১১:০৮ অপরাহ্ন, সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫
স্থানীয় সংবাদ

মিশিগানে বাংলাদেশী ব্যবসা প্রতিষ্টানের সাথে যুক্ত হল আরো একটি বড় গ্রোসারি স্টোর

মিশিগানে বাংলাদেশী ব্যবসা প্রতিষ্টানের সাথে যুক্ত হল আরো একটি বড় গ্রোসারি স্টোর ‘আল আকসা সুপার মার্কট এন্ড রেস্টুরেন্ট’। গত ২৫ ফেব্রুয়ারী মঙ্গলবার এ প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে। আমেরিকার নিউইয়র্কে এখন সবচেয়ে বেশী প্রবাসী বাঙ্গালির বাস। আর দ্বিতীয় স্থানে রয়েছে মিশিগান। প্রতিদিন মিশিগানে অন্যান্য অঙ্গরাজ্য থেকে বাঙ্গালিরা আসছেন। মিশিগানে অন্যান্য অঙ্গরাজ্য থেকে বাসাবাড়ীর দাম ও ভাড়া আনুপাতিক হারে কম। তাছাড়া এখানে কাজ কামেরও সুবিধা রয়েছে। রয়েছে দেশের মতো সামাজিক পরিবেশ, সাহায্য সহযোগিতা করার মন মানসিকতার মানুষ। যার ফলে এখানে মানুষ আসতে চান। যারা ইমিগ্রেন্ট হয়ে দেশ থেকে আমেরিকা আসছেন তাদের একটি বিরাট অংশ সরাসরি মিশিগান চলে আসছেন এবং মোটামোটি স্বল্প সময়ে দাড়িয়ে যাচ্ছেন যা এক সময় কল্পনারও অতীত ছিল। মিশিগানের হ্যামট্রাম্যাক সিটি হচ্ছে বাঙ্গালিদের শেকড়। দেশ থেকে বাঙ্গালিরা এসে প্রথম ওঠেন ছোট্ট এই শহরে বা তার আশপাশের শহরগুলোতে। বাঙ্গালি জনবসতি যেরকম বাড়ছে ঠিক তেমনি বাড়ছে বাঙ্গালিদের চাহিদা উপযোগী বিভিন্ন ব্যবসা প্রতিষ্টান। গ্রোসারি, রেষ্টুরেন্ট, ডলার স্টোর, রিয়েলটর, ফার্মেসীসহ বিভিন্ন প্রতিষ্টান। নিত্য নতুন বিভিন্ন চমক, আকর্ষণীয় ঘোষণা দিয়ে শুরু হচ্ছে বিভিন্ন দোকানপাট, ব্যবসা প্রতিষ্টান।

‘আল আকসা সুপার মার্কট এন্ড রেস্টুরেন্ট’ স্টোরটি ওয়ারেন সিটির ৩০৮০০ হোবার রোডে অবস্থিত। অবস্থানগত কারণে স্টোরটিতে ওয়ারেন, স্টার্লিং হাইটস, মেডিসন হাইটস, ডেট্রয়েট, হ্যামট্রাম্যাকসহ আশ পাশের লোকজন এখান থেকে তাদের নিত্য প্রয়োজনীয় জিনিষপত্র কিনতে পারেন। স্টোরটিতে রয়েছে সুপরিসর জায়গা, সব কিছু খুব পরিষ্কার, পরিচ্ছন্ন ও সুন্দর। জনপ্রিয় সকল  ব্রান্ডের জিনিষ পত্রের প্রচুর সমাহার। নিত্য প্রয়োজনীয় সকল জিনিষই এখানে পাওয়া যায়। রয়েছে মাছ, মাংস, শাক শবজি, মশলা, বেকারি সামগ্রী, দেশ থেকে আসা ফ্রিজেন জিনিষসহ যে কোন নিত্য প্রয়োজনীয় জিনিষের অঢেল সমাহার। সবকিছু গুছালো ও আকর্ষণীয়। সুলভ মূল্য ও মান সম্মত জিনিষপত্রের জন্য ইতিমধ্যেই মানুষের মনে জায়গা করে নিয়েছে স্টোরটি। একেবারে সামনে রয়েছে বিরাট পার্কিং। তাদের রয়েছে একাধিক রেজিষ্টার, মাছ, মাংস কাটার আধুনিক ব্যবস্থা। প্রতিষ্ঠানের একজন কর্মকর্তার  সাথে এই প্রতিনিধির আলাপকালে তিনি জানান, ক্রেতা ও ভোক্তাদের কাছ থেকে ভাল সাড়া পাচ্ছেন, তাদের জিনিষের কোয়ালিটি ভাল এবং দামও তুলনামূলক কম। তিনি জানান, আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্যে তাদের আল আকসা সুপার মার্কট এন্ড রেস্টুরেন্টের শাখা রয়েছে। এখানে বাজার করতে আসা ক্রেতাদের সাথে আলাপকালে তারা জানান, এখান থেকে নিত্য প্রয়োজনীয় জিনিষ, মাছ, মাংস, মসলা, তরিতরকারি কেনার  কারণ জিজ্ঞাসা করলে তারা জানান, এখানের জিনিষপত্র তাজা, মান ভাল, দামও আনুপাতিক হারে কম, নিরিবিলি পরিবেশ। এখানে সব সময় পার্কিং পাওয়া যায়, স্টোরের ভিতর বাহির পরিষ্কার, পরিচ্ছন্ন, কর্মীরা সহযোগী পরায়ণ, প্রয়োজনীয় সব কিছু পাওয়া যায়।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

শেলবি টাউনশিপের জোড়া খুনের ঘটনায় সন্দেহভাজনকে গ্রেফতার

স্থানীয় সংবাদ

মিশিগানে বাংলাদেশী ব্যবসা প্রতিষ্টানের সাথে যুক্ত হল আরো একটি বড় গ্রোসারি স্টোর

আপডেট টাইম : ০৯:২২:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫

মিশিগানে বাংলাদেশী ব্যবসা প্রতিষ্টানের সাথে যুক্ত হল আরো একটি বড় গ্রোসারি স্টোর ‘আল আকসা সুপার মার্কট এন্ড রেস্টুরেন্ট’। গত ২৫ ফেব্রুয়ারী মঙ্গলবার এ প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে। আমেরিকার নিউইয়র্কে এখন সবচেয়ে বেশী প্রবাসী বাঙ্গালির বাস। আর দ্বিতীয় স্থানে রয়েছে মিশিগান। প্রতিদিন মিশিগানে অন্যান্য অঙ্গরাজ্য থেকে বাঙ্গালিরা আসছেন। মিশিগানে অন্যান্য অঙ্গরাজ্য থেকে বাসাবাড়ীর দাম ও ভাড়া আনুপাতিক হারে কম। তাছাড়া এখানে কাজ কামেরও সুবিধা রয়েছে। রয়েছে দেশের মতো সামাজিক পরিবেশ, সাহায্য সহযোগিতা করার মন মানসিকতার মানুষ। যার ফলে এখানে মানুষ আসতে চান। যারা ইমিগ্রেন্ট হয়ে দেশ থেকে আমেরিকা আসছেন তাদের একটি বিরাট অংশ সরাসরি মিশিগান চলে আসছেন এবং মোটামোটি স্বল্প সময়ে দাড়িয়ে যাচ্ছেন যা এক সময় কল্পনারও অতীত ছিল। মিশিগানের হ্যামট্রাম্যাক সিটি হচ্ছে বাঙ্গালিদের শেকড়। দেশ থেকে বাঙ্গালিরা এসে প্রথম ওঠেন ছোট্ট এই শহরে বা তার আশপাশের শহরগুলোতে। বাঙ্গালি জনবসতি যেরকম বাড়ছে ঠিক তেমনি বাড়ছে বাঙ্গালিদের চাহিদা উপযোগী বিভিন্ন ব্যবসা প্রতিষ্টান। গ্রোসারি, রেষ্টুরেন্ট, ডলার স্টোর, রিয়েলটর, ফার্মেসীসহ বিভিন্ন প্রতিষ্টান। নিত্য নতুন বিভিন্ন চমক, আকর্ষণীয় ঘোষণা দিয়ে শুরু হচ্ছে বিভিন্ন দোকানপাট, ব্যবসা প্রতিষ্টান।

‘আল আকসা সুপার মার্কট এন্ড রেস্টুরেন্ট’ স্টোরটি ওয়ারেন সিটির ৩০৮০০ হোবার রোডে অবস্থিত। অবস্থানগত কারণে স্টোরটিতে ওয়ারেন, স্টার্লিং হাইটস, মেডিসন হাইটস, ডেট্রয়েট, হ্যামট্রাম্যাকসহ আশ পাশের লোকজন এখান থেকে তাদের নিত্য প্রয়োজনীয় জিনিষপত্র কিনতে পারেন। স্টোরটিতে রয়েছে সুপরিসর জায়গা, সব কিছু খুব পরিষ্কার, পরিচ্ছন্ন ও সুন্দর। জনপ্রিয় সকল  ব্রান্ডের জিনিষ পত্রের প্রচুর সমাহার। নিত্য প্রয়োজনীয় সকল জিনিষই এখানে পাওয়া যায়। রয়েছে মাছ, মাংস, শাক শবজি, মশলা, বেকারি সামগ্রী, দেশ থেকে আসা ফ্রিজেন জিনিষসহ যে কোন নিত্য প্রয়োজনীয় জিনিষের অঢেল সমাহার। সবকিছু গুছালো ও আকর্ষণীয়। সুলভ মূল্য ও মান সম্মত জিনিষপত্রের জন্য ইতিমধ্যেই মানুষের মনে জায়গা করে নিয়েছে স্টোরটি। একেবারে সামনে রয়েছে বিরাট পার্কিং। তাদের রয়েছে একাধিক রেজিষ্টার, মাছ, মাংস কাটার আধুনিক ব্যবস্থা। প্রতিষ্ঠানের একজন কর্মকর্তার  সাথে এই প্রতিনিধির আলাপকালে তিনি জানান, ক্রেতা ও ভোক্তাদের কাছ থেকে ভাল সাড়া পাচ্ছেন, তাদের জিনিষের কোয়ালিটি ভাল এবং দামও তুলনামূলক কম। তিনি জানান, আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্যে তাদের আল আকসা সুপার মার্কট এন্ড রেস্টুরেন্টের শাখা রয়েছে। এখানে বাজার করতে আসা ক্রেতাদের সাথে আলাপকালে তারা জানান, এখান থেকে নিত্য প্রয়োজনীয় জিনিষ, মাছ, মাংস, মসলা, তরিতরকারি কেনার  কারণ জিজ্ঞাসা করলে তারা জানান, এখানের জিনিষপত্র তাজা, মান ভাল, দামও আনুপাতিক হারে কম, নিরিবিলি পরিবেশ। এখানে সব সময় পার্কিং পাওয়া যায়, স্টোরের ভিতর বাহির পরিষ্কার, পরিচ্ছন্ন, কর্মীরা সহযোগী পরায়ণ, প্রয়োজনীয় সব কিছু পাওয়া যায়।