০২:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪
উৎসব

মিশিগানে মা দিবস উদযাপিত

যুক্তরাষ্ট্রের  মিশিগান অঙ্গরাজ্যের বিভিন্ন স্থানে গত ১২ মে রোববার মা দিবস উদযাপন করা হয়েছে। মা দিবস উপলক্ষ্যে ছেলেমেয়েরা দূর দূরান্ত থেকে এসে মায়েদের সাথে দেখা করেছে, উপহার দিয়েছে, কেক কেটেছেন, মাকে নিয়ে বেড়ানো, খাওয়া দাওয়াসহ সুন্দর সময় কাটিয়েছে। মায়েরাও ছেলেমেয়েদেরে দোয়া, আশীর্বাদ করেছেন।

বাংলা প্রেস ক্লাব অব মিশিগান ইউএসএ’এর উদ্যোগে গত রোববার ওয়ারেন সিটির হলমিচ পার্কে সংগঠনের সদস্যদের এক মিলন মেলার আয়োজন করা হয়েছিল, এতে সারা দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি ছিল । অনুষ্ঠানের শেষ পর্বে মায়েদের উদ্দেশ্যে কেক কাটা হয়। মা’কে নিয়ে সঙ্গীত পরিবেশন করেন শর্মিলা দেব। মা দিবস উপলক্ষ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন কবি ও লেখক ইশতিয়াক আহমেদ রুপু, সংগঠনের সভাপতি হেলাল উদ্দিন রানা, সম্পাদক ইকবাল ফেরদৌস প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের  সহসভাপতি  সাংবাদিক পার্থ সারথী দেব, শফিক রহমান, জুয়েল খান, ফয়ছল আহমদ মুন্না, মাহমুদুল হক, ফারজানা চৌধুরী, হারান সেন, সঞ্জয় দেব, শর্মিলা দেব এবং কুলাউড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান তানিয়া আক্তার লিমা প্রমুখ।

দুর্গা মন্দির : ডেট্রয়েট শহরের দুর্গা মন্দিরে গত ১২ মে রোববার দুপুরে মা দিবস উপলক্ষ্যে হেনা দাশ ও চিত্ত দাশ  বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেন। এতে মায়েদের মঙ্গলের উদ্দেশ্যে গীতাপাঠ, কীর্তন ও মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়। সকল মায়েরা একত্রিত হয়ে একটি কেক কাটেন। ছেলেমেয়েরা মায়েদের নিয়ে ছবি তোলেন, সুন্দর সময় কাটান। মা দিবস উপলক্ষ্যে হেনা দাশ বলেন, মায়েরা হচ্ছেন সর্বাং সহা, মাকে সবকিছু সহ্য করতে হয়, মেনে নিতে হয়, সন্তানরা না জেনে, না বুঝে মাকে অনেক সময় কষ্ট দেয় কিন্তু সন্তান যখন মা বলে কাছে আসে মা তখন সবকিছু ভুলে সন্তানকে বুকে জড়িয়ে ধরেন। এছাড়াও বক্তব্য রাখেন অমল কৃষ্ণ দেব, মন্দিরের প্রধান পুরোহিত পারিন্দ্র চক্রবর্তী প্রমুখ। মন্দিরের সভাপতি পংকজ দাশ জানান,

 

মা দিবসে শিব মন্দিরে মায়েদের কেক কাটা : ছবি : সংগৃহিত

প্রতিবারের মতো এবারো দুর্গা টেম্পলে মা দিবস উযাপন করা হচ্ছে, মা দিবসকে কেন্দ্র করে মা ও সন্তানরা একত্রিত হয়ে একটা সুন্দর সময় কাটান মন্দিরে। সহ সভাপতি নিপেশ সুত্রধর জানান, দুর্গা মন্দির হচ্ছে এখানের বাংলাদেশী বংশোদ্ভূতদের দ্বারা পরিচালিত সবচেয়ে পুরাতন একমাত্র সর্বজনীন মন্দির, এ মন্দিরের একটা ঐতিহ্য আছে, সুনাম আছে, আমরা এর ধারাবাহিকতা বজায় রেখে নতুন নতুন অনুষ্ঠান উপহার দিয়ে যাচ্ছি। মন্দিরের   মিডিয়া ও পাবলিকেশান ডাইরেকটার, বিশিষ্ট সাংবাদিক, গবেষক পার্থ সারথী দেব জানান, মন্দিরটি প্রতিষ্ঠার পর থেকেই ধর্মীয় অনুষ্ঠানের পাশাপাশি প্রতিটি বাঙালি পার্বণ ও উৎসব পালন করে বাঙালির কৃষ্টি ও ঐতিহ্য তুলে ধরে নতুন প্রজন্মকে বাঙলা ও বাঙালি সংস্কৃতির বিভিন্ন দিক, বিষয় জানানোর চেষ্টা করে যাচ্ছে দুর্গা মন্দির।

শিব মন্দির : ওয়ারেন সিটির শিব মন্দিরে গত ১২ মে রোববার বিকেলে মা দিবস উপলক্ষ্যে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ছিল গীতাপাঠ, কীর্তন ও প্রসাদ বিতরণ। মায়েদের উদ্দেশ্যে কেক কাটা হয়। সব মায়েরা মিলে ছবি তোলেন, সন্তানদের সাথে সুন্দর সময় কাটান।

Tag :
About Author Information

উৎসব

মিশিগানে মা দিবস উদযাপিত

আপডেট টাইম : ০৮:৩১:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ মে ২০২৪

যুক্তরাষ্ট্রের  মিশিগান অঙ্গরাজ্যের বিভিন্ন স্থানে গত ১২ মে রোববার মা দিবস উদযাপন করা হয়েছে। মা দিবস উপলক্ষ্যে ছেলেমেয়েরা দূর দূরান্ত থেকে এসে মায়েদের সাথে দেখা করেছে, উপহার দিয়েছে, কেক কেটেছেন, মাকে নিয়ে বেড়ানো, খাওয়া দাওয়াসহ সুন্দর সময় কাটিয়েছে। মায়েরাও ছেলেমেয়েদেরে দোয়া, আশীর্বাদ করেছেন।

বাংলা প্রেস ক্লাব অব মিশিগান ইউএসএ’এর উদ্যোগে গত রোববার ওয়ারেন সিটির হলমিচ পার্কে সংগঠনের সদস্যদের এক মিলন মেলার আয়োজন করা হয়েছিল, এতে সারা দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি ছিল । অনুষ্ঠানের শেষ পর্বে মায়েদের উদ্দেশ্যে কেক কাটা হয়। মা’কে নিয়ে সঙ্গীত পরিবেশন করেন শর্মিলা দেব। মা দিবস উপলক্ষ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন কবি ও লেখক ইশতিয়াক আহমেদ রুপু, সংগঠনের সভাপতি হেলাল উদ্দিন রানা, সম্পাদক ইকবাল ফেরদৌস প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের  সহসভাপতি  সাংবাদিক পার্থ সারথী দেব, শফিক রহমান, জুয়েল খান, ফয়ছল আহমদ মুন্না, মাহমুদুল হক, ফারজানা চৌধুরী, হারান সেন, সঞ্জয় দেব, শর্মিলা দেব এবং কুলাউড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান তানিয়া আক্তার লিমা প্রমুখ।

দুর্গা মন্দির : ডেট্রয়েট শহরের দুর্গা মন্দিরে গত ১২ মে রোববার দুপুরে মা দিবস উপলক্ষ্যে হেনা দাশ ও চিত্ত দাশ  বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেন। এতে মায়েদের মঙ্গলের উদ্দেশ্যে গীতাপাঠ, কীর্তন ও মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়। সকল মায়েরা একত্রিত হয়ে একটি কেক কাটেন। ছেলেমেয়েরা মায়েদের নিয়ে ছবি তোলেন, সুন্দর সময় কাটান। মা দিবস উপলক্ষ্যে হেনা দাশ বলেন, মায়েরা হচ্ছেন সর্বাং সহা, মাকে সবকিছু সহ্য করতে হয়, মেনে নিতে হয়, সন্তানরা না জেনে, না বুঝে মাকে অনেক সময় কষ্ট দেয় কিন্তু সন্তান যখন মা বলে কাছে আসে মা তখন সবকিছু ভুলে সন্তানকে বুকে জড়িয়ে ধরেন। এছাড়াও বক্তব্য রাখেন অমল কৃষ্ণ দেব, মন্দিরের প্রধান পুরোহিত পারিন্দ্র চক্রবর্তী প্রমুখ। মন্দিরের সভাপতি পংকজ দাশ জানান,

 

মা দিবসে শিব মন্দিরে মায়েদের কেক কাটা : ছবি : সংগৃহিত

প্রতিবারের মতো এবারো দুর্গা টেম্পলে মা দিবস উযাপন করা হচ্ছে, মা দিবসকে কেন্দ্র করে মা ও সন্তানরা একত্রিত হয়ে একটা সুন্দর সময় কাটান মন্দিরে। সহ সভাপতি নিপেশ সুত্রধর জানান, দুর্গা মন্দির হচ্ছে এখানের বাংলাদেশী বংশোদ্ভূতদের দ্বারা পরিচালিত সবচেয়ে পুরাতন একমাত্র সর্বজনীন মন্দির, এ মন্দিরের একটা ঐতিহ্য আছে, সুনাম আছে, আমরা এর ধারাবাহিকতা বজায় রেখে নতুন নতুন অনুষ্ঠান উপহার দিয়ে যাচ্ছি। মন্দিরের   মিডিয়া ও পাবলিকেশান ডাইরেকটার, বিশিষ্ট সাংবাদিক, গবেষক পার্থ সারথী দেব জানান, মন্দিরটি প্রতিষ্ঠার পর থেকেই ধর্মীয় অনুষ্ঠানের পাশাপাশি প্রতিটি বাঙালি পার্বণ ও উৎসব পালন করে বাঙালির কৃষ্টি ও ঐতিহ্য তুলে ধরে নতুন প্রজন্মকে বাঙলা ও বাঙালি সংস্কৃতির বিভিন্ন দিক, বিষয় জানানোর চেষ্টা করে যাচ্ছে দুর্গা মন্দির।

শিব মন্দির : ওয়ারেন সিটির শিব মন্দিরে গত ১২ মে রোববার বিকেলে মা দিবস উপলক্ষ্যে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ছিল গীতাপাঠ, কীর্তন ও প্রসাদ বিতরণ। মায়েদের উদ্দেশ্যে কেক কাটা হয়। সব মায়েরা মিলে ছবি তোলেন, সন্তানদের সাথে সুন্দর সময় কাটান।