যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের হ্যামট্রাম্যাক সিটির নির্বাচনে দুইজন বাংলাদেশী বংশোদ্ভূত কাউন্সিলম্যান পদে জয়লাভ করেছেন। ‘সিটি ক্লার্ক’ ও ‘সিটি জেনারেল এন্ড স্পেশাল ইলেকশানস ওয়েন কাউন্টি ইলেকশান’ সামারি রিপোর্ট থেকে জানা গেছে, গত ৭ নভেম্বর অনুষ্টিত হ্যামট্রাম্যাক সিটির নির্বাচনে কাউন্সিলম্যান পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন এরমধ্যে ৩ জন প্রাথী বিজয়ী হন। বিজয়ীরা হচ্ছেন মোহাম্মদ হাসান (বাংলাদেশী বংশোদ্ভূত) তিনি সর্বাধিক ভোট পেয়ে নির্বাচিত হন। তিনি ভোট পেয়েছেন ১ হাজার ৬১৮টি, মোট ভোটের ২১.৯% । দ্বিতীয় স্থানে রয়েছেন মোহাম্মদ আলসমিরি (আরবীয় বংশোদ্ভূত) তিনি ভোট পেয়েছেন ১ হাজার ৩০৯টি, মোট ভোটের ১৭.৭% । তৃতীয় স্থানে রয়েছেন মুহতাসিন রহমান সাদমান (বাংলাদেশী বংশোদ্ভূত) তিনি ভোট পেয়েছেন ১ হাজার ২৩৮টি, মোট ভোটের ১৬.৮% । জানা গেছে ৭ হাজার ৩৮৫ জন ভোটার ভোট দিয়েছেন। আবহাওয়া কিছুটা প্রতিকূল থাকলেও সকাল থেকেই ভোটাররা ভোট দিতে ভোট কেন্দ্রে ভীড় জমান। সারা দিনব্যাপী ভোট প্রদান করেন। প্রার্থিরা ভোটারদের সাথে মত ও কুশল বিনিময় করেন।
অন্যদিকে এ ভোটে একটি প্রস্তাব ছিল কাউন্সিলম্যানদের বেতন ২০০% ও মেয়রের বেতন ১০০% বৃদ্ধি করার, ভোটাররা তা প্রত্যাখান করেছেন বলে জানা গেছে।
এদিকে ওয়ারেন সিটির ভোটাররা সিটির ইতিহাসে একটি নতুন পালক সংযোজন করে ইতিহাস তৈরী করেছেন। এই প্রথম নারী মেয়র পেল ওয়ারেনবাসী। স্টেট রিপ্রেজেনটেটিভ লরি স্টোন ১১ হাজার ৮৭৬ ভোট পেয়ে ওয়ারেন সিটির নতুন মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী ছিলেন জর্জ ডিমাস, তিনি ভোট পেয়েছেন ১০ হাজার ৪৮৮টি।