নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বিগত কিছুদিন যাবৎ তিনি বার্ধক্যজনিত সমস্যায় ভোগছিলেন। তিনি একজন ভাল বক্তা ছিলেন, তার বক্তব্যের বিষয় থাকতো মানবতা। তিনি সবসময়ই জাতিভেদ প্রথা, বর্ণভেদ, শ্রেণী বৈষম্যের বিরুদ্ধে কাজ করে গেছেন। তিনি একজন স্বজন,
বন্ধুবৎসল ও প্রগতিশীল ব্যক্তি হিসাবে সুপরিচিত ছিলেন। তার প্রয়াণে টরেন্টোর স্কারবরো, মিশিগানের বাঙ্গালি কমুউনিটিতে এবং শ্রীমঙ্গলে শোকের ছায়া নেমে এসেছে। তিনি বেশ কয়েক বছর মিশিগানে ছিলেন। কমুউনিটির বিভিন্ন কর্মকান্ডে সুপরামর্শ, উপদেশ, ইতিবাচক ধারণার দিক নির্দেশনা দিয়ে তিনি অবদান রেখে গেছেন। তার মৃত্যুতে আমাদের অপূরণীয় ক্ষতি হয়ে গেল। তিনি দুর্গা টেম্পল, ডেট্রয়েট এর মিডিয়া ডাইরেক্টর ও বাংলা প্রেসক্লাব মিশিগান ইউএস এর সহ সভাপতি এবং প্রথম আলো উত্তর আমেরিকার মিশিগান প্রতিনিধি পার্থ সারথী দেব ও দুর্গা টেম্পলের ভক্ত রাজীব লোচন দেব এর বাবা। তার অন্তোষ্টিক্রিয়া আগামী ২৭ জুলাই বৃহষ্পতিবার কানাডার টরেন্টোতে অনুষ্টিত হবে।
তার মৃত্যুতে শোক প্রকাশ ও গভীর সমবেদনা জানিয়েছেন, প্রথম আলো উত্তর আমেরিকার সম্পাদক ইব্রাহীম চৌধুরী খোকন, সাপ্তাহিক বাংলা পত্রিকা ও টাইম টিভি’র সিইও আবু তাহের, বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক ফরহাদ মান্নান টিটু, সাংবাদিক শফিকুর রহমান, লেখক, গীতিকার ইশতিয়াক রুপু, লেখিকা সোনিয়া কাদির, সাংবাদিক বিধুভূষণ পাল স্বপন, সাংবাদিক কামরুল আম্বিয়া, নিউইয়র্কস্থ শ্রীমঙ্গল এসোসিয়েশান অব আমেরিকার সভাপতি মামুনুর রশিদ শিপু, সহ সভাপতি মোস্তাক এলাহী চেমন, সাধারণ সম্পাদক সুফিয়ান চৌধুরী, গীতিকার আশীষ দেব রায়, পার্থ সারথী দেব এর পিতার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে বাংলা প্রেসক্লাব মিশিগান ইউএসএ। এক শোকবার্তায় প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন, পার্থ সারথী দেব এর এই কঠিন দুঃসময়ে প্রেসক্লাব ও প্রতিষ্টানের
সকল সদস্য তার পাশে রয়েছেন। শোক জানিয়েছেন, প্রেসক্লাব সভাপতি হেলাল উদ্দিন রানা, সাধারণ সম্পাদক ইকবাল ফেরদৌস, সাংবাদিক জুয়েল খান, সাংবাদিক শফিক রহমান,ফয়সল আহমেদ মুন্না, মাহমুদুল হক লিটু, হারাণ কান্তি সেন,আহমদ সামসুদ্দিন কুটি, সঞ্জয় দেব, শ্রীমঙ্গল প্রেসক্লাব সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী, সাংবাদিক কাওসার ইকবাল, সাংবাদিক নাসরুল আনোয়ার, সাংবাদিক
বিশ্বজিত ভট্টাটার্য বাপন, সাংবাদিক আশিক রহমান, মিশিগান প্রতিদিন সম্পাদক ফারজানা চৌধুরী পাপড়ি, লেখক ও দার্শনিক মোহাম্মদ মালিক(জুয়েল), লেখক সুব্রত কুমার দাশ, সাংবাদিক কামনাশীষ শেখর, জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ শ্রীমঙ্গল এর দেবাশীষ চৌধুরী রাজা, প্রথম আলো উত্তর আমেরিকার সম্পাদক ইব্রাহীম চৌধুরীসহ প্রথম আলো পরিবারের পক্ষ থেকে এক শোক বার্তায় পার্থ দেবের পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানানো হয়েছে, তার প্রয়াত পিতা রবীন্দ্র কুমার দেবের স্মৃতির প্রতি শ্রদ্ধা
জানিয়েছেন। শোক জানিয়েছেন সিম্ফনি ক্লাবের সভাপতি বিজিত ধর মনি, দুর্গা টেম্পলের সভাপতি পঙ্কজ দাশ, সাধারণ সম্পাদক উজ্জল সুত্রধর, সহ সভাপতি নিপেশ সুত্রধর। মিশিগানস্থ ‘বাংলা সংবাদ’ পরিবার তার আত্মার সদগতি কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। এছাড়াও বিভিন্ন সংগঠন এর নেতৃবৃন্দ ও বিশিষ্টজনেরা শোক ও সমবেদনা জানিয়েছেন।