মিশিগানের ওয়ারেন সিটির কালীবাড়ীতে গত ২৭ জুলাই রোববার বেঙ্গলী সামার ফ্যাষ্টিভ্যাল অনুষ্ঠিত হয়। জানা গেছে, বেলা ৩টা থেকে এ মেলা শুরু হয় এবং চলে রাত ৯টা পর্যন্ত। এতে বিপুল সংখ্যক মানুষ অংশ গ্রহণ করেন। মেলায় ছিল রকমারি স্টল। জামা, কাপড়, ঘর সাজানোর জিনিষসহ বিভিন্ন স্বাদের রকমারী খাবার। ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে অংশ গ্রহণ করে শিশু, কিশোর. তরুণ তরুণীরা। স্থানীয় শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। জানা গেছে, গত কয়েক বছর যাবত সংগঠনটি এ মেলার আয়োজন করে যাচ্ছেন। দিন দিন এর পরিসর বাড়ছে।
এদিকে সাউথ এশিয়ানস অব মিশিগান এলায়েন্স এর উদ্যোগে গত ২৭ জুলাই রোববার ফার্মিংটন হিলস শহরের হলিডে ইন হোটেলে ‘ফুড ফ্যাষ্টিভ্যাল এন্ড বিজনেস এক্সপো’ অনুষ্ঠিত হয়। বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত এ মেলার কার্যক্রম চলে। এতে ছিল ভারতীয়, পাকিস্তানী, মধ্যপ্রাচ্য ও বাঙ্গালিদের প্রিয় বিভিন্ন স্বাদের খাবার, জামা, কাপড়, শালোয়ার, কামিজ, শাল, অলংকার, ঘর সাজানোর জিনিষসহ বিভিন্ন ধরনের স্টল। মেলায় বিপুল সংখ্যক মানুষ অংশ গ্রহণ করেন।