১২:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫
ঈদ

মিশিগানে ঈদ উদযাপিত

যুক্তরাষ্ট্রের মিশিগানে গত শুক্রবার ২১ এপ্রিল ঈদ উদযাপিত হয়েছে। অঙ্গরাজ্যের ডেট্রয়েট, হ্যামট্রাম্যাক, ওয়ারেন, ট্রয়, স্টার্লিং হাইটস, রয়েল অক,  ডিয়ারবর্ণসহ বিভিন্ন স্থানের বাঙ্গালি মুসলিম অধিবাসীরা সকালে বিভিন্ন মসজিদে ঈদের জামাতে অংশ গ্রহণ করেন। বেশীর ভাগ মসজিদেই একাধিক ঈদের জামাত অনুষ্ঠিত হয়। মিশিগানে বাংলাদেশি আমেরিকানদের দ্বারা পরিচালিত ১৮টির অধিক মসজিদে  দের জামাত হয়।  ঈদের জামাতে মানুষ স্বতস্ফূর্তভাবে অংশ গ্রহণ করেন। সবার মধ্যেই একটা আলাদা আনন্দ ছিল বিশেষ করে ছোটছোট শিশু কিশোরদের মধ্যে। সকাল হতেই রংবেরংয়ের পোষাক পরে মাথায় টুপি দিয়ে অভিভাবকদের সাথে তারা নামাজ পড়তে মসজিদে যায়। নামাজের পর কোলাকোলি, আত্মীয়স্বজনদের বাড়ীতে যাওয়া, খাওয়া দাওয়া করা, বিকেলে ঘুরাফিরা।

মিশিগানে ঈদের জামাত : ছবি : সংগৃহিত

এদিকে ঈদের আগে মিশিগানের বিভিন্ন স্থানে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্টানের উদ্যোগে  ঈদ মেলা অনুষ্ঠিত হয়। মেলায় প্রচুর ক্রেতা এবং  কেনাকাটা হয়েছে বলে অংশ গ্রহণকারীরা জানিয়েছেন। উদ্যোক্তাদের সাথে যোগাযোগ করলে তারা জানান, ঈদে ব্যতিক্রমী একটা কিছু করে মোটামোটি সবাইকে একত্রিত করা ও মেলার মাধ্যমে আনন্দ মেতে ওঠার জন্যই এ ঈদ মেলা। মিশিগানের ডিয়ারবর্ণ সিটি হলের কর্মীরা প্রথমবারের মতো পেলেন ঈদের ছুটি।  ডিয়ারবর্ণ শহরের সিটি হলের কর্মীদেরে এ বছর দেয়া হলো ঈদের ছুটি। যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবারের মতো কোনো প্রতিষ্ঠানে এ ধরণের ছুটি দেয়া হলো। এজন্য বন্ধ ছিল​ শহরটির সিটি হল অফিস, পাবলিক লাইব্রেরী ও জেলা আদালত।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

শেলবি টাউনশিপের জোড়া খুনের ঘটনায় সন্দেহভাজনকে গ্রেফতার

ঈদ

মিশিগানে ঈদ উদযাপিত

আপডেট টাইম : ১০:৫৬:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০২৩

যুক্তরাষ্ট্রের মিশিগানে গত শুক্রবার ২১ এপ্রিল ঈদ উদযাপিত হয়েছে। অঙ্গরাজ্যের ডেট্রয়েট, হ্যামট্রাম্যাক, ওয়ারেন, ট্রয়, স্টার্লিং হাইটস, রয়েল অক,  ডিয়ারবর্ণসহ বিভিন্ন স্থানের বাঙ্গালি মুসলিম অধিবাসীরা সকালে বিভিন্ন মসজিদে ঈদের জামাতে অংশ গ্রহণ করেন। বেশীর ভাগ মসজিদেই একাধিক ঈদের জামাত অনুষ্ঠিত হয়। মিশিগানে বাংলাদেশি আমেরিকানদের দ্বারা পরিচালিত ১৮টির অধিক মসজিদে  দের জামাত হয়।  ঈদের জামাতে মানুষ স্বতস্ফূর্তভাবে অংশ গ্রহণ করেন। সবার মধ্যেই একটা আলাদা আনন্দ ছিল বিশেষ করে ছোটছোট শিশু কিশোরদের মধ্যে। সকাল হতেই রংবেরংয়ের পোষাক পরে মাথায় টুপি দিয়ে অভিভাবকদের সাথে তারা নামাজ পড়তে মসজিদে যায়। নামাজের পর কোলাকোলি, আত্মীয়স্বজনদের বাড়ীতে যাওয়া, খাওয়া দাওয়া করা, বিকেলে ঘুরাফিরা।

মিশিগানে ঈদের জামাত : ছবি : সংগৃহিত

এদিকে ঈদের আগে মিশিগানের বিভিন্ন স্থানে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্টানের উদ্যোগে  ঈদ মেলা অনুষ্ঠিত হয়। মেলায় প্রচুর ক্রেতা এবং  কেনাকাটা হয়েছে বলে অংশ গ্রহণকারীরা জানিয়েছেন। উদ্যোক্তাদের সাথে যোগাযোগ করলে তারা জানান, ঈদে ব্যতিক্রমী একটা কিছু করে মোটামোটি সবাইকে একত্রিত করা ও মেলার মাধ্যমে আনন্দ মেতে ওঠার জন্যই এ ঈদ মেলা। মিশিগানের ডিয়ারবর্ণ সিটি হলের কর্মীরা প্রথমবারের মতো পেলেন ঈদের ছুটি।  ডিয়ারবর্ণ শহরের সিটি হলের কর্মীদেরে এ বছর দেয়া হলো ঈদের ছুটি। যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবারের মতো কোনো প্রতিষ্ঠানে এ ধরণের ছুটি দেয়া হলো। এজন্য বন্ধ ছিল​ শহরটির সিটি হল অফিস, পাবলিক লাইব্রেরী ও জেলা আদালত।