যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে বসবাসরত প্রবাসী বাঙ্গালি ও বিভিন্ন সংগঠন এবং প্রতিষ্ঠান এবার মহান ২১শে ফেব্রুয়ারী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের ব্যাপক প্রস্তুতি নিয়েছেন। এ উপলক্ষ্যে বিভিন্ন সংগঠন তাদের অফিসে এবং রেষ্টুরেন্টে অস্থায়ী শহীদ মিনার নির্মাণ করে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভার আয়োজন করছে। কোন কোন সংগঠন সপ্তাহান্তে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশন অব মিশিগান: সংগঠনটির কর্মকর্তারা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের জন্য ২০ ফেব্রুয়ারী সোমবার রাত সাড়ে ১১টায় মেডিসন হাইটস শহরের ২৮১৫৭ ডিকিউন্ডার রোডে উপস্থিত থাকার জন্য সকল সামাজিক, পেশাজীবি, সাংস্কৃতিক সংগঠনের সবাইকে অনুরোধ জানিয়েছেন।
মৃধা বেঙ্গলি কালচারাল সেন্টার: ৫২’র ভাষা আন্দোলনের গৌরবগাঁথা, শহীদদের আত্মত্যাগ নতুন প্রজন্মকে জানানোর জন্য মৃধা বেঙ্গলি কালচারাল সেন্টার আগামী ২৫শে ফেব্রুয়ারী বিকেল ৪টায় বিভিন্ন অনুষ্টানের আয়োজন করেছে। এতে থাকবে আলোচনানুষ্টান, একুশের আন্দোলনের বিভিন্ন ঘটনা কার্যক্রমের বর্ণনা, সাংস্কৃতিক অনুষ্টান। ওয়ারেন সিটির ২২০২১ মেম্পিস অ্যাভিনিউয়ের মৃধা বেঙ্গলি কালচারাল সেন্টারের নিজস্ব ভবনে অনুষ্টান হবে।
বাংলা সাহিত্য পরিষদ ইউএসএ: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষ্যে সংগঠনটি আগামী ১৯ ফেব্রুয়ারী হ্যামট্রাম্যাক শহরের একটি রেষ্টুরেন্টে বিভিন্ন অনুষ্টানের আয়োজন করেছে। এতে থাকছে, শিশু কিশোরদের জন্য চিত্রাঙ্কণ ও সঙ্গীত প্রতিযোগিতা। বয়স ভিত্তিক দুই বিভাগে বিভক্ত প্রতিযোগিরা এতে অংশ গ্রহণ করতে পারবেন। প্রতিযোগিতা শুরু হবে দুপুর ১২টায়।
বাংলা প্রেস ক্লাব অব মিশিগান, ইউএসএ: মহান ২১শে ফেব্রুয়ারী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষ্যে বাংলা প্রেস ক্লাব অব মিশিগান, ইউএসএ বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে বলে জানা গেছে। সম্প্রতি ওয়ারেন সিটির এক রেষ্টুরেন্টে ক্লাবের এক সভায় এ সিদ্ধান্ত গৃহিত হয়। এতে থাকবে ভাষা শহীদদের উদ্দেশ্যে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা অনুষ্টানসহ বিভিন্ন কার্যক্রম।
মিশিগান দর্পণ : মিশিগান দর্পণ পত্রিকার উদ্যোগে আগামী ২৬ ফেব্রুয়ারী পত্রিকার অস্থায়ী কার্যালয়ে ওয়ারেন সিটির অস্টিন ড্রাইভে আলোচনা অনুষ্টান ও ভাষা আন্দোলনের উপর বিভিন্ন তথ্যচিত্র প্রদর্শন করা হবে বলে জানা গেছে।