০৫:৫২ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
উৎসব

মিশিগানে দোলযাত্রা, হোলি ও বসন্ত উৎসব পালন

মিশিগানের বিভিন্ন মন্দিরে গত  ১৩ মার্চ তিথি মতো ও ১৬ মার্চ (উদযাপন)   দোলযাত্রা, হোলি ও বসন্ত উসব পালন করা হয়। এতে পূজা, অঞ্জলি, আবির প্রদানসহ বিভিন্ন মাঙ্গলিক কর্মকাণ্ড করা হয়েছে।

দুর্গা মন্দির : ডেট্রয়েটে বাংলাদেশি বংশোদ্ভূতের দ্বারা পরিচালিত মিশিগানের সবচেয়ে পুরানো ও সর্বজনীন দুর্গা মন্দিরে গত ১৬ মার্চ দুপুরে  শ্রীকৃষ্ণের পূজা, অর্চনা, অঞ্জলি, শ্রীকৃষ্ণের দোলযাত্রা, শ্রীকৃষ্ণের চরণে আবির প্রদান করা হয়। বিকেলে কীর্তন, হরির লুট, হোলি, রংখেলা হয়। এতে সব বয়সের ভক্তরা অংশ গ্রহণ করেন।

শিব মন্দিরে দোলযাত্রা, হোলি ও বসন্ত উৎসব পালন: ছবি : সংগৃহিত

শিব মন্দির : ওয়ারেন সিটির শিব মন্দিরে গত ১৩ মার্চ সকালে তিথি মতো শ্রীকৃষ্ণের পূজা, অর্চনা, অঞ্জলি, শ্রীকৃষ্ণের দোলযাত্রা, চরণে আবির প্রদান করা হয়। গত ১৬ মার্চ আবার পূজা অর্চনা, অঞ্জলি, শ্রীকৃষ্ণের দোলযাত্রা, চরণে আবির প্রদান করা হয়। এছাড়াও  ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান বসন্ত উসব, রংখেলা। নারী, শিশু, কিশোর ও কিশোরীরা রং বেরং এর কাপড় পরে অনুষ্ঠানের বিভিন্ন পর্বে অংশ গ্রহণ করে।

কালী মন্দির : ওয়ারেন সিটির কালী মন্দিরে গত ১৩ মার্চ তিথি মতো দুপুরে   শ্রীকৃষ্ণের পূজা, অর্চনা, অঞ্জলি, শ্রীকৃষ্ণের দোলযাত্রা, চরণে আবির প্রদান করা হয়। গত ১৬ মার্চ আবার পূজা অর্চনা, অঞ্জলি, শ্রীকৃষ্ণের দোলযাত্রা, চরণে আবির প্রদান করা হয়।

 

Tag :
About Author Information

মিশিগানের বিভিন্ন স্থানে বাংলা নববর্ষ উদযাপিত

উৎসব

মিশিগানে দোলযাত্রা, হোলি ও বসন্ত উৎসব পালন

আপডেট টাইম : ০৮:৪৫:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫

মিশিগানের বিভিন্ন মন্দিরে গত  ১৩ মার্চ তিথি মতো ও ১৬ মার্চ (উদযাপন)   দোলযাত্রা, হোলি ও বসন্ত উসব পালন করা হয়। এতে পূজা, অঞ্জলি, আবির প্রদানসহ বিভিন্ন মাঙ্গলিক কর্মকাণ্ড করা হয়েছে।

দুর্গা মন্দির : ডেট্রয়েটে বাংলাদেশি বংশোদ্ভূতের দ্বারা পরিচালিত মিশিগানের সবচেয়ে পুরানো ও সর্বজনীন দুর্গা মন্দিরে গত ১৬ মার্চ দুপুরে  শ্রীকৃষ্ণের পূজা, অর্চনা, অঞ্জলি, শ্রীকৃষ্ণের দোলযাত্রা, শ্রীকৃষ্ণের চরণে আবির প্রদান করা হয়। বিকেলে কীর্তন, হরির লুট, হোলি, রংখেলা হয়। এতে সব বয়সের ভক্তরা অংশ গ্রহণ করেন।

শিব মন্দিরে দোলযাত্রা, হোলি ও বসন্ত উৎসব পালন: ছবি : সংগৃহিত

শিব মন্দির : ওয়ারেন সিটির শিব মন্দিরে গত ১৩ মার্চ সকালে তিথি মতো শ্রীকৃষ্ণের পূজা, অর্চনা, অঞ্জলি, শ্রীকৃষ্ণের দোলযাত্রা, চরণে আবির প্রদান করা হয়। গত ১৬ মার্চ আবার পূজা অর্চনা, অঞ্জলি, শ্রীকৃষ্ণের দোলযাত্রা, চরণে আবির প্রদান করা হয়। এছাড়াও  ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান বসন্ত উসব, রংখেলা। নারী, শিশু, কিশোর ও কিশোরীরা রং বেরং এর কাপড় পরে অনুষ্ঠানের বিভিন্ন পর্বে অংশ গ্রহণ করে।

কালী মন্দির : ওয়ারেন সিটির কালী মন্দিরে গত ১৩ মার্চ তিথি মতো দুপুরে   শ্রীকৃষ্ণের পূজা, অর্চনা, অঞ্জলি, শ্রীকৃষ্ণের দোলযাত্রা, চরণে আবির প্রদান করা হয়। গত ১৬ মার্চ আবার পূজা অর্চনা, অঞ্জলি, শ্রীকৃষ্ণের দোলযাত্রা, চরণে আবির প্রদান করা হয়।