১০:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪
শারদ উৎসব

মিশিগানে দুর্গোৎসবের ব্যাপক প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের বিভিন্ন স্থানে শারদীয় দুর্গোৎসবের ব্যাপক প্রস্তুতি চলছে। আগামী ২০ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ১০ দিন ব্যাপী বিভিন্ন মন্দির ও সংগঠন এ পূজার আয়োজন করছে। পূজার প্রায় এক মাস আগ থেকেই প্রস্তুতি নিয়েছে  মন্দির ও সংগঠনগুলো । প্রবাসের পূজা বেশীরভাগ সময়ই অনুষ্টিত হয় সপ্তাহের কর্ম দিবসে এবং উদযাপন করা হয় সপ্তাহান্তে। প্রবাসের পূজা মানে একে অন্যের সাথে দেখা, মত বিনিময়, আনন্দ উদযাপন। প্রবাসের পূজার অন্যতম আকর্ষণ হচ্ছে সাংস্কৃতিক অনুষ্টান।কে কার

চেয়ে সুন্দর অনুষ্টান উপহার দেয় তার এক প্রতিযোগিতা হয় এ শারদ উৎসবে। ইতিমধ্যেই পূজার কেনাকাটা শুরু হয়ে গেছে। প্রবাসী বাংলাদেশী মালিকানাধীন কাপড়ের দোকানগুলোতে ভীড় পরিলক্ষিত হচ্ছে। মানুষজন একে অন্যেকে পূজার জামা কাপড় উপহার দিচ্ছেন। অনেকে অনলাইনে বাংলাদেশ থেকে কাপড়চোপড়, অলংকার, গিফট সামগ্রী আনছেন। সনাতন ধর্মাবলম্ভীরা পূজা উপলক্ষ্যে পূজার সময়টায় ছুটি নিয়ে রেখেছেন। প্রবাসে পূজায় সংকলন প্রকাশ করা পূজার অংশ হয়ে গেছে। প্রতিটি পূজাতেই স্মরণিকা বের করা হয়। এতে দেশের ও প্রবাসের লেখকদের লেখা প্রকাশিত হয়।

দুর্গা মন্দিরের পূজা : ডেট্রয়েট শহরেরদুর্গা মন্দিরের পূজা হবে সপ্তাহব্যাপী ২০ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত। তিথি মতো পূজা হবে ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত এবং ২৮ ও ২৯ অক্টোবর পূজা উদযাপন করা হবে। দুর্গা পূজা উপলক্ষ্যে দুর্গা মন্দির ব্যাপক কর্মসূচী নিয়েছে।মায়ের বোধন, পূজা, অঞ্জলি,  যজ্ঞ, প্রসাদ বিতরণ,আরতিসহ বিভিন্ন মাঙ্গলিক অনুষ্টানাদি হবে। ২২ অক্টোবর অষ্টমীর দিনে ১০৮টি সদ্য ফোটা পদ্মফুল ও ১০৮ টি প্রদীপ জালিয়ে সন্ধি পূজা করা হবে। বিশেষ আলোকসজ্জার আয়োজন করা হয়েছে। ২৮ ও  ২৯ অক্টোবর বিকেল ৪টা থেকে রাত অবধি থাকবে কবিতা আবৃতি,গান, নৃত্য, গীতিনাট্য, ঐতিহ্যবাহী ধামাইল, অতিথি শিল্পীদের গান, নাটক ও আকর্ষণীয় রম্য শ্রুতিনাটক। থাকবে আরতির সাথে ঐতিহ্যবাহী ধুনুচি নাচ। প্রতিবারের মতো এবারো পার্থ দেব এর সম্পাদনায় প্রকাশিত হচ্ছে দুর্গা মন্দিরের নিয়মিত প্রকাশনা বহুবর্ণা ‘শারদ অর্ঘ্য’। মন্দিরের ভাইস প্রেসিডেন্ট নিপেশ সুত্রধর এই প্রতিনিধির সাথে আলাপকালে জানান, এবার পূজায় আবহাওয়া থাকবে ভাল তাই আশা ভাল জনসমাগম হবে, এবারের পূজায় আমরা বৈচিত্রতা আনার চেষ্টা করছি। দুর্গা মন্দির হচ্ছে এ অঞ্চলে প্রবাসী বাংলাদেশীদের দ্বারা পরিচালিত সবচেয়ে পুরানো ও একমাত্র সর্বজনীন মন্দির।

শিব মন্দিরের পূজা : ওয়ারেন সিটিতে অবস্থিতশিব মন্দির দুর্গা পূজা উপলক্ষ্যে ২০ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত ৫দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে পূজা উদযাপন করবে। প্রতিদিন থাকছে পূজা, পুষ্পাঞ্জলি, প্রসাদ বিতরণ, আরতি ও আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্টান, থাকবে কবিতা, গান, নাচ, গীতি আলেখ্য, ধামাইল ও অতিথি শিল্পীদের পরিবেশনা।

বিচিত্রার পূজা :  বিচিত্রা এবার ৩ দিন ব্যাপী দুর্গোৎসব পালন করছে। আগামী ২০, ২১ ও ২২ অক্টোবর ব্লুমফিল্ড হিলস হাই স্কুলে পূজা অনুষ্টিত হবে। এতে থাকছে, পূজা, অঞ্জলি,প্রসাদ বিতরণ, নাটক, সাংস্কৃতিক অনুষ্টান। এতে সঙ্গীত পরিবেশন করেবেন কলকাতা থেকে আগত অনুপম রায় ও কবিতা কৃষ্ণমূর্তিসহ আরো অনেকে।

বিচিত্রা ইনকের পূজা : বিচিত্রা ইনক এবার দুর্গা পূজা  করছে তিনদিন । ২০ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত। ওয়েষ্ট টুয়েলভ মাইলের ইউনিভার্সিটি হাই স্কুল একাডেমীতে পূজা অনুষ্টিত হবে।  থাকছে পূজা, অঞ্জলি, প্রসাদ বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান।

কালীবাড়ী : ওয়ারেন সিটিতে অবস্থিত মিশিগান কালীবাড়ী ২০ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত ৫ দিন ব্যাপী দুর্গা পূজা পালন করবে এছাড়া ২৮ অক্টোবর পূজা উদযাপন করা হবে বলে জানা গেছে। এতে পূজা, অঞ্জলি, প্রসাদ বিতরণ, আরতি ও সাংস্কৃতিক অনুষ্টান রয়েছে।

Tag :
About Author Information

শারদ উৎসব

মিশিগানে দুর্গোৎসবের ব্যাপক প্রস্তুতি

আপডেট টাইম : ০৯:১৩:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের বিভিন্ন স্থানে শারদীয় দুর্গোৎসবের ব্যাপক প্রস্তুতি চলছে। আগামী ২০ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ১০ দিন ব্যাপী বিভিন্ন মন্দির ও সংগঠন এ পূজার আয়োজন করছে। পূজার প্রায় এক মাস আগ থেকেই প্রস্তুতি নিয়েছে  মন্দির ও সংগঠনগুলো । প্রবাসের পূজা বেশীরভাগ সময়ই অনুষ্টিত হয় সপ্তাহের কর্ম দিবসে এবং উদযাপন করা হয় সপ্তাহান্তে। প্রবাসের পূজা মানে একে অন্যের সাথে দেখা, মত বিনিময়, আনন্দ উদযাপন। প্রবাসের পূজার অন্যতম আকর্ষণ হচ্ছে সাংস্কৃতিক অনুষ্টান।কে কার

চেয়ে সুন্দর অনুষ্টান উপহার দেয় তার এক প্রতিযোগিতা হয় এ শারদ উৎসবে। ইতিমধ্যেই পূজার কেনাকাটা শুরু হয়ে গেছে। প্রবাসী বাংলাদেশী মালিকানাধীন কাপড়ের দোকানগুলোতে ভীড় পরিলক্ষিত হচ্ছে। মানুষজন একে অন্যেকে পূজার জামা কাপড় উপহার দিচ্ছেন। অনেকে অনলাইনে বাংলাদেশ থেকে কাপড়চোপড়, অলংকার, গিফট সামগ্রী আনছেন। সনাতন ধর্মাবলম্ভীরা পূজা উপলক্ষ্যে পূজার সময়টায় ছুটি নিয়ে রেখেছেন। প্রবাসে পূজায় সংকলন প্রকাশ করা পূজার অংশ হয়ে গেছে। প্রতিটি পূজাতেই স্মরণিকা বের করা হয়। এতে দেশের ও প্রবাসের লেখকদের লেখা প্রকাশিত হয়।

দুর্গা মন্দিরের পূজা : ডেট্রয়েট শহরেরদুর্গা মন্দিরের পূজা হবে সপ্তাহব্যাপী ২০ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত। তিথি মতো পূজা হবে ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত এবং ২৮ ও ২৯ অক্টোবর পূজা উদযাপন করা হবে। দুর্গা পূজা উপলক্ষ্যে দুর্গা মন্দির ব্যাপক কর্মসূচী নিয়েছে।মায়ের বোধন, পূজা, অঞ্জলি,  যজ্ঞ, প্রসাদ বিতরণ,আরতিসহ বিভিন্ন মাঙ্গলিক অনুষ্টানাদি হবে। ২২ অক্টোবর অষ্টমীর দিনে ১০৮টি সদ্য ফোটা পদ্মফুল ও ১০৮ টি প্রদীপ জালিয়ে সন্ধি পূজা করা হবে। বিশেষ আলোকসজ্জার আয়োজন করা হয়েছে। ২৮ ও  ২৯ অক্টোবর বিকেল ৪টা থেকে রাত অবধি থাকবে কবিতা আবৃতি,গান, নৃত্য, গীতিনাট্য, ঐতিহ্যবাহী ধামাইল, অতিথি শিল্পীদের গান, নাটক ও আকর্ষণীয় রম্য শ্রুতিনাটক। থাকবে আরতির সাথে ঐতিহ্যবাহী ধুনুচি নাচ। প্রতিবারের মতো এবারো পার্থ দেব এর সম্পাদনায় প্রকাশিত হচ্ছে দুর্গা মন্দিরের নিয়মিত প্রকাশনা বহুবর্ণা ‘শারদ অর্ঘ্য’। মন্দিরের ভাইস প্রেসিডেন্ট নিপেশ সুত্রধর এই প্রতিনিধির সাথে আলাপকালে জানান, এবার পূজায় আবহাওয়া থাকবে ভাল তাই আশা ভাল জনসমাগম হবে, এবারের পূজায় আমরা বৈচিত্রতা আনার চেষ্টা করছি। দুর্গা মন্দির হচ্ছে এ অঞ্চলে প্রবাসী বাংলাদেশীদের দ্বারা পরিচালিত সবচেয়ে পুরানো ও একমাত্র সর্বজনীন মন্দির।

শিব মন্দিরের পূজা : ওয়ারেন সিটিতে অবস্থিতশিব মন্দির দুর্গা পূজা উপলক্ষ্যে ২০ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত ৫দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে পূজা উদযাপন করবে। প্রতিদিন থাকছে পূজা, পুষ্পাঞ্জলি, প্রসাদ বিতরণ, আরতি ও আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্টান, থাকবে কবিতা, গান, নাচ, গীতি আলেখ্য, ধামাইল ও অতিথি শিল্পীদের পরিবেশনা।

বিচিত্রার পূজা :  বিচিত্রা এবার ৩ দিন ব্যাপী দুর্গোৎসব পালন করছে। আগামী ২০, ২১ ও ২২ অক্টোবর ব্লুমফিল্ড হিলস হাই স্কুলে পূজা অনুষ্টিত হবে। এতে থাকছে, পূজা, অঞ্জলি,প্রসাদ বিতরণ, নাটক, সাংস্কৃতিক অনুষ্টান। এতে সঙ্গীত পরিবেশন করেবেন কলকাতা থেকে আগত অনুপম রায় ও কবিতা কৃষ্ণমূর্তিসহ আরো অনেকে।

বিচিত্রা ইনকের পূজা : বিচিত্রা ইনক এবার দুর্গা পূজা  করছে তিনদিন । ২০ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত। ওয়েষ্ট টুয়েলভ মাইলের ইউনিভার্সিটি হাই স্কুল একাডেমীতে পূজা অনুষ্টিত হবে।  থাকছে পূজা, অঞ্জলি, প্রসাদ বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান।

কালীবাড়ী : ওয়ারেন সিটিতে অবস্থিত মিশিগান কালীবাড়ী ২০ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত ৫ দিন ব্যাপী দুর্গা পূজা পালন করবে এছাড়া ২৮ অক্টোবর পূজা উদযাপন করা হবে বলে জানা গেছে। এতে পূজা, অঞ্জলি, প্রসাদ বিতরণ, আরতি ও সাংস্কৃতিক অনুষ্টান রয়েছে।