যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে বসবাসরত প্রবাসী বাঙ্গালি ও বিভিন্ন সংগঠন এবং প্রতিষ্ঠান যথাযথ মর্যাদায় এবার মহান ২১শে ফেব্রুয়ারী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করেছে। এ উপলক্ষ্যে বিভিন্ন সংগঠন তাদের অফিসে এবং রেষ্টুরেন্টে অস্থায়ী শহীদ মিনার নির্মাণ করে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভার আয়োজন করেছে। কোন কোন সংগঠন সপ্তাহান্তে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।
হ্যামট্রাম্যাক সিটির উদ্যোগে সিটি প্রাঙ্গনে অস্থায়ী শহীদ মিনারে ২১শে ফেব্রুয়ারী ভোর ১২টা ১মিনিটে সিটি মেয়র আমীর গালিব, কাউন্সিল মেম্বার মুহিদ মাহমুদ, কাউন্সিল মেম্বার অ্যামান্ডা জ্যাকোস্কি, কাউন্সিল মেম্বার নাঈম চৌধুরী সাবেক কাউন্সিল মেম্বার আবু মুসাসহ সিটির বিভিন্ন কর্মকর্তারা ভাষা শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠনের নেতা ও কর্মীরা পুষ্পস্তবক অর্পণ করেন। তারা হচ্ছেন যথাক্রমে বাংলাদেশ এসোসিয়েশান অব মিশিগান,
মিশিগান স্টেট আওয়ামী লীগ, জালালাবাদ এসোসিয়েশান অব মিশিগান, বাংলাদেশ আমেরিকান পলিটিক্যাল কাউন্সিল, মিশিগান স্টেট যুবলীগ ও মিশিগান স্টেট ছাত্রলীগ, সিলেট সদর দক্ষিণ সুরমা এসোসিয়েশান অব মিশিগান, বাংলা প্রেস ক্লাব অব মিশিগান ইউএসএ, ফ্রেন্ড সোসাইটি অব মিশিগান, গোলাপগঞ্জ সমিতি মিশিগান, গোলাপগঞ্জ সমিতি, বঙ্গবন্ধু পরিষদ ইউএসএ মিশিগানসহ আরো বিভিন্ন সংগঠন। ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারীর প্রেক্ষাপট ও বিভিন্ন ঘটনাবলীর বিবরণ তুলে ধরে আলোচনা করেন হ্যামট্রাম্যাক সিটির কাউন্সিল মেম্বার অ্যামান্ডা জ্যাকোস্কি। কাউন্সিল মেম্বার মুহিদ মাহমুদ ভাষা আন্দোলনের প্রেক্ষিত, তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন।
কাউন্সিল মেম্বার নাঈম চৌধুরী বলেন, হ্যামট্রাম্যাক সিটির উদ্যোগে সিটি প্রাঙ্গনে স্থায়ী শহীদ মিনার স্থাপনের কার্যক্রম চলছে, এর বাজেট ধরা হয়েছে ৫৩ হাজার ডলার, ফান্ডের সংস্থান হলেই কাজ শুরু হবে, ইতিমধ্যেই ফান্ডের ব্যাংক অ্যাকাউন্টে অর্থ জমা শুরু হয়েছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশন অব মিশিগান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে মেডিসন হাইটস
শহরের ২৮১৫৭ ডিকিউন্ডার রোডে তাদের অফিসে একটি অস্থায়ী শহীদ মিনার নির্মাণ করেন। ২১শে ফেব্রুয়ারী ভোর ১২টা ১মিনিটে সংগঠনের নেতৃবৃন্দ ভাষা শহীদদের উদ্দেশ্যে পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়াও এখানে পুষ্পস্তবক অর্পণ করেন বাংলাদেশ এসোসিয়েশান অব মিশিগান (বাম), বৃহত্তর চট্রগ্রাম সমিতি, হবিগঞ্জ জেলা এসোসিয়েশন অব মিশিগান, গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস মিশিগানের কর্মকর্তা ও সদস্যবৃন্দ। আলোচনা অনুষ্টানে ‘৫২’র ভাষা আন্দোলনের উপর বক্তারা বক্তব্য রাখেন।