০৭:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪
উৎসব

মিশিগানে দুর্গোৎসব উদযাপিত

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের বিভিন্ন স্থানে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হয়েছে। গত ৪ অক্টোবর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত ১০ দিন ব্যাপী বিভিন্ন মন্দির ও সংগঠন এ পূজার আয়োজন করেছে। পূজার প্রায় এক মাস আগ থেকেই প্রস্তুতি নিয়েছে  মন্দির ও সংগঠনগুলো । প্রবাসের পূজা বেশীরভাগ সময়ই তিথি মতো অনুষ্টিত হয় সপ্তাহের কর্ম দিবসে এবং উদযাপন করা হয় সপ্তাহান্তে তবে এবার বিভিন্ন মন্দিরে পূজা তিথি মতো উদযাপন করা হয়েছে বলে জানা গেছে। প্রবাসের পূজা মানে একে অন্যের সাথে দেখা, মত বিনিময়, আনন্দ উদযাপন। প্রবাসের পূজার অন্যতম আকর্ষণ হচ্ছে সাংস্কৃতিক অনুষ্টান। কে কার চেয়ে সুন্দর অনুষ্টান উপহার দেয় তার এক প্রতিযোগিতা হয় এ শারদ উৎসবে। মিশিগানের সবচেয়ে বড় ও আকর্ষণীয় পূজা হয় দুর্গা মন্দিরে।

দুর্গা মন্দিরে আরতি : ছবি : পার্থ দেব

দুর্গা মন্দিরের পূজা : ডেট্রয়েট শহরের দুর্গা মন্দিরের পূজা উদযাপিত হয়েছে ৯ অক্টোবর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত এবং আবার উদযাপন করা হবে ১৯ অক্টোবর। তিথি মতো পূজা হয়েছে ৯ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত এবং ১৯  অক্টোবর ভক্তদের সুবিধার্থে আবার পূজা উদযাপন করা হবে। দুর্গা পূজা উপলক্ষ্যে দুর্গা মন্দির ব্যাপক কর্মসূচী নিয়েছিল। মায়ের বোধন, পূজা, অঞ্জলি, যজ্ঞ, প্রসাদ বিতরণ,আরতিসহ বিভিন্ন মাঙ্গলিক অনুষ্টানাদি হয়েছে। ১১ অক্টোবর অষ্টমীর দিনে ১০৮টি সদ্য ফোটা পদ্মফুল ও ১০৮ টি প্রদীপ জালিয়ে সন্ধি পূজা করা হয়েছে। বিশেষ আলোকসজ্জার আয়োজন করা হয়েছে। পূজার প্রতিদিন  বিকেল ৪টা থেকে রাত অবধি ছিল কবিতা আবৃতি, গান, নৃত্য, গীতিনাট্য, ঐতিহ্যবাহী ধামাইল, কাঠিনাচ, কমেডি শো ও নাটক। ছিল আরতির সাথে ঐতিহ্যবাহী ধূনুচি নাচ। সব্যসাচী লেখক  সৈয়দ শামসুল হকের ‘নূরুল দিনের সারা জীবন’ নাটকের অংশ বিশেষ ‘জাগো বাহে কোনঠে সবাই’ অভিনয় করে দেবাংশু দর্শক শ্রোতাদের মন্ত্র মুগ্ধ করে রাখেন কয়েক মিনিট। তার এই পরিবেশনা কয়েক মিনিটের জন্য সবাইকে নিয়ে গিয়েছিল রংপুরের প্রত্যন্ত চিরচেনা সেই প্রান্তিক জনপদে। আগামী ১৯ অক্টোবর অতিথি শিল্পীদের মধ্যে থাকছেন কলকাতা থেকে আগত শুচিস্মিতা চক্রবর্তী, সৌরভ দাশ ও পার্থ চক্রবর্তী। থাকবে ডলি দেব ও পার্থ দেব এর আকর্ষণীয় রম্য শ্রুতিনাটক। প্রতিবারের মতো এবারো পার্থ দেব এর সম্পাদনায় প্রকাশিত হয়েছে দুর্গা মন্দিরের নিয়মিত প্রকাশনা বহুবর্ণা ‘শারদ অর্ঘ্য’। মনিষ ভট্টাচার্যের নির্দেশনায় ‘কর্মফল’ নাটকে অভিনয় করেছেন প্রদীপ চৌধুরী, রিমেল, রায়, রিয়া রায়, লিটন চন্দ, হারান সেন, সঞ্জয় দেব, অশোক দাশ, মৌমিতা চৌধুরী, অংকুর দেব, রণজিত ঘোষ, শর্মিলা দেব রায়, মুগ্ধ, অজিত ধর, মেকাপে ছিলেন সর্না ধর ও মাধুরী চক্রবর্তী। কাঠিনাচে (ডানডিয়া) ছিলেন স্বস্তি তালুকদার, সর্না সুত্রধর, দিশা চৌধুরী, ঋতশ্রী, মৌমিতা, বিজয়া চৌধুরীসহ আরো অনেকে। গান করেছেন সত্যব্রত পাল, প্রত্যুষ ধর, প্রত্যুষা ধর, নন্দিতা গোপ, ত্রপা সরকার, মোনালিসা দে, অতনু আচার্য, মৌমিতা দাশনহ আরো অনেকে। নৃত্য

শিব মন্দিরে সিঁদুর খেলা : ছবি : সংগৃহিত

পরিবেশন করেন শুভ্রা গোমেজ ও স্নেহা গুপ্তা। মন্দিরের প্রেসিডেন্ট পংকজ দাশ জানান, পূজার কদিন আবহাওয়া ভাল থাকায় এবার ভক্ত সমাগম হয়েছে অতীতের চেয়ে অনেক বেশী তাই স্থান সংকুলান করতে আমাদেরকে হিমশিম খেতে হয়েছে। ভাইস  প্রেসিডেন্ট নিপেশ সুত্রধর  জানান, এবারের পূজায় আমরা বৈচিত্রতা আনার চেষ্টা করছি, আমাদের এখানে প্রতি বছরই প্রচুর ভক্ত সমাগম হয় স্থান সংকুলান হয় না এবার আমরা মন্দিরের বাইরে ভক্তদের জন্য আলং বেধে খাওয়া ও বসার ব্যবস্থা করেছি। দুর্গা মন্দির হচ্ছে এ অঞ্চলে প্রবাসী বাংলাদেশীদের দ্বারা পরিচালিত সবচেয়ে পুরানো ও একমাত্র সর্বজনীন মন্দির।  পূজার শেষ দিনে  সবাইকে বিজয়া দশমীর শুভেচ্ছা জানান মন্দিরের প্রেসিডেন্ট পংকজ দাশ, ভাইস  প্রেসিডেন্ট নিপেশ সুত্রধর ও সাধারণ সম্পাদক উজ্জল সুত্রধর।

শিব মন্দিরের পূজা : ওয়ারেন সিটিতে অবস্থিত শিব মন্দির দুর্গা পূজা উপলক্ষ্যে গত ৮ অক্টোবর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত ৬দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে পূজা উদযাপন করা হয়েছে। প্রতিদিন ছিল পূজা, পুষ্পাঞ্জলি, প্রসাদ বিতরণ, আরতি ও আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্টান, ছিল কবিতা, গান, নাচ, গীতি আলেখ্য, নাটক,ধামাইল ও অতিথি শিল্পী হিসাবে গান করেছেন ভারতের শিল্পী সাবেরী ভট্রাচার্য।

কালী মন্দিরে গান পরিবেশন করছেন দীপ চাটার্জী : ছবি : সংগৃহিত

বিচিত্রার পূজা :  বিচিত্রা এবার ৩ দিন ব্যাপী দুর্গোৎসব পালন করেছে। গত ১১ থেকে ১৩ অক্টোবর ব্লুমফিল্ড হিলস হাই স্কুলে পূজা অনুষ্টিত হয়েছে। এতে ছিল, পূজা, অঞ্জলি,প্রসাদ বিতরণ, নাটক, সাংস্কৃতিক অনুষ্টান। পরের পাতায়…

বিচিত্রা ইনকের পূজা : বিচিত্রা ইনক এবার দুর্গা পূজা  করেছে তিনদিন। ৪ অক্টোবর থেকে ৬ অক্টোবর পর্যন্ত। ব্লুমফিল্ড হিলস  হাই স্কুলে পূজা অনুষ্টিত হয়েছে।  ছিল পূজা, অঞ্জলি, প্রসাদ বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান।

কালী মন্দিরের পূজা : ওয়ারেন সিটিতে অবস্থিত মিশিগান কালীবাড়ী ৬ অক্টোবর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত ৭ দিন ব্যাপী দুর্গা পূজা পালন করেছে এতে ছিল পূজা, অঞ্জলি, প্রসাদ বিতরণ, আরতি ও সাংস্কৃতিক অনুষ্টান। অতিথি শিল্পী হিসাবে গান পরিবেশন করেছেন ভারতের শিল্পী দীপ চাটার্জী ও সঞ্চিতা ভট্টাচার্য।

 

পার্থ সারথী দেব ধ্রুব

মিশিগান প্রতিনিধি, প্রথম আলো, উত্তর আমেরিকা,

সহ সভাপতি, বাংলা প্রেস ক্লাব অব মিশিগান ইউএসএ,

মিডিয়া এন্ড ম্যাগাজিন ডাইরেক্টার, দুর্গা টেম্পল।

 

                   

Tag :
About Author Information

উৎসব

মিশিগানে দুর্গোৎসব উদযাপিত

আপডেট টাইম : ১০:১২:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের বিভিন্ন স্থানে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হয়েছে। গত ৪ অক্টোবর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত ১০ দিন ব্যাপী বিভিন্ন মন্দির ও সংগঠন এ পূজার আয়োজন করেছে। পূজার প্রায় এক মাস আগ থেকেই প্রস্তুতি নিয়েছে  মন্দির ও সংগঠনগুলো । প্রবাসের পূজা বেশীরভাগ সময়ই তিথি মতো অনুষ্টিত হয় সপ্তাহের কর্ম দিবসে এবং উদযাপন করা হয় সপ্তাহান্তে তবে এবার বিভিন্ন মন্দিরে পূজা তিথি মতো উদযাপন করা হয়েছে বলে জানা গেছে। প্রবাসের পূজা মানে একে অন্যের সাথে দেখা, মত বিনিময়, আনন্দ উদযাপন। প্রবাসের পূজার অন্যতম আকর্ষণ হচ্ছে সাংস্কৃতিক অনুষ্টান। কে কার চেয়ে সুন্দর অনুষ্টান উপহার দেয় তার এক প্রতিযোগিতা হয় এ শারদ উৎসবে। মিশিগানের সবচেয়ে বড় ও আকর্ষণীয় পূজা হয় দুর্গা মন্দিরে।

দুর্গা মন্দিরে আরতি : ছবি : পার্থ দেব

দুর্গা মন্দিরের পূজা : ডেট্রয়েট শহরের দুর্গা মন্দিরের পূজা উদযাপিত হয়েছে ৯ অক্টোবর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত এবং আবার উদযাপন করা হবে ১৯ অক্টোবর। তিথি মতো পূজা হয়েছে ৯ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত এবং ১৯  অক্টোবর ভক্তদের সুবিধার্থে আবার পূজা উদযাপন করা হবে। দুর্গা পূজা উপলক্ষ্যে দুর্গা মন্দির ব্যাপক কর্মসূচী নিয়েছিল। মায়ের বোধন, পূজা, অঞ্জলি, যজ্ঞ, প্রসাদ বিতরণ,আরতিসহ বিভিন্ন মাঙ্গলিক অনুষ্টানাদি হয়েছে। ১১ অক্টোবর অষ্টমীর দিনে ১০৮টি সদ্য ফোটা পদ্মফুল ও ১০৮ টি প্রদীপ জালিয়ে সন্ধি পূজা করা হয়েছে। বিশেষ আলোকসজ্জার আয়োজন করা হয়েছে। পূজার প্রতিদিন  বিকেল ৪টা থেকে রাত অবধি ছিল কবিতা আবৃতি, গান, নৃত্য, গীতিনাট্য, ঐতিহ্যবাহী ধামাইল, কাঠিনাচ, কমেডি শো ও নাটক। ছিল আরতির সাথে ঐতিহ্যবাহী ধূনুচি নাচ। সব্যসাচী লেখক  সৈয়দ শামসুল হকের ‘নূরুল দিনের সারা জীবন’ নাটকের অংশ বিশেষ ‘জাগো বাহে কোনঠে সবাই’ অভিনয় করে দেবাংশু দর্শক শ্রোতাদের মন্ত্র মুগ্ধ করে রাখেন কয়েক মিনিট। তার এই পরিবেশনা কয়েক মিনিটের জন্য সবাইকে নিয়ে গিয়েছিল রংপুরের প্রত্যন্ত চিরচেনা সেই প্রান্তিক জনপদে। আগামী ১৯ অক্টোবর অতিথি শিল্পীদের মধ্যে থাকছেন কলকাতা থেকে আগত শুচিস্মিতা চক্রবর্তী, সৌরভ দাশ ও পার্থ চক্রবর্তী। থাকবে ডলি দেব ও পার্থ দেব এর আকর্ষণীয় রম্য শ্রুতিনাটক। প্রতিবারের মতো এবারো পার্থ দেব এর সম্পাদনায় প্রকাশিত হয়েছে দুর্গা মন্দিরের নিয়মিত প্রকাশনা বহুবর্ণা ‘শারদ অর্ঘ্য’। মনিষ ভট্টাচার্যের নির্দেশনায় ‘কর্মফল’ নাটকে অভিনয় করেছেন প্রদীপ চৌধুরী, রিমেল, রায়, রিয়া রায়, লিটন চন্দ, হারান সেন, সঞ্জয় দেব, অশোক দাশ, মৌমিতা চৌধুরী, অংকুর দেব, রণজিত ঘোষ, শর্মিলা দেব রায়, মুগ্ধ, অজিত ধর, মেকাপে ছিলেন সর্না ধর ও মাধুরী চক্রবর্তী। কাঠিনাচে (ডানডিয়া) ছিলেন স্বস্তি তালুকদার, সর্না সুত্রধর, দিশা চৌধুরী, ঋতশ্রী, মৌমিতা, বিজয়া চৌধুরীসহ আরো অনেকে। গান করেছেন সত্যব্রত পাল, প্রত্যুষ ধর, প্রত্যুষা ধর, নন্দিতা গোপ, ত্রপা সরকার, মোনালিসা দে, অতনু আচার্য, মৌমিতা দাশনহ আরো অনেকে। নৃত্য

শিব মন্দিরে সিঁদুর খেলা : ছবি : সংগৃহিত

পরিবেশন করেন শুভ্রা গোমেজ ও স্নেহা গুপ্তা। মন্দিরের প্রেসিডেন্ট পংকজ দাশ জানান, পূজার কদিন আবহাওয়া ভাল থাকায় এবার ভক্ত সমাগম হয়েছে অতীতের চেয়ে অনেক বেশী তাই স্থান সংকুলান করতে আমাদেরকে হিমশিম খেতে হয়েছে। ভাইস  প্রেসিডেন্ট নিপেশ সুত্রধর  জানান, এবারের পূজায় আমরা বৈচিত্রতা আনার চেষ্টা করছি, আমাদের এখানে প্রতি বছরই প্রচুর ভক্ত সমাগম হয় স্থান সংকুলান হয় না এবার আমরা মন্দিরের বাইরে ভক্তদের জন্য আলং বেধে খাওয়া ও বসার ব্যবস্থা করেছি। দুর্গা মন্দির হচ্ছে এ অঞ্চলে প্রবাসী বাংলাদেশীদের দ্বারা পরিচালিত সবচেয়ে পুরানো ও একমাত্র সর্বজনীন মন্দির।  পূজার শেষ দিনে  সবাইকে বিজয়া দশমীর শুভেচ্ছা জানান মন্দিরের প্রেসিডেন্ট পংকজ দাশ, ভাইস  প্রেসিডেন্ট নিপেশ সুত্রধর ও সাধারণ সম্পাদক উজ্জল সুত্রধর।

শিব মন্দিরের পূজা : ওয়ারেন সিটিতে অবস্থিত শিব মন্দির দুর্গা পূজা উপলক্ষ্যে গত ৮ অক্টোবর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত ৬দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে পূজা উদযাপন করা হয়েছে। প্রতিদিন ছিল পূজা, পুষ্পাঞ্জলি, প্রসাদ বিতরণ, আরতি ও আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্টান, ছিল কবিতা, গান, নাচ, গীতি আলেখ্য, নাটক,ধামাইল ও অতিথি শিল্পী হিসাবে গান করেছেন ভারতের শিল্পী সাবেরী ভট্রাচার্য।

কালী মন্দিরে গান পরিবেশন করছেন দীপ চাটার্জী : ছবি : সংগৃহিত

বিচিত্রার পূজা :  বিচিত্রা এবার ৩ দিন ব্যাপী দুর্গোৎসব পালন করেছে। গত ১১ থেকে ১৩ অক্টোবর ব্লুমফিল্ড হিলস হাই স্কুলে পূজা অনুষ্টিত হয়েছে। এতে ছিল, পূজা, অঞ্জলি,প্রসাদ বিতরণ, নাটক, সাংস্কৃতিক অনুষ্টান। পরের পাতায়…

বিচিত্রা ইনকের পূজা : বিচিত্রা ইনক এবার দুর্গা পূজা  করেছে তিনদিন। ৪ অক্টোবর থেকে ৬ অক্টোবর পর্যন্ত। ব্লুমফিল্ড হিলস  হাই স্কুলে পূজা অনুষ্টিত হয়েছে।  ছিল পূজা, অঞ্জলি, প্রসাদ বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান।

কালী মন্দিরের পূজা : ওয়ারেন সিটিতে অবস্থিত মিশিগান কালীবাড়ী ৬ অক্টোবর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত ৭ দিন ব্যাপী দুর্গা পূজা পালন করেছে এতে ছিল পূজা, অঞ্জলি, প্রসাদ বিতরণ, আরতি ও সাংস্কৃতিক অনুষ্টান। অতিথি শিল্পী হিসাবে গান পরিবেশন করেছেন ভারতের শিল্পী দীপ চাটার্জী ও সঞ্চিতা ভট্টাচার্য।

 

পার্থ সারথী দেব ধ্রুব

মিশিগান প্রতিনিধি, প্রথম আলো, উত্তর আমেরিকা,

সহ সভাপতি, বাংলা প্রেস ক্লাব অব মিশিগান ইউএসএ,

মিডিয়া এন্ড ম্যাগাজিন ডাইরেক্টার, দুর্গা টেম্পল।