০৭:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪
দীপাবলির আলোয় আলোকিত হয়েছিল মিশিগানের বিভিন্ন মন্দির।

মিশিগানে কালীপূজা উদযাপিত

উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে মিশিগানে সনাতন ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহৎ ধর্মীয় উৎসব কালী পূজা অনুষ্টিত হয়েছে। এ উৎসবকে কেন্দ্র করে মিশিগানের মন্দিরগুলো সেজে ছিল নতুন সাজে। দীপাবলির আলোয় আলোকিত হয়েছিল প্রতিটি মন্দির। গত ২৪ অক্টোবর তিথিমতো বিভিন্ন মন্দিরে কালী পূজা উদযাপন করা হয়েছে। এতে ছিল পূজা, অঞ্জলি, দীপাবলির প্রদীপ প্রজ্জালন, আলোকসজ্জা, আরতি, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রসাদ বিতরণসহ বিভিন্ন আয়োজন। কালী পূজা সাধারণত রাতে অনুষ্টিত হয় তাই এই পূজাকে নিশি পূজাও বলা হয়ে থাকে।

দুর্গা টেম্পলে নারী ভক্তবৃন্দ : ছবি : পার্থ দেব

দুর্গা টেম্পল : ডেট্রয়েট শহরের দুর্গা টেম্পলে গত ২৪ অক্টোবর সোমবার তিথি মতো  কালী পূজা উদযাপন করা হয়। এতে পূজা, অঞ্জলি, আরতি, প্রসাদ বিতরণ, মাঙ্গলিক কর্মকান্ড, সন্ধ্যায় প্রদীপ প্রজ্জালন, আতসবাজি, আলোকসজ্জা করা হয়।

রাতের অনুষ্ঠান হলেও অঙ্গরাজ্যের বিভিন্ন স্থান থেকে এসে ভক্তরা বিশেষ করে নারীরা পূজায় সমবেত হন। তাছাড়া  আবহাওয়া ছিল খুব সুন্দর। আগের দিন ২৩ অক্টোবর রোববার মন্দিরে বিজয়া পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে মন্দির কর্তৃপক্ষ যারা

শিব মন্দিরে নৃত্য : ছবি : সংগৃহিত

বিভিন্নভাবে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে দুর্গা পূজায় সাহায্য সহযোগিতা করেছেন তাদেরে কাজের মূল্যায়নস্বরুপ সন্মাননা জানানো হয়। আগামী ২৯ অক্টোবর, শনিবার মন্দিরে আবার কালীপূজা অনুষ্ঠিত হবে এবং পূজা উদযাপন করা হবে। এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচী নেয়া হয়েছে। এদিন যথারীতি পূজা, অঞ্জলি, আরতি, প্রসাদ বিতরণ, মাঙ্গলিক কর্মকান্ড, সন্ধ্যায় প্রদীপ প্রজ্জালন করা হবে। সন্ধ্যার পর রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান, এতে স্থানীয় শিল্পীরা গান ও নৃত্য পরিবেশন করবেন। সবশেষ থাকবে বাংলাদেশ থেকে আগত অতিথি

রামকৃষ্ণ সেবাশ্রমে অঞ্জলি : ছবি : সংগৃহিত

শিল্পী শুভ্র দেবের একক সঙ্গীতানুষ্ঠান। মন্দিরের প্রেসিডেন্ট পংকজ দাশ এই প্রতিনিধির সাথে আলাপকালে জানান, মন্দিরে এখন ভক্তবৃন্দের স্থান সংকুলান হয় না তাই প্রতিটি অনুষ্ঠানেই বিকল্প ব্যবস্থা গ্রহণ করতে হয়। মন্দিরের ভাইস প্রেসিডেন্ট নিপেশ সুত্রধর জানান, দর্শনার্থীদের জন্য এখন স্থান সংকুলান না হওয়ায় সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগের জন্য ডাইনিং রুমে আমরা একটি বিশাল ৭৫ ইঞ্চি এইচ ডি টিভি সংস্থাপন করেছি। টিভি’টি দান করেছেন, মন্দিরের মিডিয়া ও পাবলিকেশান ডাইরেক্টর পার্থ সারথী দেব।

শিব মন্দির : ওয়ারেন সিটিতে অবস্থিত শিব মন্দিরে গত ২৩ অক্টোবর ও ২৪ অক্টোবর দুইদিনব্যাপী কালী পূজা অনুষ্টিত হয়। এতে পূজা, অঞ্জলি, আরতি, প্রসাদ বিতরণ, প্রদীপ প্রজ্জালন, আলোকসজ্জা করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে ছিল নৃত্য, গান, কাঠিনাচ। মন্দিরটি গত বছর প্রতিষ্ঠিত হয়।

ছবি : পার্থ দেব

রামকৃষ্ণ সেবাশ্রম : ওয়ারেন সিটিতে অবস্থিত রামকৃষ্ণ সেবাশ্রমে গত ২৪ অক্টোবর তিথি অনুযায়ী কালী পূজা অনুষ্ঠিত হয়। এতে পূজা, অঞ্জলি, আরতি, প্রসাদ বিতরণ, প্রদীপ প্রজ্জালন, আলোকসজ্জা ও ভক্তি মূলক গান পরিবেশিত হয়।

Tag :
About Author Information

মিশিগানে দুর্গা টেম্পলের বিজয়া পূনর্মিলনী অনুষ্ঠিত

দীপাবলির আলোয় আলোকিত হয়েছিল মিশিগানের বিভিন্ন মন্দির।

মিশিগানে কালীপূজা উদযাপিত

আপডেট টাইম : ১২:০৮:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অক্টোবর ২০২২

উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে মিশিগানে সনাতন ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহৎ ধর্মীয় উৎসব কালী পূজা অনুষ্টিত হয়েছে। এ উৎসবকে কেন্দ্র করে মিশিগানের মন্দিরগুলো সেজে ছিল নতুন সাজে। দীপাবলির আলোয় আলোকিত হয়েছিল প্রতিটি মন্দির। গত ২৪ অক্টোবর তিথিমতো বিভিন্ন মন্দিরে কালী পূজা উদযাপন করা হয়েছে। এতে ছিল পূজা, অঞ্জলি, দীপাবলির প্রদীপ প্রজ্জালন, আলোকসজ্জা, আরতি, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রসাদ বিতরণসহ বিভিন্ন আয়োজন। কালী পূজা সাধারণত রাতে অনুষ্টিত হয় তাই এই পূজাকে নিশি পূজাও বলা হয়ে থাকে।

দুর্গা টেম্পলে নারী ভক্তবৃন্দ : ছবি : পার্থ দেব

দুর্গা টেম্পল : ডেট্রয়েট শহরের দুর্গা টেম্পলে গত ২৪ অক্টোবর সোমবার তিথি মতো  কালী পূজা উদযাপন করা হয়। এতে পূজা, অঞ্জলি, আরতি, প্রসাদ বিতরণ, মাঙ্গলিক কর্মকান্ড, সন্ধ্যায় প্রদীপ প্রজ্জালন, আতসবাজি, আলোকসজ্জা করা হয়।

রাতের অনুষ্ঠান হলেও অঙ্গরাজ্যের বিভিন্ন স্থান থেকে এসে ভক্তরা বিশেষ করে নারীরা পূজায় সমবেত হন। তাছাড়া  আবহাওয়া ছিল খুব সুন্দর। আগের দিন ২৩ অক্টোবর রোববার মন্দিরে বিজয়া পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে মন্দির কর্তৃপক্ষ যারা

শিব মন্দিরে নৃত্য : ছবি : সংগৃহিত

বিভিন্নভাবে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে দুর্গা পূজায় সাহায্য সহযোগিতা করেছেন তাদেরে কাজের মূল্যায়নস্বরুপ সন্মাননা জানানো হয়। আগামী ২৯ অক্টোবর, শনিবার মন্দিরে আবার কালীপূজা অনুষ্ঠিত হবে এবং পূজা উদযাপন করা হবে। এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচী নেয়া হয়েছে। এদিন যথারীতি পূজা, অঞ্জলি, আরতি, প্রসাদ বিতরণ, মাঙ্গলিক কর্মকান্ড, সন্ধ্যায় প্রদীপ প্রজ্জালন করা হবে। সন্ধ্যার পর রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান, এতে স্থানীয় শিল্পীরা গান ও নৃত্য পরিবেশন করবেন। সবশেষ থাকবে বাংলাদেশ থেকে আগত অতিথি

রামকৃষ্ণ সেবাশ্রমে অঞ্জলি : ছবি : সংগৃহিত

শিল্পী শুভ্র দেবের একক সঙ্গীতানুষ্ঠান। মন্দিরের প্রেসিডেন্ট পংকজ দাশ এই প্রতিনিধির সাথে আলাপকালে জানান, মন্দিরে এখন ভক্তবৃন্দের স্থান সংকুলান হয় না তাই প্রতিটি অনুষ্ঠানেই বিকল্প ব্যবস্থা গ্রহণ করতে হয়। মন্দিরের ভাইস প্রেসিডেন্ট নিপেশ সুত্রধর জানান, দর্শনার্থীদের জন্য এখন স্থান সংকুলান না হওয়ায় সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগের জন্য ডাইনিং রুমে আমরা একটি বিশাল ৭৫ ইঞ্চি এইচ ডি টিভি সংস্থাপন করেছি। টিভি’টি দান করেছেন, মন্দিরের মিডিয়া ও পাবলিকেশান ডাইরেক্টর পার্থ সারথী দেব।

শিব মন্দির : ওয়ারেন সিটিতে অবস্থিত শিব মন্দিরে গত ২৩ অক্টোবর ও ২৪ অক্টোবর দুইদিনব্যাপী কালী পূজা অনুষ্টিত হয়। এতে পূজা, অঞ্জলি, আরতি, প্রসাদ বিতরণ, প্রদীপ প্রজ্জালন, আলোকসজ্জা করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে ছিল নৃত্য, গান, কাঠিনাচ। মন্দিরটি গত বছর প্রতিষ্ঠিত হয়।

ছবি : পার্থ দেব

রামকৃষ্ণ সেবাশ্রম : ওয়ারেন সিটিতে অবস্থিত রামকৃষ্ণ সেবাশ্রমে গত ২৪ অক্টোবর তিথি অনুযায়ী কালী পূজা অনুষ্ঠিত হয়। এতে পূজা, অঞ্জলি, আরতি, প্রসাদ বিতরণ, প্রদীপ প্রজ্জালন, আলোকসজ্জা ও ভক্তি মূলক গান পরিবেশিত হয়।