০৪:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫
খেলা

মিশিগানে সাকিব আল হাসান ভক্তদের সাথে মনোরম এক সন্ধ্যা

আমেরিকার মিশিগানে এক সংক্ষিপ্ত সফরে এসেছিলেন বাংলাদেশের অল রাউন্ডার সাকিব আল হাসান। তার আগমনে মিশিগান প্রবাসী সাকিব ভক্তরা তাকে এক নজর দেখার জন্য উদগ্রীব হয়ে ওঠেন। সাকিবের আগমনে ভক্তরা এক মনোরম সন্ধ্যা কাটান তার সাথে। জানা গেছে, মিশিগান টাইগার্স এর আমন্ত্রণে গত ৭ জুলাই সোমবার স্থানীয় একটি ব্যাঙ্কুইট হলে ‘মিট এন্ড গ্রীট’ অনুষ্ঠানে তিনি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মিশিগান টাইগার্সের আফসার হোসেন, কোচ সাঈদ আহমেদ, মিশিগান ক্রিকেট এসোসিয়েশানের এর সভাপতি তায়িফ আহমেদ, গ্লোবাল স্পোর্টস এর প্রেসিডেন্ট শহীদ আহমেদসহ আরো অনেকে। সাকিব আল হাসান তার বক্তব্যে বলেন, “আমি মিশিগান এসে খুবই আনন্দিত, আমি  খুব শীঘ্রই আপনাদের মাঠে খেলবো যদি এবার সম্ভব না হয় তবে আগামী বছর মিশিগানের মাঠে অবশ্যই  খেলবো। উপস্থিত  ভক্তদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সাকিব। সাকিব ভক্তরা সাকিবের সাথে ফটো তুলেন, কথা বলেন, ব্যাটে, বলে, শার্টে সাকিবের অটোগ্রাফ নেন। অনুষ্ঠানে উপস্থিত সাকিব ভক্তরা জানান, এ এক বিরল প্রাপ্তি, সাকিবের মতো একজন বিশ্ব বরেণ্য অল রাউন্ডারের সাথে দেখা ও কথা বলার সুযোগ করে দেয়ার জন্য মিশিগান টাইগার্সকে অনেক অনেক ধন্যবাদ জানান। সবশেষে উপস্থিত সবাইকে নৈশভোজে আপ্যায়িত করা হয়।

Tag :
About Author Information

মিশিগানে পিকনিকের ধূম, প্রতি শনি ও রোববার চার পাঁচটি পিকনিক

খেলা

মিশিগানে সাকিব আল হাসান ভক্তদের সাথে মনোরম এক সন্ধ্যা

আপডেট টাইম : ০৯:৪৩:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

আমেরিকার মিশিগানে এক সংক্ষিপ্ত সফরে এসেছিলেন বাংলাদেশের অল রাউন্ডার সাকিব আল হাসান। তার আগমনে মিশিগান প্রবাসী সাকিব ভক্তরা তাকে এক নজর দেখার জন্য উদগ্রীব হয়ে ওঠেন। সাকিবের আগমনে ভক্তরা এক মনোরম সন্ধ্যা কাটান তার সাথে। জানা গেছে, মিশিগান টাইগার্স এর আমন্ত্রণে গত ৭ জুলাই সোমবার স্থানীয় একটি ব্যাঙ্কুইট হলে ‘মিট এন্ড গ্রীট’ অনুষ্ঠানে তিনি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মিশিগান টাইগার্সের আফসার হোসেন, কোচ সাঈদ আহমেদ, মিশিগান ক্রিকেট এসোসিয়েশানের এর সভাপতি তায়িফ আহমেদ, গ্লোবাল স্পোর্টস এর প্রেসিডেন্ট শহীদ আহমেদসহ আরো অনেকে। সাকিব আল হাসান তার বক্তব্যে বলেন, “আমি মিশিগান এসে খুবই আনন্দিত, আমি  খুব শীঘ্রই আপনাদের মাঠে খেলবো যদি এবার সম্ভব না হয় তবে আগামী বছর মিশিগানের মাঠে অবশ্যই  খেলবো। উপস্থিত  ভক্তদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সাকিব। সাকিব ভক্তরা সাকিবের সাথে ফটো তুলেন, কথা বলেন, ব্যাটে, বলে, শার্টে সাকিবের অটোগ্রাফ নেন। অনুষ্ঠানে উপস্থিত সাকিব ভক্তরা জানান, এ এক বিরল প্রাপ্তি, সাকিবের মতো একজন বিশ্ব বরেণ্য অল রাউন্ডারের সাথে দেখা ও কথা বলার সুযোগ করে দেয়ার জন্য মিশিগান টাইগার্সকে অনেক অনেক ধন্যবাদ জানান। সবশেষে উপস্থিত সবাইকে নৈশভোজে আপ্যায়িত করা হয়।