যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস ( জন্ম দিন, ৫৮তম প্রতিষ্টা বার্ষিকী) পালন করা হয়েছে। জানা গেছে, গত ১৯ নভেম্বর রোববার বিকেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশান মিশিগানের উদ্যোগে সংগঠনের মেডিসন হাইটস শহরের ডিকুইনডার রোডের কার্যালয়ে দিবসটি পালন উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচী পালন ও অনুষ্টানের আয়োজন করে। বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্টানের প্রথম পর্বের শুরু হয়। সংগঠনের সকল সদস্য/সদস্যাসহ আমন্ত্রিত অতিথিদের নিয়ে কেক কাটার মাধ্যমে অনুষ্টানের শুভ সূচনা করেন অনুষ্টান পরিচালনা উপকমিটির আহবায়ক লুৎফুল বারি নিয়ন। অনুষ্টানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সৈয়দ মঈন দীপু। সংগঠনের সাধারণ সম্পাদক লুৎফর রহমানের বক্তব্যের পর শুরু হয় স্মৃতিচারণ মূলক আলোচনা। এতে অংশ গ্রহণ করেন ডক্টর রবীন্দ্রনাথ শীল, শাহ খালিশ মিনার, তাহলিল আজিম চৌধুরী, সংগঠনের ট্রেজারার মোহাম্মদ আফতাব। আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য প্রদান করেন বাংলা প্রেস ক্লাব অব মিশিগান ইউএসএ’র সভাপতি
হেলাল উদ্দিন রানা, সৈয়দ শাহেদুল হক প্রমূখ। এছাড়াও অনুষ্টানে উপস্থিত ছিলেন বাংলা প্রেস ক্লাব অব মিশিগান ইউএসএ’র সাধারণ সম্পাদক ইকবাল ফেরদৌস, সাংবাদিক সেলিম আহমদ, জুয়েল খান, ফয়সল আহমদ মুন্না, আশিক রহমান, তোফায়েল রেজা সোহেল, সাহেল আহমেদসহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশান মিশিগানের সদস্য/সদস্যাসহ কমুউনিটির আমন্ত্রিত অনেকেই। দ্বিতীয় পর্বে ছিল সাংস্কৃতিক অনুষ্টান। এতে কবিতা আবৃতি করেন রেজাউল করিম চৌধুরী, রুনা কোরেশী। কৌতুক পরিবেশন করেন জিয়াউল আলম চৌধুরী। সঙ্গীত পরিবেশন করেন স্নিগ্ধা বড়ুয়া, মোহাম্মদ হোসেন চৌধুরী ও আমজাদ হোসেন। ।অনুষ্টানটি উপস্থাপন করেন সঙ্গীতা বড়ুয়া।